জানুন কীভাবে পিভিসি আধার কার্ড স্টেটাস চেক করতে হয় (PVC Aadhaar Card Status Check online)

আপনারা হয়ত জানেন UIADI এর তরফ থেকে আধার কার্ডের সর্বশেষ সংস্করণ হিসাবে পিভিসি আধার কার্ড লঞ্চ করা হয়েছে। আর আমাদের আজকের আর্টিকেলের বিষয়বস্তু হল পিভিসি আধার কার্ড স্টেটাস চেক অনলাইন কীভাবে করবেন ?

আপনারা যদি কেউ পিভিসি আধার কার্ড বানাতে চান, তাহলে আমাদের পিভিসি আধার কার্ড কীভাবে অর্ডার করতে হয়, আর্টিকেলটি পড়ে দেখতে পারেন। আমরা সেখানে পিভিসি আধার কার্ড অর্ডার করার পুরো পক্রিয়া বর্ণনা করে দেখিয়েছি।

বর্তমানে আধার কার্ড শুধু একজন ভারতীয়র কাছে বায়োমেট্রিক পরিচয় পত্র নয়, আধার কার্ডকে আমাদের সামূহিক জীবন যাপনের জন্যে একটি অতি গুরুত্বপূর্ণ নথি বলতে পারেন।

আজকাল আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিংক, আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড লিংক, আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিংক, স্বাস্থ্য সাথী আধার কার্ড লিংক, প্রভৃতি বিভিন্ন জায়গায়, যেমন- স্বাস্থ্য পরিকাঠামো,

কর্মক্ষেত্র, ব্যাঙ্ক, স্কুল শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে দৈনন্দিন জীবনের সমস্ত নথিতে আমাদের চলার পথের পাথেয় হিসাবে আধারের গুরুত্ব দিনপ্রতিদিন বেড়েই চলেছে।

তাই আপনি যদি পিভিসি আধার কার্ডের জন্যে আবেদন করে থাকেন এবং আপনি আপনার আধার কার্ডের স্টেটাস অনলাইন চেক করতে চান তাহলে আমাদের পিভিসি আধার কার্ড স্টেটাস চেক অনলাইন আর্টিকেলটি আপনার জন্যে অনেকটা হলেও সহায়ক হবে।

পিভিসি আধার কার্ড স্টেটাস চেক অনলাইন (Online PVC Aadhaar Card Status Check Online)

আমরা অনলাইন পিভিসি আধার কার্ড স্টেটাস চেক করার পুরো বিষয়টা কয়েকটি ধাপে করে দেখাব। আপনারা ধাপে ধাপে বিষয়গুলো অনুসরণ করলে নিজেরাই পিভিসি আধার কার্ড স্টেটাস চেক অনলাইন করতে পারবেন।

ধাপ ০১:- সবার প্রথমে আপনাকে আপনার মোবাইল কিংবা কম্পিউটারের কোনো একটি ব্রাউজারের Search Engine এ গিয়ে Unique Indentification Authority of India এর অফিসিয়াল সাইট www.uidai.gov.in ভিজিট করতে হবে।

ধাপ ০২:- ওয়েবসাইটে ইন হতেই আপনাকে এখানে ভাষা নির্বাচন হিসাবে আপনাকে আপনার পছন্দের ভাষাটি নির্বাচন করে নিতে হবে। এখানে আমরা global language হিসাবে English কে নির্বাচন করে নেব।

পিভিসি আধার কার্ড স্টেটাস চেক
পিভিসি আধার কার্ড স্টেটাস চেক

ধাপ ০৩:- এইধাপে আপনাকে Get Aadhaar এর নিচে Check PVC Aadhaar Card Status অপশনটিতে ক্লিক করে আগের ধাপে এগিয়ে যেতে হবে।

পিভিসি আধার কার্ড স্টেটাস চেক
অনলাইন পিভিসি আধার কার্ড স্টেটাস চেক

ধাপ ০৪:- এইধাপে আপনার সামনে Login করার জন্যে একটি নতুন পেজ ওপেন হবে। আপনাকে সেখানে Login লেখাটির উপর ক্লিক করতে হবে।

