ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের মধ্যে পার্থক্য কি-Different Between Debit Card And Credit Card.

আজকের ট্রপিকে আমাদের মূল আলোচনার বিষয় বস্তু হল ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের মধ্যে পার্থক্য কি (Different between debit card and credit card).

নোটবন্দির কারণে সরকার আমাদের দেশের জনগণকে cashless লেনদেন অথাৎ digital payment system কে প্রাধান্য দেওয়ার কথা বলেছে। তাতে আমাদের দেশের মানুষ সরকারের এই আবেদনে সাড়া দিয়ে

ছোট ছোট দোকান পাট থেকে শুরু করে মাছ ও মিষ্টির দোকানে cashless পেমেন্টকে অগ্রাধিকার দেওয়ার জন্যে দু-হাত বাড়িয়ে দিয়েছে। সরকারের এই পদক্ষেপে মুদি দোকানদার থেকে শুরু করে আমাদের সবারই ফায়দা হয়েছে।

যেমন- এক পকেটে করে cashবয়ে নিয়ে বেড়ানোর ঝনঝট খতম, দুই ছেঁড়া ফাটা নোটের সমস্যা নেই, আর সবথেকে বড় ব্যাপার হল খুচরো পয়সা নেই লজেন্স নিন ! এরকম আর সমস্যায় থাকলনা।

মানুষ Digital payment এর মাধ্যমে ৫০ পয়সা থেকে ৫০০ টাকা, এক চুটকির মধ্যে আদান প্রদান করে তাদের নিত্যদিনের কেনাকাটা (shopping) করতে পারে।

কিন্তু এই Digital payment করার জন্যে সবার প্রথমে যেটা দরকার সেটা হল আপনার নিজস্ব একটি bank account, যদি কোনো ব্যক্তির কাছে তার নিজস্ব ব্যাঙ্ক একাউন্ট না থাকে তাহলে সেই ব্যক্তি কিন্ত Digital payment করতে পারবেনা।

কারণ Digital লেনদেন করার জন্যে টাকা পয়সার আদান প্রদান Bank Account থেকেই সম্পন্ন হয়। যখন আমরা ব্যাংকে গিয়ে bank account খুলি, তখন সেখানে আমাদের ব্যাঙ্ক একাউন্টের পাস বইয়ের সাথে সাথে,

টাকা পয়সা তোলার জন্যে একটি প্লাস্টিক কার্ড দেয়, এই কার্ডটিকে আমরা Atm card বলি। আর এই Atm card টি দিয়ে আমরা যে কোনো ATM Machine থেকে টাকা তুলতে পারি।

তবে আমরা Atm Card কে Debit Card বলে থাকি। ডেবিট কার্ড দ্বারা আমরা বিভিন্ন ধরণের online transaactions করতে পারি। এই ধরণের কার্ড ছাড়াও এটিএম কার্ডের মতই দেখতে

আরো এক ধরণের কার্ড থাকে, যে কার্ডটি শুধু online payment ও offline কেনাকাটার জন্যেই ব্যবহার করা যায়। এই ধরণের কার্ডকে ক্রেডিট কার্ড বলা হয়।

এই দুই ধরণের কার্ডের ব্যবহার আমরা digital payment এর জন্যে করতে পারি। কিন্ত এখানে প্রশ্ন হল দুই ধরণের কার্ড দিয়ে যদি digital payment করা যায়, তাহলে ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের মধ্যে পার্থক্য কি ?

আর দুই ধরণের কার্ড যদি একই কাজের জন্যে ব্যবহার করা হয় তাহলে দুটি কার্ডের প্রয়োজন কি ? আপনারা হয়ত অনেকে Debit Card এবং Credit Card এর ব্যাপারে জানেন আবার অনেকে হয়ত ব্যবহারও করেন।

কিন্ত আপনারা ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের মধ্যে পার্থক্য কি জানেন ? যদি জানেন তাহলে খুব ভালো কথা, আর যদি না জানেন তাহলে আসুন আজেকের প্রসঙ্গে আমরা ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের মধ্যে পার্থক্য কি সেগুলো জানার চেষ্টা করি।

ডেবিট কার্ড কি- What is a Debit Card ?

ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের মধ্যে পার্থক্য কি জানার আগে ডেবিট কার্ড কি ? জানাটা জরুরী। ডেবিট কার্ড হল এমন এক ধরণের কার্ড, যা বিভিন্ন ব্যাঙ্ক তার গ্রাহকদের টাকা তোলার সুবিদার্থে প্রদান করে থাকে।

সাধারণভাবে কোন ব্যক্তি যখন কোনো ব্যাংকে গিয়ে সেভিং (saving account) কিংবা কারেন্ট খাতা (Current Account) খোলে তখন সেই ব্যাঙ্ক তার ব্যাংকের খাতা গ্রাহকের লেনদেনের সুবিদার্থে এই ডেবিট কার্ড (Debit Card) প্রদান করে থাকে।

যাকে আমরা সোজা বাংলায় Atm card বলেও থাকি। ডেবিট কার্ড দিয়ে একজন গ্রাহক তার ব্যাঙ্ক একাউন্ট থেকে রাতদিন সাতদিন atm মেশিন দিয়ে টাকা তোলার পাশাপাশি এক ব্যাঙ্ক একাউন্ট থেকে

অন্য ব্যাঙ্ক একাউন্টে টাকা ট্রান্সফার এবং বিভিন্ন ধরণের অনলাইন কেনাকাটা (Online shopping) করতে পারে। তবে অনলাইন কেনাকাটা বা টাকা তোলা তখনই সম্ভব যতক্ষণ পর্যন্ত সেই গ্রাহকের ব্যাঙ্ক খাতায় পর্যাপ্ত ব্যালেন্স উপলব্ধ থাকবে।

আরো পড়ুন : ডেবিট কার্ড কি ? ডেবিট কার্ড কত রকমের হয়।

ক্রেডিট কার্ড কি- What is a Credit Card ?

ইংরেজি Credit শব্দটির বাংলা অর্থ হল “ধার নেওয়া।” তাহলে বুঝতেই পারছেন Credit Card এর বাংলা মানে করলে যেটা দাঁড়ায় সেটা হল ধার বা loan দেওয়ার কার্ড।

ডেবিট কার্ড ও  ক্রেডিট কার্ডের মধ্যে পার্থক্য কি
ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের মধ্যে পার্থক্য কি / ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের মধ্যে পার্থক্য কি

এবারে কথা হল ধার / loan তো আর যাকে তাকে দেওয়া যায়না ! loan তাকেই দেওয়া যায় যে হল একজন বিশ্বস্ত লোক, যিনি সময়মত ধার নিয়ে loan যথাসময়ে পরিশোধ করতে পারবে।

ব্যাঙ্ক কিন্ত একইভাবে তার বিশ্বস্ত গ্রাহকদেরই ক্রেডিট কার্ড (Credit Card) প্রদান করে থাকে। অথাৎ ব্যাংকের যে সমস্ত গ্রাহক ব্যাংকে নিয়মিত টাকা লেনদেন করেন এবং যথাসময়ে ব্যাংকের যাবতীয় লেনদেন ও লোন পরিশোধ করে থাকেন ব্যাঙ্ক তার সেই সমস্ত গ্রাহকদের Credit Card offer করে থাকে।

তাই কোনো ব্যাংকে আপনার saving কোন ব্যাঙ্ক একাউন্ট থাকলেই আপনি যে ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবেন এমন কথা কিন্ত একদম ভুল। ব্যাঙ্ক তার গ্রাহকদের মাসিক এবং বাৎসরিক

মোটামোটি ০৩ লক্ষ টাকা ও তার বেশি টাকা যে সমস্ত গ্রাহক লেনদেন করেন তাদেরই ক্রেডিট কার্ড অফার করেন। তাই আপনার ব্যাংকে খাতা থাকলেও আপনি চাইলেও ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবেননা।

আর তাই ব্যাঙ্ক তার সমস্ত গ্রাহকদের ক্রেডিট কার্ড প্রদান করে না। এবারে কথা হল ব্যাঙ্ক তার গ্রাহকদের ক্রেডিট কার্ডের মাধ্যমে কত টাকা Credit অথাৎ loan দিয়ে থাকে ?

