ভোটার কার্ড আধার কার্ড লিংক অনলাইন ওয়েস্ট বেঙ্গল (Voter Card Aadhar Card link online West Bengal)

আজকে আমাদের আর্টিকেলের আলোচ্য বিষয় হল ভোটার কার্ড আধার কার্ড লিংক অনলাইন ওয়েস্ট বেঙ্গল অথাৎ আপনার ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিংক কি ভাবে করবেন ?

আপনারা হয়ত শুনে থাকবেন ভারতীয় নির্বাচন কমিশন (Election Commison of India) তাদের Elcetion Lawas-2021 এর নিয়মানুযায়ী জনসাধারণকে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক করার পরামর্শ দিয়েছেন।

সেই খবর শুনে জনসাধারণের মধ্যে নতুন করে এক ধরণের উত্তেজনার সৃষ্টি হয়েছে। আর তা নিয়ে মানুষের মধ্যে দিন প্রতিদিন নিত্য নতুন কৌতূহল,উত্তেজনা যা বলুন না কেন সব কিছু বেড়েই চলেছে।

অনেকের মনে প্রশ্ন আবার ভোটার কার্ড আধার কার্ড লিংক এর শেষ তারিখ কবে ? কারো আবার চিন্তা ভোটার কার্ড আধার কার্ড লিংক অনলাইন ওয়েস্ট বেঙ্গল কোন অ্যাপস এর মাধ্যমে করা যাবে !

আপনাদের মনের এই সমস্ত অনন্ত জিজ্ঞাসার অন্ত ঘটানোর প্রয়াস করব ভোটার কার্ড আধার কার্ড লিংক ওয়েস্ট বেঙ্গল (Voter Card Aadhar Card link online West Bengal) আর্টিকেলটির মধ্যে দিয়ে।

ভোটার কার্ড আধার কার্ড লিংক করার উদ্দেশ্য কী

ভারতীয় নির্বাচন কমিশনের ভোটার কার্ড আধার কার্ড লিংক করার পিছনে যে মহান উদ্দেশ্য আছে সে কথা ফেলনার নয় ! নির্বাচন কমিশন চাইছে ভোটার কার্ড আধার কার্ড লিংক করিয়ে ভোটার তালিকার প্রবেশ পত্রে ভোটারদের সত্যতা যাচাই

করে সঠিক ভোটারদের পরিচয় প্রমাণীকরণ করতে। এরফলে কোনো ব্যক্তি এলাকাভেদে আলাদা আলাদা নির্বাচনী ক্ষেত্রে গিয়ে একাধিকবার ভোট দিলে, তা হাতে নাতে ধরা পড়ে যাবে, যার ফলে ভুয়ো ভোট, ছাপ্পা ভোটের রমরমা কমবে।

তবে ভারতীয় নির্বাচন কমিশনের পক্ষে থেকে এখন পর্যন্ত ভোটার কার্ড আধার কার্ড লিংক অথাৎ ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক বাধ্যতামূলকভাবে করতেই হবে এমন কিছু বলা হয়নি।

তবে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিংক করা ভারতীয় নির্বাচন কমিশনের একটি অতি স্বচ্ছ পদক্ষেপ সেই বিষয়ে কিছু বলার রাশ থাকেনা। আজ না হয় কাল হয়ত আমাদের সবাইকে ভোটার কার্ড আধার কার্ড লিংক বাধ্যতামূলক ভাবে করতেই হবে।

ভোটার কার্ড আধার কার্ড লিংক করতে কি কি লাগবে

ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক করার জন্যে কতগুলো প্রয়োজনীয় জিনিস আপনার হাতের কাছে এনে রাখতে হবে। আসুন কি কি জিনিস আপনার হাতের কাছে রাখতে হবে সেই জিনিস গুলো দেখা যাক-