পিভিসি আধার কার্ড স্টেটাস চেক
পিভিসি আধার কার্ড স্টেটাস চেক অনলাইন

ধাপ ০৫:- এইধাপে আপনার সামনে নতুন একটি উইন্ডো খুলে যাবে সেখানে আপনাকে Enter Aadhaar এর কলমে Aadharr Number টি বসাতে হবে। একইভাবে Enter Above Captcha Code এর জায়গায় দেখে দেখে ক্যাপচা কোডটি বসাতে হবে।

তারপর Send OTP অপশনটিতে ক্লিক করতে হবে। এবার আপনার আধার রেজিস্টার মোবাইলে একটি ওটিপি আসবে। আপনাকে দেখে দেখে ওটিপির অপশনে ওটিপি বসিয়ে Login বোতামে প্রেস করতে হবে।

পিভিসি আধার কার্ড স্টেটাস চেক
online pvc aadhaar card status check

ধাপ ০৬:- এইধাপে আপনার সামনে আবার একটি নতুন উইন্ডো খুলে যাবে। সেখানে আপনাকে স্ক্রল করে পেজের একটু নীচের দিকে আসতে হবে। সেখানে আপনি Requests বলে একটি অপশন দেখতে পাবেন।

সেখানে Order Aadhaar PVC Card এবং তার বিভিন্ন ধরণের Details যেমন- Order Date, Acknowledgement Number ইত্যাদি দেখতে পাবেন।

আপনাকে তার মধ্যে থেকে একেবারে ডানদিনে সবুজ রঙের Print কিংবা Down Aro > অপশনটির উপর ক্লিক করতে হবে। এবারে আপনার সামনে নতুন একটি উইন্ডো পপআপ হবে।

আধার পিভিসি কার্ড স্টেটাস চেক অনলাইন
আধার পিভিসি কার্ড স্টেটাস চেক অনলাইন

আপনি সেখানে আপনার আধার পিভিসি কার্ডের স্টেটাসটি দেখতে পাবেন। এখানে আপনার আধার পিভিসি কার্ডটি যদি Print redy হয়ে যায়, তাহলে স্টেটাসে Your Aadhaar PVC Card printing complite দেখতে পাবেন।

আপনার আধার পিভিসি কার্ডটির যদি প্রিন্টিং প্রসেসে থাকে তাহলে Your Aadhaar PVC Card is printing under process দেখতে পাবেন।

আধার পিভিসি কার্ড স্টেটাস চেক অনলাইন
আধার পিভিসি কার্ড স্টেটাস চেক অনলাইন

ফাইনালি যদি আপনার পিভিসি আধার কার্ডটি প্রিন্ট করে আপনার ঠিকানায় ভায়া পোস্ট পাঠিয়ে দেওয়া হয়েছে তাহলে আধার পিভিসি কার্ড স্টেটাসে Your Aadhar PVC Card Successfuly Send your Own Address দেখতে পাবেন।

পরিশিষ্ট

এতক্ষন আমরা আমাদের আর্টিকেলে আধার পিভিসি কার্ড স্টেটাস চেক অনলাইন কিভাবে করা যায় সেই ব্যাপারে আলোচনা করলাম। আশাকরি আপনারা আপনাদের আর্টিকেলটি পড়ে নিজেরাই আধার পিভিসি কার্ডের স্টেটাস চেক করে নিতে পারবেন।

এর বাইরেও আপনাদের পিভিসি আধার কার্ড কীভাবে অর্ডার করতে হয় কিংবা পিভিসি আধার কার্ড নিয়ে আরো কোনো ধরণের জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন।

আমরা যত দ্রুত সম্ভব আপনাদের প্রশ্নের যথাচিত উত্তর দেওয়ার জন্যে আগ্রাসী চেষ্টা করব। পরিশেষে আপনাদের কাছে নিবেদন আমাদের আর্টিকেলটি আপনাদের কাছে ফলপ্রদ হলে অবশ্যই সকলের কাছে শেয়ার করে পড়ার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।

5/5 - (1 vote)

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here