তাহলে এর উত্তরে এটাই বলা যায় ব্যাঙ্ক তার গ্রাহকদের শুরুর দিকে মিনিমাম ২০,০০০ টাকা থেকে শুরু করে ধীরে ধীরে গ্রাহকের ক্রেডিট কার্ড ব্যবহারের উপর Credit রাশির পরিমান বাড়াতে থাকে।

ব্যাংকে লোন নেওয়ার পর যেমন ধীরে ধীরে টাকা শোধ দেওয়া যায় ঠিক তেমন ক্রেডিট কার্ডের বিলের টাকা Emi এর মাধ্যমে ধাপে ধাপে পরিশোধ করা যায়, তবে ব্যাঙ্ক সাধারণ ঋণের তুলনায় ক্রেডিট কার্ডের loan amount এর উপর অনেক বেশি সুদ দিতে হয়।

আরো পড়ুন : ক্রেডিট কার্ড কি ? ক্রেডিট কার্ড ব্যবহারের লাভ।

ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের মধ্যে পার্থক্য কি ?

এতক্ষনে আপনারা নিশ্চয় ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড এই দুটি কার্ডের প্রকৃতি যে ভিন্ন ধরণের, সেই ব্যাপারটা অন্তত বুঝতে পেরেছেন। তবুও চলুন আপনাদের সুবিদার্থে ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের পার্থক্য গুলো নিয়ে আরো একটু ভালোভাবে আলোচনা করা যাক-

০১. ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের মধ্যে পার্থক্য কি ? খুঁজতে গেলে সবার প্রথমে বলতেই হয়, ডেবিট কার্ড আসলে ব্যাংকের saving account বা Current account এর সঙ্গে অথ্যাৎ ব্যাংক একাউন্টের সঙ্গে সংযুক্ত থাকে। আবার একইভাবে দেখতে গেলে ক্রেডিট কার্ড সরাসরি কোনো ব্যাংক একাউন্টের সঙ্গে সরাসরি যুক্ত থাকেনা।

ডেবিট কার্ড ও  ক্রেডিট কার্ডের মধ্যে পার্থক্য কি
ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের মধ্যে পার্থক্য কি

০২. ডেবিট কার্ড বা Atm Card দিয়ে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স শুন্য না হয়ে যাওয়া পর্যন্ত, আপনি যতখুশি টাকা খরচ করতে পারেন। কিন্ত Credit Card দিয়ে নিজের ইচ্ছেমত টাকা খরচ করা যায়না। কারণ ব্যাঙ্ক দ্বারা Credit Card এর খরচ এবং Cash লিমিট বেঁধে দেওয়া থাকে।

০৩. আপনারা একটা জিনিস হয়ত লক্ষ করে থাকবেন আপনাদের আশেপাশের লোকজনের কাছে মোটামোটি সবারই Debit Card আছে কিন্ত সকলের কাছে Credit Card নেই।

কারণ ব্যাংকে খাতা খুললেই ব্যাংক তার গ্রাহকদের লেনদেনের সুবিধার্থে ব্যাঙ্ক তার খাতা গ্রাহককে Debit Card প্রদান করে থাকে। কিন্ত Credit Card পাওয়ার জন্যে গ্রাহককে আলাদা করে bank এ গিয়ে Credit Card এর জন্যে apply করতে হয়।

ব্যাঙ্ক আপনার saving account এর monthly transaction এর উপর ভিত্তি বিচার করে আপনি Credit Card পাওয়ার যোগ্য কিনা তা বিচার করার পর তবেই আপনার Credit Card এর আবেদন পত্রটি approved করে।

০৪. ডেবিট কার্ডের সাহায্যে আমরা ATM machine দিয়ে যখন খুশি টাকা পয়সা withdraw করতে পারি, কিন্ত Credit Card দিয়ে আমরা Atm machine দিয়ে যখন খুশি টাকা পয়সা withdraw করতে পারিনা। কারণ Credit Card মূলত Cashless payment করার জন্যে প্রদান করা হয়।

০৫. Credit Card দিয়ে লেনদেন বা কেনাকাটা করার পর প্রত্যেক মাসের একটি নির্দিষ্ট দিনে monthly bills generate হয়। যার মধ্যে আপনার মাসিক কেনাকাটার বিলের খসড়া মজুত থাকে।

Credit Card এর বিল generate হওয়ার পর Credit Card এর বিল পেমেন্ট করার জন্যে আরো অতিরিক্ত ২০ দিন সময় দেওয়া হয়, তার মধ্যেই Credit Card এর বকেয়া বিলটি পরিশোধ করতে হয়।

আর কোনো কারণে আপনি আপনার Credit Card এর বিল payment করতে দেরি করেন তাহলে মাসিক বিলের উপর মোটা অঙ্কের সুদ দিতে হয়।

