জানুন প্যান কার্ড আধার লিংক কিভাবে করতে হয়(Pan Card Aadhar Card link Kivabe Korben)

আপনারা হয়ত জানেন যে, প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক (Pan Card Aadhar Link) নিয়ে ভারতীয় আয়কর দপ্তর এবং সংবিধানের আয়কর অধিনিয়মের 139AA (2) ধারা অনুযায়ী

ভারতীয় নাগরিকদের জন্যে প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক করাটা হল ব্যাধ্যতামূলক। আপনার যদি একটি ব্যাঙ্ক একাউন্ট থাকে এবং আপনি যদি ব্যাঙ্কের মাধ্যমে নিয়মিত অর্থনৈতিক লেনদেন করেন অথচ,

কোনো কারণে আপনার আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক না থাকে তাহলে কিন্ত Central Board of Derect (CBDT) তার নিয়ম অনুযায়ী ৩১ মার্চ ২০২৩ সালের পর আপনার প্যান কার্ডটি স্থায়ীভাবে চিরদিনের জন্যে নিষ্ক্রিয় করে দেবে

তাই আমাদের একজন সচেতন নাগরিক হিসাবে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক করে নেওয়াটা আমাদের সবারই সাময়িক কর্তব্যের মধ্যে পড়ে। আজকের আর্টিকেলে আমরা প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক কিভাবে করবেন

অথাৎ অনলাইন প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক করার পুরো প্রক্রিয়াটা আলোচনা স্বাপেক্ষে তুলে ধরব। এরপর আপনারা ঘরে বসেই অনলাইন প্যান কার্ড ও আধার কার্ড লিঙ্ক করতে পারবেন।

আপনাদের প্যান কার্ড আধার কার্ড লিংক করার জন্যে কোনো সাইবার ক্যাফে যাওয়ার দরকার হবে না। আপনারা নিজেরাই আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করার পক্রিয়াটা ঘরে বসেই অনলাইন আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করতে পারবেন।

প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক করতে কি কি লাগবে

ঘরে বসে অনলাইনে প্যান কার্ড ও আধার কার্ড লিঙ্ক করার জন্য কতগুলো জিনিস আপনাকে হাতের কাছে রেখে দিতে হবে, যেগুলো আপনার প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক করার জন্যে দরকার পড়বে।

  • সবার প্রথমে আপনার কাছে অবশ্যই ইন্টারনেট কানেকশন আছে এমন একটি স্মার্ট ফোন থাকতে হবে।
  • আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিংক থাকতে হবে।
  • আপনাকে হাতের কাছে আপনার আধার কার্ডটি রাখতে হবে।
  • আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডটি লিংক করার জন্যে আপনাকে আপনার প্যান কার্ডটি সাথে রাখতে হবে।
  • অনলাইন চালান কাটার জন্যে আপনার নিজস্ব এটিএম কার্ড/ নেট ব্যাঙ্কিং/ UPI আইডি ইউপিআই থাকতে হবে।
  • বর্তমানে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিংক করার জন্যে ভারত সরকারের নিয়ম অনুযায়ী লেট ফী ও ফাইন সহ সর্বমোট আপনাকে 1000/- টাকার চালান আদায় করতে হবে।

প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক কিভাবে করবেন (How to link Pan and Aadhar)

আমরা এখন অনলাইন প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক কিভাবে করতে হবে পুরো ব্যাপারটা আপনাদের কয়েকটি ধাপে আলোচনা করে দেখাব আপনারা একটু মনোযোগ দিয়ে প্যান কার্ড ও আধার লিঙ্ক কিভাবে করতে হয় পুরো ব্যাপারটা বুঝতে পারবেন।

প্রথম ধাপ :-

সবার প্রথমে আপনাকে আপনার মোবাইল কিংবা আপনি চাইলে কম্পিউটারের ব্রাউজারের Google Search Engine, আয়কর বিভাগের অফিসিয়াল ওয়েব সাইট www.incometax.gov.in ওয়েব সাইটটি Search করতে হবে।

দ্বিতীয় ধাপ :-

আয়কর বিভাগের ওয়েবসাইটে প্রবেশ করতেই আপনি আয়কর বিভাগের ড্যাশবোর্ডে বেশ কিছু অপশন দেখতে পাবেন। আপনাকে তার মধ্যে আয়কর বিভাগের

ওয়েব সাইটের বাম দিকে, ওয়েবসাইটের ড্যাশবোর্ডের Quick Link অপশনের নিচে দুই নম্বর অপশন Link Aadhaar অপশনটিতে ক্লিক করতে হবে।