  • ঘরে বসে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক করার জন্যে সবার প্রথমে আপনাকে ইন্টারনেট সংযোগ আছে এমন একটি স্মার্ট ফোন হাতের কাছে রাখতে হবে।
  • ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক করার সময় হাতের কাছে আপনার আধার কার্ডটি সঙ্গে রাখতে হবে।
  • আপনার সাথে আপনার ভোটার কার্ড টাও সাথে নিতে হবে।
  • আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বরটি লিংক করা আছে সেই নম্বরটি সচল অবস্থায় রাখতে হবে।
  • সর্বশেষ আপনাকে একটি সচল ইমেল আইডি রাখতে হবে।

ভোটার কার্ড আধার কার্ড লিংক অনলাইন ওয়েস্ট বেঙ্গল (Voter Card Aadhar Card link Online West Bengal )

ভারতীয় নির্বাচন কমিশন (Election Commison of India) ভোটারদের কথা ভেবে ভোটার কার্ড আধার কার্ড লিংক অনলাইনে করার জন্যে নতুন একটি মোবাইল অ্যাপস লঞ্চ করেছে, আমরা আপনাদের

সেই মোবাইল অ্যাপসের মাধ্যমে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার অনলাইন পুরো প্রসেস কয়েকটা ধাপে করে দেখাব আপনারা একটু মনোযোগ সহকারে পুরো আর্টিকেলটি পড়লেই নিজে নিজেই ভোটার কার্ড আধার লিংক অনলাইন করতে পারবেন।

আমি যেহেতু পশ্চিমবঙ্গের বাসিন্দা তাই আপনাদের এখানে ভোটার কার্ড আধার কার্ড লিংক অনলাইন ওয়েস্ট বেঙ্গল এর পুরো প্রসেসটা পুঙ্খানুপুঙ্খ ভাবে কয়েকটা ধাপে আপনাদের সামনে তুলে ধরব।

ভোটার কার্ড আধার কার্ড লিংক অনলাইন ওয়েস্ট বেঙ্গল
ভোটার কার্ড আধার কার্ড লিংক অনলাইন ওয়েস্ট বেঙ্গল

প্রথম ধাপ :- সবার প্রথমে আপনাকে আপনার স্মার্ট ফোনের “Apple Store” কিংবা “Google Play Store” থেকে Voter Helpline App টি ডাউনলোড করে নিয়ে ‘I Agree’ [_] বক্সে টিক চিহ্ন দিয়ে ‘Next’ অপশনে ক্লিক করুন।

কার্ড আধার কার্ড লিংক অনলাইন ওয়েস্ট বেঙ্গল 2
ভোটার কার্ড আধার কার্ড লিংক অনলাইন ওয়েস্ট বেঙ্গল

দ্বিতীয় ধাপ :- নতুন Window খুলে আসতেই আপনি এখানে পরপর ছয়টি নতুন অপশন দেখতে পাবেন তার মধ্যে থেকে বাম দিক থেকে সবার প্রথমে থাকা ‘Voter Registration’ অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে।

ভোটার কার্ড আধার কার্ড লিংক অনলাইন ওয়েস্ট বেঙ্গল
ভোটার কার্ড আধার কার্ড লিংক অনলাইন ওয়েস্ট বেঙ্গল

তৃতীয় ধাপ :- এবারে এখানে VOTER SERVICE এর নতুন একটি Window খুলে যাবে, সেখানে আপনাকে একবারে শেষের অপশন মানে Electoral Authentication Form ( Form 6B) অপশনটিতে ক্লিক করুন।

ভোটার কার্ড আধার কার্ড লিংক অনলাইন ওয়েস্ট বেঙ্গল
ভোটার কার্ড আধার কার্ড লিংক অনলাইন ওয়েস্ট বেঙ্গল

চতুর্থ ধাপ :- এইধাপে আপনাকে কোনো কিছু না ভেবে সবার নিচে রয়েল ব্লু বোতামের ভিতরে থাকা ‘Let’s Start’ বোতামটি প্রেস করে আগের পেজে এগিয়ে যেতে হবে।