কিন্ত একইভাবে Debit Card দিয়ে যেহেতু আপনি আপনার ব্যাঙ্ক একাউন্টের টাকা খরচ হয়, তাই ডেবিট কার্ডের লেনদেনের জন্য আলাদা করে কোনো বিল দেওয়ার প্রয়োজন হয়না।

ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড সুরক্ষিত রাখার উপায়

ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের মধ্যে পার্থক্য কি ? এই নিয়ে আমরা মোটামোটি একটি ধারণা তো পেয়ে গেলাম, এবারে আপনি যদি আর সবার মত ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের বিভিন্ন ধরণের online scam থেকে

নিজেকে সুরক্ষিত রাখতে চান তাহলে আপনাকে কতগুলো নিয়ম অনুপালন করা উচিত। যে নিয়মগুলো মেনে চললে আপনি অনেকাংশে scam থেকে সুরক্ষিত থাকতে পারবেন।

মাঝে মাঝে আপনি আপনার Bank Statements check করুন

কেননা আপনারা প্রায়শই লক্ষ করে থাকবেন অনেক সময় ব্যাঙ্ক থেকে টাকা লেনদেন করলেও যান্ত্রিক সমস্যার জন্যে ব্যাংক খাতায় registered মোবাইলে সময়মত ম্যাসেজ আসেনা।

সেই জন্যে টাকা লেনদেনের আগে পড়ে আপনার ব্যাংকের পাসবই টি আপডেট করান। তাতে করে আপনি আপনার ব্যাঙ্ক একাউন্টের লেনদেনের সঠিক খসড়া পর্যবেক্ষণ করতে পারবেন।

আপনার PIN Number টিকে গোপন ও সুরক্ষিত রাখুন

আমরা প্রায়শই নিজেদের ডেবিট কার্ডের বা ক্রেডিট কার্ডের PIN Number টিকে মনে রাখার জন্যে খাতা কলমে বিভিন্ন জায়গায় লিখে রাখি। কিন্ত আমাদের এই ধরণের ভুল করা উচিত নয়,

এতে আমারা জেনেবুঝে নিজেদের সুরক্ষাকে নিজেরাই অসুরক্ষিত করার কাজ করে ফেলি। এছাড়া ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের পিন নম্বর কখনই কারো সাথে শেয়ার করা উচিত নয়।

এটিএম মেশিনে (ATM Machine) টাকা তোলার সময় আমাদের ডেবিট কার্ডের পিন টি যাতে কেউ না দেখতে পায় সেদিকে অবশ্যই খেয়াল রাখা উচিত।

সঠিক এবং সুরক্ষিত popular online sites থেকে কেনাকাটা করুন

বর্তমানে এমন ধরণের বহু sites আছে যে সমস্ত site গুলো আসলে fraud website, কিন্ত এইসমস্ত ওয়েব সাইট গুলো দেখে একেবারে orginial sites এর মতই মনে হয়।

সেই জন্য সতর্কতার সঙ্গে বিশেষকরে online shoping site গুলো থেকে কেনাকাটা করার সময় popular websites গুলো থেকেই ডেবিট কার্ড দিয়ে কেনাকাটা করাটাই ভালো এতে fraud বা প্রতারণার স্বীকার হওয়ার ঝুঁকি অনেকটাই কম থাকে।

website গুলো ভিজিট করার সময় https:// বিষয়টার দিখে অবশ্যই খেয়াল রাখবেন। যে সমস্ত ওয়েব সাইট গুলোতে “s” লেখা থাকবেনা সেই সমস্ত সাইট গুলো থেকে কেনাকাটা না করাটাই ভালো।

কারণ ইন্টারনেটে উপলব্ধ যে সমস্ত ওয়েব সাইট গুলোর শুরুতে https:// মানে s লাগানো থাকে সেই সমস্ত ওয়েবসাইট গুলো তার user দের high level এর security প্রদান করে থাকে।

আপনার ATMs card টির ব্যবহার আপনার নিকটস্থ Bank এর কাছাকাছি Atm মেশিনেই করুন

আজকাল আপনি সব জায়গাতেই বিভিন্ন ধরণের ব্যাংকের Atm এখানে সেখানে দেখতে পেয়ে যাবেন। তবে যে সমস্ত জায়গা গুলোতে ভিড় ভাট্টা বেশি থাকে সেই সমস্ত জায়গাগুলোতে Atm fraud হওয়ার সম্ভবনা বেশি থাকে।