প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক
pan card aadhaar link

তৃতীয় ধাপ :-

Link Aadhaar অপশনটিতে ক্লিক করতেই আপনার সামনে নতুন একটি উইন্ডো পপআপ হবে, আপনাকে সেখানে PAN লেখা বাক্সটির মধ্যে আপনার Pan Number টি বসাতে হবে

এবং Aadhaar Number লেখার বাক্সে আপনার Aadhaar Number টি বসানোর পর ডানদিকে Validate লেখা অপশনটিতে ক্লিক করে আগের ধাপে এগিয়ে যেতে হবে।

প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক
pan card aadhar link

চতুর্থ ধাপ :-

এবারে আপনার সামনে নতুন একটি উইন্ডো পপআপ হবে সেখানে আপনাকে E-payment এর মাধ্যমে অনলাইন চালান কাটার জন্য বলা হবে। আপনাকে অনলাইন চালান কাটার জন্যে Continue to pay through e-pay Tax লেখাটির উপর ক্লিক করতে হবে।

প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক
প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক

পঞ্চম ধাপ :-

এবারে আপনার সামনে আবার নতুন একটি উইন্ডো পপআপ হবে সেখানে আপনাকে PAN/TAN এবং Continue PAN/TAN* লেখার খালি বাক্সে দুইবার আপনার প্যান কার্ড নম্বরটি বসাতে হবে।

প্যান কার্ড নম্বর বসানোর পর, তার নিচে Mobile Number এর কলমে আপনার মোবাইল নম্বর বসিয়ে Send OTP অপশনটিতে ক্লিক করে ওটিপি ভেরিফিকেশন করে নেওয়ার পর Continue বোতামটিতে প্রেস করতে হবে।

প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক
প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক

ষষ্ঠ ধাপ :- ওটিপি ভেরিফিকেশন হয়ে যেতেই আবার একটি নতুন উইন্ডো পপআপ হবে সেখানে প্যান কার্ড অনুসারে আপনার নাম দেখতে পাবেন যেটা দেখে আপনি নিশ্চিত হতে পারবেন

আপনার চালানটি প্যান কার্ডের অফিসিয়াল পোর্টালে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিংক করার জন্যে কাটা হচ্ছে। যাইহোক এখানে বেশিকিছু না করে সোজাসোজি নিচের Continue লেখা নীল বোতামটিতে প্রেস করুন।

প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক
প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক

সপ্তম ধাপ :-

এইধাপে আবার একটি নতুন উইন্ডো আপনার সামনে খুলে যাবে সেখানে আপনি তিনটি অপশন দেখতে পাবেন। এই তিনটি অপশনের মধ্যে আপনাকে একবারে প্রথম অপশন, Income Tax এর নিচের Proceed বোতাম টিতে প্রেস করতে হবে।

প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক
প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক

অষ্টম ধাপ :-

এইধাপে আবার নতুন একটি উইন্ডো খুলে যাবে সেখানে New Payment বলে একটি পেজ দেখতে পাবেন। এই পেজে দুটি অপশন আছে, তার মধ্যে Assessment Year এর অপশনটিতে

আপনাকে 2023-2024 এবং পাশের দ্বিতীয় Type of Payment (Minor Head)* এর অপশনটিতে, Other Recipt (500) অপশনটি নির্বাচন করে Continue বোতামে প্রেস করতে হবে।

প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক
প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক

নবম ধাপ :-

এবারে আপনার সামনে New Payment আরো একটি উইন্ডো খুলে যাবে সেখানে Payment Method এর একটি পুরো Summary Slip দেখতে পাবেন যেখানে Other অপশনে

নিজে থেকেই আপনার লেট্ ফি ফাইন সহ সর্বমোট 1000/- কম্পিউটারাজড ফিড থাকবে। আপনাকে এখানে কোনো ধরণের Change না করে সোজাসোজি Continue অপশনে প্রেস করে আগের ধাপে এগিয়ে যেতে হবে।

প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক
প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক

দশম ধাপ :-

এইধাপে আবার একটি নতুন উইন্ডো খুলে যাবে সেখানে পেমেণ্ট করার বিভিন্ন অপশন দেখতে পাবেন। যেমন- Net Banking, Debit Card, Pay at Bank Counter, RTGS/NEFT এবং Payment Gateway.

