অনলাইন আধার কার্ড প্যান কার্ড লিংক স্টেটাস চেক করার নিয়ম (Online Aadhaar Card Pan Card link status check korar niyom)

আজকে আমাদের আলোচনার বিষয় হল অনলাইন আধার কার্ড প্যান কার্ড লিংক স্টেটাস চেক করার নিয়ম। আপনারা সবাই জানেন হয়ত ভারত সরকারের পক্ষ থেকে সমস্ত প্যান কার্ড ধারকদের

ভারত সরকার প্যান কার্ড আধার লিঙ্ক (Pan Card Aadhaar link ) সবার জন্যে ব্যাধ্যতামূলক করে দেওয়া হয়েছে।তারপর থেকে আম জনতার মাথায় টনক নড়েছে,

সবাই যে যার মত যাদেরই প্যান কার্ড আছে তারা সবাই আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিংক করার জন্যে মড়িয়া হয়ে উঠেছে। কিন্ত এখানে কথা হল প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক তো করা হল,

কিন্ত কী করে বুঝবেন আপনার প্যান কার্ডটি আধার কার্ডের সঙ্গে লিংক আছে কিনা ? আপনাদের এই উত্তরের সমাধান নিয়েই আমাদের আজকের আর্টিকেল।

আমরা এখন আপনাদের আধার কার্ড প্যান কার্ড লিংক স্টেটাস চেক কী করে করবেন সেই ব্যাপারে আলোচনা করব। এরপর থেকে আপনারা নিজেরাই আপনার প্যান কার্ডটি আধার কার্ডের সঙ্গে লিংক হয়েছে কিনা ?

সেটা নিজে নিজেই আধার কার্ড প্যান কার্ড লিংক স্টেটাস চেক করতে পারবেন। আজকালকের দিনে আপনার মুঠো ফোনটা খুব কাজের জিনিস। এখন আপনাদের এই মুঠো ফোনটি দিয়েই প্যান কার্ড আধার লিঙ্ক স্টেটাস চেক করার পুরো বিষয়টা আলোচনা করব।

আধার কার্ড প্যান কার্ড লিংক স্টেটাস (Aadhaar Card Pan Card link Status Check )

আমরা এখন অনলাইন আধার কার্ড প্যান কার্ড লিংক স্টেটাস চেক করার পুরো বিষয়টা কয়েকটা স্টেপে আপনাদের সামনে তুলে ধরব। কিন্ত আধার কার্ড প্যান কার্ড লিংক স্টেটাস চেক করার জন্যে হাতের কাছে কয়েকটা জিনিস হাতের কাছে রাখতে হবে –

প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক স্টেটাস চেক করতে কী কী লাগবে

প্যান কার্ড অনলাইন আধার কার্ড লিঙ্ক স্টেটাস চেক করার জন্যে কয়েকটি জিনিস অবশ্যই আপনার হাতের নাগালের আওতার মধ্যে রাখতে হবে –

  • সবার প্রথমে আপনার হাতের কাছে ইন্টারনেট সংযোগ আছে এমন একটি স্মার্ট ফোন থাকতে হবে।
  • আপনাকে আপনার আধার কার্ডটি সাথে রাখতে হবে।
  • আপনাকে আপনার প্যান কার্ডটি সাথে রাখতে হবে।

প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক স্টেটাস চেক করার পুরো পক্রিয়া

প্রথম ধাপ :- সবার প্রথমে আপনার স্মার্টফোনের মোবাইল ডেটা অন করে গুগুল সার্চ ইঞ্জিনে গিয়ে www.incometaxindia.gov.in এর ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

দ্বিতীয় ধাপ:- তারপর ইনকাম ট্যাক্স ইন্ডিয়ার হোম মেনুর ঠিক নীচে ০৭ নম্বর অপশন Link Aadhaar Status অপশনটিতে ক্লিক করতে হবে।

আধার কার্ড প্যান কার্ড লিংক স্টেটাস
আধার কার্ড প্যান কার্ড লিংক স্টেটাস

তৃতীয় ধাপ :- এবার আপনার সামনে আবার নতুন একটি উইন্ডো খুলে যাবে সেখানে Link Aadhaar Status এর নীচে Pan নং এর জায়গায় প্যান নম্বর এবং Aadhaar নম্বরের জায়গায় আধার নম্বরটি বসিয়ে View Link Aadhaar Status অপশনটিতে ক্লিক করতে হবে।

আধার কার্ড প্যান কার্ড লিংক স্টেটাস
আধার কার্ড প্যান কার্ড লিংক স্টেটাস

চতুর্থ ধাপ :- এবারে আবার একটি নতুন উইন্ডো খুলে যাবে সেখানে একটি পপআপ উইন্ডো দেখতে পাবেন। যদি আপনার আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডটি লিংক হয়ে যায় তাহলে লেখা উঠবে Your Pan Card & Aadhaar allready link .

আধার কার্ড প্যান কার্ড লিংক স্টেটাস
প্যান কার্ড আধার কার্ড লিংক স্টেটাস

আর যদি আপনার প্যান কার্ডটি আধার কার্ডের সঙ্গে লিংক না থাকে তাহলে আপনাকে প্যান কার্ড ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে প্যান কার্ড আধার লিংক করার জন্যে অনলাইন চালান কাটার

জন্যে একটি নতুন পেজে ডাইভার্ট করে দেওয়া হবে। সেখানে গিয়ে অনলাইন চালান কেটে কয়েকটি ধাপ ফলো করলেই আপনার প্যান কার্ডটি আধার কার্ডের সঙ্গে লিংক হয়ে যাবে।

পরিশিষ্ট

আশাকরি আপনারা এতক্ষণে অনলাইন প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক স্টেটাস চেক (Pan Card Aadhaar link Status Check) করার পুরো প্রক্রিয়াটা বুঝতে পেরেছেন। আপনারা যদি আমাদের আর্টিকেলটি যত্ন সহকারে পড়ে থাকেন

তাহলে আপনারা নিজেরাই ঘরে বসে যে কোনো সময় প্যান কার্ড আধার কার্ড লিংক স্টেটাস চেক করতে পারবেন। আমাদের আর্টিকেলের মাধ্যমে আপনাদের দেওয়া ছোট ইনফর্মেশনটি যদি আপনাদের ভালো লেগে থাকে

তাহলে আপনাদের আত্মীয় পরিজনদের সাথে শেয়ার করে তাদের ও পড়ার সুযোগ করে দেবেন। আশাকরি আপনারা আরো এরকম জরুরী তথ্যের নিয়মিত আপডেট পাওয়ার জন্যে আমাদের ওয়েবসাইটটি ফল করবেন।

এছাড়াও আপনাদের প্যান কার্ড ও আধার কার্ড নিয়ে কোনো ধরণের জিজ্ঞাসা থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন , আমরা আপনাদের প্রশ্নের যত দ্রুত সম্ভব সদ উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।

5/5 - (3 votes)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here