যেমন- Airport, Metro station, Railstation, shoping mall ইত্যাদি জায়গা গুলোতে এমন বহু অসৎ লোক আছেন যারা বিভিন্ন ধরণের devices ব্যবহার করে atm মেশিন থেকে ডেবিট কার্ডের details খুব সহজেই intercept কে store করে রাখে।

Financial Transactions এর জন্য Public Wireless Access ব্যবহার থেকে বিরত থাকুন

মোবাইল, ট্যাব, ল্যাপটপ ইত্যাদি দিয়ে যেকোনো ধরণের online financial transaction করার জন্যে সবসময় সুরক্ষিত এবং pasword protected wifi signal ব্যবহার করুন।

কেননা এমন প্রায়শই ঘটনা দেখতে পাওয়া যায় public free wifi access করার প্রলোভনে data theft হওয়ার মত ঘটনা সামনে আসে। আর এই সমস্ত free wifi এর মাধ্যমে internet দ্বারা hackers রা আপনার server এর security brake করতে পারে।

Cards চুরি হয়ে গেলে অতি শীঘ্রই Report করুন

আপনার কোনো কারণে money bag হারিয়ে যায় কিংবা চুরি হয়ে যায়, আর সেই wallet এর মধ্যে আপনার debit card থেকে থাকে তাহলে সঙ্গে সঙ্গে আপনার bank customare care এ ফোন করে আপনার ডেবিট কার্ড টিকে ব্লক করুন।

যেকোনো ধরণের unauthorized transactions এর দ্রুত report করুন। একজন সচেনতন নাগরিক হিসাবে একটু সজাগ থাকলেই আপনি আপনার ডেবিট কার্ড দিয়ে ব্যাঙ্ক একাউন্ট থেকে টাকা চুরি যাওয়ার হাত থেকে বাঁচতে পারেন।

atm card চুরি যাওয়ার ঘটনায় পুলিশ complain অবশ্যই করুন। পুলিশ complain করার পর অবশ্যই complain receipt টি সাথে রাখবেন, অনেক সময় ব্যাংকে গিয়ে নতুন ডেবিট কার্ড আবেদন করার জন্যে পুলিশ complain এর কপি চাওয়া হয়।

Online financial এপ্লিকেশন গুলোর মধ্যে Security Profile তৈরী করে রাখুন

আপনি যখন কোনো online financial application access করার জন্যে security question নির্বাচন করবেন তখন সেই security quiston টিকে একটু uncommon রাখুন। কেননা সাধারণভাবে দেখতে গেলে common questions গুলো guess করার সম্ভবনা থাকে।

Online financial application গুলোর login pasword গুলোর মধ্যে নিউমেরিক এবং স্পেশাল ক্যারেক্টর ও নম্বর ব্যবহার করুন। আজকালকার যুগে ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড

যেমন আমাদের নানাবিধ সুবিধার সাথে বিভিন্ন ধরণের advantages প্রদান করে, আবার ডেবিট কার্ড আর ক্রেডিট যায় বলুন সেগুলো যদি সঠিকভাবে ব্যবহার করা না যায় তাহলে তার ফল কিন্ত ততটাই মারাত্মক হয়।

পরিশিষ্ট

আজকের আর্টিকেলের মাধ্যমে আমরা ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের মধ্যে পার্থক্য কি ব্যাপারটা ব্যাপারটা মোটামোটি হলেও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড নিয়ে একটি স্বচ্ছ ধারণা আপনাদের দিতে পেরেছি।

সাধারণভাবে দেখতে গেলে Debit ও Credit দুটি ভিন্ন ভিন্ন শব্দ, তাই দুটি কার্ডের মধ্যে পার্থক্যও অনেক । আজকালকার দিনে Digital payment করার জন্যে Debit card এবং Credit Card থাকাটাও অনেক জরুরী।

সর্বশেষ আপনাদের কাছ থেকে এটাই আশা করব ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের মধ্যে পার্থক্য কি ? দুটো জিনিসের মধ্যে তফাৎ,টা অন্তত যদি বুঝতে পেরে থাকেন তাহলে অবশ্যই আমাদের লেখাটি বেশি করে শেয়ার করবেন।

বাকি ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের মধ্যে পার্থক্য কি ? এই নিয়ে কোনো ধরণের প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারেন ?

5/5 - (2 votes)

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here