আপনাকে এই সমস্ত অপশন গুলোর মধ্যে Payment Gateway অপশনটিতে ক্লিক করতে হবে। Payment Gateway অপশনটিতে ক্লিক করতেই নিচে Fedral Bank এর একটি অপশন দেখতে পাবেন।

আপনাকে Fedral Bank এর অপশনটিতে সিলেক্ট করে ডানদিকের নীল রঙের Continue বোতামটিতে প্রেস করে আগের ধাপে এগিয়ে যেতে হবে।

প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক
প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক

একাদশ ধাপ :-

এইধাপে Tax Breake up Details এর নতুন উইন্ডো খুলে যাবে আপনাকে সেখানে নিচের দিকে নীল রঙের Pay Now বোতামটিতে প্রেস করতে হবে। Pay Now বোতামটিতে প্রেস করতেই

Term and Condition পপআপ উইন্ডো ডিসপ্লে হবে, আপনাকে সেখানে I am agree Term and Condition except করে নিচের দিকে নীল রঙের Submit to Bank বোতামটিতে প্রেস করে আগের ধাপে এগিয়ে যেতে হবে।

প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক
প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক

দ্বাদশ ধাপ :-

এখানে Confirm the Particular এর আবার নতুন একটি উইন্ডো আপনার সামনে খুলে যাবে। সেখানে আপনাকে কোনো কিছু না করে ডানদিকে নীল রঙের Pay Now বোতামটিতে ক্লিক করে আগের ধাপে এগিয়ে যেতে হবে।

প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক
প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক

ত্রয়োদশ ধাপ :-

এইধাপে Payment করার জন্যে তিনটি অপশন দেখতে পাবেন। যেমন- Cards, Netbanking এবং UPI, এর মধ্যে থেকে আমরা পেমেন্ট করার জন্যে UPI (ইউপিআই) অপশনটিতে ক্লিক করব।

কারণ ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করলে আলাদা করে কোনো রকমের প্রসেসিং ফী কাটা হবে না , কিন্ত একইভাবে আপনি যদি চালান কাটার জন্যে বিকল্প অপশন হিসাবে Net Banking, Card ইত্যাদি অপশন গুলো ব্যবহার করেন তাহলে আপনাকে অতিরিক্ত টাকা দিতে হতে পারে।

প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক
প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক

চতুর্দশ ধাপ :-

এইধাপে আপনাকে UPI আইডি এর জায়গায় আপনার UPI আইডিটি বসিয়ে নিচের Verify অপশনটিতে ক্লিক করতে হবে। এরপরে আপনার মোবাইলের UPI এপ্লিকেশনে পেমেন্ট করার জন্যে

প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক
প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক

একটা লিংক বা নোটিফিকেশন আসবে। সেই নোটিফিকেশনে বা লিংকে ক্লিক করে আপনাকে 1000/- টাকা পেমেন্ট করে দিতে হবে। এরপরে আপনার সামনে চালান Successfull এর একটি নতুন পেজ খুলে যাবে।

প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক
প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক

সেখানে আপনাকে ডানদিকের Download বোতামটিতে ক্লিক করে, চালানের পিডিএফ ডাউনলোড করে নিতে হবে। ব্যাস আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক করার জন্যে চালান কাটার পক্রিয়া এখানেই সম্পন্ন হয়ে গেল। এবারে আপনাকে চালান কাটার পর ০৫ দিন অপেক্ষা করতে হবে

প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক
আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক

০৫ দিন পুরো হয়ে গেলে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করার জন্যে আপনাকে পুনরায় www.incometax.gov.in এর ওয়েব সাইটে ভিজিট করতে হবে।

প্রথম ধাপঃ- Income tax India এর ওয়েব সাইটে ভিজিট করতেই আপনি ওয়েবসাইটের ড্যাশবোর্ডে বিভিন্ন ধরণের কলম দেখতে পাবেন। তার মধ্যে আপনাকে Home বোতামের নিচের দ্বিতীয় অপশন Link Aadhaar অপশনটিতে ক্লিক করতে হবে।

দ্বিতীয় ধাপঃ- এবারে আপনার সামনে পুনরায় নতুন একটি উইন্ডো খুলে যাবে সেখানে আপনাকে Pan No এর জায়গায় প্যান নম্বর আপনার Aadhar No এর কলমে আধার সংখ্যা বসিয়ে Validate বোতামটির উপর ক্লিক করতে হবে।

প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক

তৃতীয় ধাপঃ- আপনি যেহেতু ০৫ দিন আগে চালান কেটে রেখেছেন তাই এখানে Your payment details are verified. Please click on Continue to proceed with submission of Aadhaar-Pan linking request. এর নতুন একটি উইন্ডো পপআপ হবে আপনাকে এখানে কোনো কিছু না করে সোজাসোজি Confirm বোতামের উপর ক্লিক করতে হবে।