ভোটার কার্ড আধার কার্ড লিংক অনলাইন ওয়েস্ট বেঙ্গল
ভোটার কার্ড আধার কার্ড লিংক অনলাইন ওয়েস্ট বেঙ্গল

পঞ্চম ধাপ :- নতুন পেজে যেতেই সেখানে Mobile Number বসানোর একটি খালি বাক্স দেখতে পাবেন। আপনাকে সেই খালি বাক্সে আধার কার্ডের সঙ্গে লিংক আছে সেই Mobile Number টি বসিয়ে নিচে Send OTP অপশনে ক্লিক করতে হবে।

ভোটার কার্ড আধার কার্ড লিংক অনলাইন ওয়েস্ট বেঙ্গল
ভোটার কার্ড আধার কার্ড লিংক অনলাইন ওয়েস্ট বেঙ্গল

ষষ্ঠ ধাপ :- এবারে আপনার সামনে আবার একটি নতুন Window খুলে যাবে। সেখানে আপনার রেজিস্টার মোবাইলে আসা OTP টি বসিয়ে ‘Verify’ অপশনে ক্লিক করতে হবে।

সপ্তম ধাপ :- এই ধাপে Do you already have Voter ID Number ? লেখা একটি Window খুলে আসবে সেখানে আপনাকে Yes I have Voter ID number লেখার উপর ট্যাপ করে নিচে ‘Next’ বোতামের উপর ক্লিক করতে হবে।

ভোটার কার্ড আধার কার্ড লিংক অনলাইন ওয়েস্ট বেঙ্গল
ভোটার কার্ড আধার কার্ড লিংক অনলাইন ওয়েস্ট বেঙ্গল

অষ্টম ধাপ :- এবারে যে নতুন Window টি Open হবে সেখানে আপনাকে আপনার Voter ID Number (EPIC NO) মানে ভোটার কার্ড নম্বরটি বসানোর পর নিচে State Selection এর কলমে ‘West Bengal’ সিলেক্ট করে ‘Fetch details’ লেখার উপর ক্লিক করতে হবে।

ভোটার কার্ড আধার কার্ড লিংক অনলাইন ওয়েস্ট বেঙ্গল
ভোটার কার্ড আধার কার্ড লিংক অনলাইন ওয়েস্ট বেঙ্গল

নবম ধাপ :- এবারে আবার একটি নতুন Window খুলে যাবে সেখানে আপনি আপনার ভোটার কার্ডের পুরো বিবরণ দেখতে পাবেন। আপনি এখানে সমস্ত কিছু চেক করার পর ‘Next’ অপশনে ক্লিক করতে হবে।

ভোটার কার্ড আধার কার্ড লিংক অনলাইন ওয়েস্ট বেঙ্গল
ভোটার কার্ড আধার কার্ড লিংক অনলাইন ওয়েস্ট বেঙ্গল

দশম ধাপ :- এই ধাপে নতুন করে Form 6B Preview দেখতে পাবেন সেখানে আপনার Name, Epic No, Assembly Constiuency, Mobile Number,

Email, Aadhaar Number, Place ইত্যাদি সহ একটি পুরো চার্ট দেখতে পাবেন সেখানে আপনাকে ‘CONFIRM’ বোতামের উপর ক্লিক করতে হবে।

ভোটার কার্ড আধার কার্ড লিংক অনলাইন ওয়েস্ট বেঙ্গল
ভোটার কার্ড আধার কার্ড লিংক অনলাইন ওয়েস্ট বেঙ্গল

ব্যাস আপনার ভোটার কার্ড এর সঙ্গে আধার কার্ড লিংক করার কাজ শেষ। হয়ে গেল ভোটার কার্ড আধার কার্ড লিংক। এইভাবে খুব সহজেই নিজে বাড়িতে বসে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিংক করিয়ে নিতে পারেন।