প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক

চতুর্থ ধাপঃ- এখানে আবার নতুন একটি উইন্ডো খুলে যাবে সেখানে আপনি প্যান নম্বর এবং আধার নম্বর এই কলম দুটি লক দেখতে পাবেন। তার নিচে Name as per Aadhaar এর কলমে

প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক

আপনি আপনার আধার এর তথ্য অনুযায়ী এখানে আপনার নামের Speling টি লিখতে পারেন। নতুবা নিচে আরো দুটি অপশন আপনি দেখতে পাবেন a) I have only Year of Birth এবং আধার

b) I agree Validate to as per Aadhaar, এই দুটো অপশন দুটির মধ্যে আমরা এখানে I agree Validate to as per Aadhaar অপশনটির উপর ক্লিক করে Confirm বোতামের উপর ক্লিক করতে হবে।

পঞ্চম ধাপঃ- Confirm বোতামে ক্লিক করতেই আপনার মোবাইলে একটি ওটিপি যাবে যে আপনার সামনে Verfication নামের নতুন একটি Window খুলে যাবে।

সেখানে আপনাকে আপনার মোবাইল নম্বরে আসা ০৬ সংখ্যার ওটিপি দেখে দেখে Otp এর ঘরে ওটিপি টি বসিয়ে Validate অপশনটির উপর ক্লিক করতে হবে।

ষষ্ঠ ধাপঃ- এবারে আপনার সামনে প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক Success হওয়ার একটি নতুন window পপআপ হবে সেখানে ইংরেজিতে বলা হয়েছে আপনার আধার কার্ডের সঙ্গে

প্যান কার্ড লিংক করার অনুরোধ সফলতার সঙ্গে UIDAI এর দফতরে পাঠিয়ে দেওয়া হয়েছে। স্থিতী জানার জন্যে Link Aadhaar Status এর উপর ক্লিক করুন।

প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক

(Your request for Aadhaar- PAN linking has been sent to UIDAI for validation. Please check the status later by clicking on “Link Aadhaar Status” lin on Home Page).

ব্যাস আপনার আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিংক করার পুরো প্রক্রিয়াটা এখানেই সমাপ্ত হল। আপনার আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিংক করার অনুরোধ UIDAI এর তরফ থেকে Pan India-র অফিসে পাঠিয়ে দেওয়া হবে।

এরপর আগামী ০৩ থেকে ০৫ দিনের মধ্যে দেখবেন UIDAI এর তরফ থেকে আপনার আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিংক হয়ে গেছে। এরপর আপনি আপনার প্যান কার্ডটিকে আপনার যাবতীয় আর্থিক লেনদেনের জন্যে ব্যবহার করতে পারবেন।

পরিশিষ্ট

এতক্ষন আমরা আপনাদের ঘরে বসেই কিভাবে প্যান কার্ড আধার কার্ড লিংক করা যায় তার পুরো প্রসেস আপনাদের আলোচনা করে দেখলাম। তবে আপনার যদি প্যান কার্ড থাকে তাহলে দেরি না করে

যত দ্রুত সম্ভব প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডটি লিংক করে নেওয়াটাই ভাল। তা নাহলে কিন্ত ভারত সরকারের পক্ষ থেকে আপনার প্যান কার্ডটিকে স্থায়ীভাবে চিরকালের জন্যে নিষ্ক্রিয় করে দেওয়া হতে পারে।

তাই দেরি না করে আপনারা পান কার্ড ও আধার কার্ড লিঙ্ক করার কাজটা সম্পন্ন করে ফেলুন। আর সর্বশেষ আপনার পরিচিতদের মধ্যে আমাদের আর্টিকেলটি শেয়ার করে তাদেরও ঘরে বসেই প্যান কার্ড আধার কার্ড লিংক করার সুযোগ করে দিন।

প্রশ্ন – প্যান কার্ড আধার কার্ড লিংক করার জন্যে কত টাকার চালান কাটতে হবে ?

উঃ- প্যান কার্ড আধার কার্ড লিংক করার জন্যে ১০০০/- টাকার চালান কাটতে হবে।

প্রশ্ন- প্যান কার্ড আধার কার্ড লিংক করার লাস্ট ডেট কবে ?

উঃ- প্যান কার্ড আধার কার্ড লিংক করার লাস্ট ডেট হল ২০২৩ সালের ৩১ শে মার্চ। এই সময়ের মধ্যে আপনার আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডটি লিংক করা না হলে আপনার প্যান কার্ডটি নিষ্ক্রিয় করে দেওয়া হবে।

5/5 - (2 votes)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here