ভোটার কার্ড আধার কার্ড লিংক অনলাইন ওয়েস্ট বেঙ্গল
ভোটার কার্ড আধার কার্ড লিংক অনলাইন ওয়েস্ট বেঙ্গল

SMS এর মাধ্যমে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক করুন

আপনি যদি স্মার্ট ফোন না ব্যবহার করে থাকেন এবং আপনার ফোনে যদি কোনো ধরণের ইন্টারনেট সংযোগ না থাকে তাহলে আপনি আপনার ফোনে দিয়ে SMS এর মাধ্যমে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক করতে পারেন।

SMS এর মাধ্যমে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক করার জন্যে সবার প্রথমে অপবার মোবাইলের Massage অপশনটি খোলার পর Text Massage এর উপর

<EPIC NUMBER…অথবা।…Voter ID Card Number>…<SPACE>…<Aadhaar Number> লিখে ১৬৬ অথবা ৫১৯৫৯ নম্বরে পাঠাতে হবে তাহলেই আপনার ভোটার কার্ডের সঙ্গে আধার লিংক হয়ে যাবে।

বিঃ দ্রঃ- তবে মনে রাখবেন আগে থেকেই কিন্তু আধার কার্ডের সঙ্গে আপনার মোবাইল নম্বরটি লিংক করা থাকতে হবে, নইলে কোনো মতেই ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক করা সম্ভব নয়।

FAQ

প্রশ্ন- ভোটার কার্ড আধার কার্ড লিঙ্ক এর শেষ তারিখ কবে ?

উঃ- ভোটার কার্ড আধার কার্ড লিঙ্ক এর শেষ তারিখ নেই। কারণ এখন পর্যন্ত নির্বাচন কমিশনের তরফ থেকে ভোটার কার্ড আধার কার্ড লিঙ্ক করাটা ব্যাধ্যতামূলক করা হয়নি তাই এর কোনো শেষ তারিখ নেই।

প্রশ্ন- ভোটার কার্ড আধার কার্ড লিঙ্ক অ্যাপস ?

উঃ- ভারতীয় নির্বাচন কমিশন ভোটার কার্ড আধার কার্ড লিঙ্ক করার জন্যে অফিসিয়ালি Voter Helpline App লঞ্চ করেছেন এই Voter Helpline App দিয়ে আপনি সরাসরি মোবাইল ফোন দিয়ে ভোটার কার্ড এর সঙ্গে আধার কার্ড লিংক করিয়ে নেন।

প্রশ্ন-ভোটার কার্ড আধার কার্ড লিঙ্ক লাস্ট ডেট কবে ?

উঃ- ভোটার কার্ড আধার কার্ড লিঙ্ক লাস্ট ডেট এখনো নির্ধারণ করা হয়নি। আপনি তাই এখনই ভোটার কার্ড আধার কার্ড লিঙ্ক করিয়ে নিতে পারেন।

পরিশিষ্ট

আমরা আপনাদের ভোটার কার্ড আধার কার্ড লিংক অনলাইন ওয়েস্ট বেঙ্গল (Voter Card Aadhar Card link online West Bengal) মানে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক কি ভাবে করা যায়,

পুরো ব্যাপারটা আলোচনা স্বাপেক্ষে তুলে ধরার চেষ্টা করলাম। আশাকরি আপনারা এবার নিজে থেকেই ঘরে বসেই মোবাইল দিয়ে ভোটার কার্ড আধার কার্ড লিঙ্ক করতে পারবেন।

তবুও Voter Card Aadhar Card online West Bengal বিষয়টি নিয়ে আরো বেশি জিজ্ঞাসা থেকে তাহলে আমাদের প্রশ্ন করে জানাতে পারেন, আমরা যথা সম্ভব তাড়াতাড়ি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব।

5/5 - (1 vote)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here