হনুমানের ১০৮ নাম (Hanuman 108 Name)

আমরা শ্রী হনুমানের পূজা অথাৎ হনুমানের বন্দনা করে থাকি মূলত সংকট মোচনের জন্য। তাই হনুমানকে সংকট মোচন হনুমান বলা হয়। পবনপুত্র হনুমানের গুনগান মাত্রই আমাদের জীবনের বড় থেকে বড় সংকট দূর হয়ে যায়। তবে ভক্তদের মধ্যে শ্রী হনুমানের হনুমান চালিশার পাঠ প্রচলনই বেশি।

তবে আজকে আমরা আপনাদের জন্যে হনুমানের ১০৮ নাম (হনুমানের অষ্টোত্তর শতনাম) অথাৎ হনুমানের বিভিন্ন নাম গুলো মন্ত্র আকারে তুলে ধরব। আপনারা শ্রী হনুমানের ১০৮ নাম (Hanuman 108 Name) জপ করে মনের প্রশান্তি আনতে পারেন।

চলুন তাহলে এক এক করে শ্রী শ্রী বজরংবলী হনুমানের ১০৮ নাম (হনুমানের অষ্টোত্তর শতনাম) মন্ত্রাকারে উচ্চারণ করে মনের প্রশান্তির সাথে মনন করা যাক। আমরা এবার একে একে শ্রী হনুমানের ১০৮ টি নাম উচ্চারণ করব।

হনুমানের ১০৮ নাম (Hanuman 108 Name )

শ্রী হনুমানের ১০৮ নাম
শ্রী হনুমানের ১০৮ নাম

হনুমানের ১০৮ নাম

ওং শ্রী আংজনেয়ায় নমঃ |[০১]

ওং মহাবীরায় নমঃ |[০২]

ওং হনুমতে নমঃ |[০৩]

ওং মারুতাত্মজায় নমঃ |[০৪]

ওং তত্ত্বজ্ঞানপ্রদায় নমঃ |[০৫]

ওং সীতাদেবিমুদ্রাপ্রদায়কায় নমঃ |[০৬]

ওং অশোকবনিকাচ্ছেত্রে নমঃ |[০৭]

ওং সর্বমায়াবিভংজনায় নমঃ |[০৮]

ওং সর্ববংধবিমোক্ত্রে নমঃ |[০৯]

ওং রক্ষোবিধ্বংসকারকায় নমঃ |[১০]

ওং পরবিদ্য়াপরিহারায় নমঃ |[১১]

ওং পরশৌর্য়বিনাশনায় নমঃ |[১২]

ওং পরমংত্রনিরাকর্ত্রে নমঃ |[১৩]

ওং পরয়ংত্রপ্রভেদকায় নমঃ |[১৪]

ওং সর্বগ্রহ বিনাশিনে নমঃ |[১৫]

ওং ভীমসেনসহায়কৃতে নমঃ |[১৬]

অবশ্যই পড়ুন : শ্রী হনুমান আরতি বাংলা

ওং সর্বদুঃখহরায় নমঃ |[১৭]

ওং সর্বলোকচারিণে নমঃ |[১৮]

ওং মনোজবায় নমঃ |[১৯]

ওং পারিজাতধৃমমূলস্থায় নমঃ |[২০]

ওং সর্বমংত্র স্বরূপবতে নমঃ |[২১]

ওং সর্বতংত্র স্বরূপিণে নমঃ |[২২]

ওং সর্বয়ংত্রাত্মকায় নমঃ |[২৩]

ওং কপীশ্বরায় নমঃ |[২৪]

ওং মহাকায়ায় নমঃ |[২৫]

ওং সর্বরোগহরায় নমঃ |[২৬]

ওং প্রভবে নমঃ |[২৭]

ওং বলসিদ্ধিকরায় নমঃ |[২৮]

ওং সর্ববিদ্য়াসংপত্প্রদায়কায় নমঃ |[২৯]

ওং কপিসেনানায়কায় নমঃ || [৩০]

ওং ভবিষ্য়চ্চতুরাননায় নমঃ | [৩১]

ওং কুমারব্রহ্মচারিণে নমঃ | [৩২]

ওং রত্নকুংডলদীপ্তিমতে নমঃ | [৩৩]

ওং চংচলদ্বাল সন্নদ্ধলংবমান শিখোজ্জ্বলায় নমঃ | [৩৪]

ওং গংধর্ববিদ্য়াতত্ত্বজ্ঞায় নমঃ | [৩৫]

ওং মহাবলপরাক্রমায় নমঃ | [৩৬]

ওং কারাগৃহবিমোক্ত্রে নমঃ | [৩৭]

ওং শৃংখলাবংধমোচকায় নমঃ |[৩৮]

ওং সাগরোত্তারকায় নমঃ |[৩৯]

ওং প্রাজ্ঞায় নমঃ || [৪০]

ওং রামদূতায় নমঃ | [৪১]

ওং প্রতাপবতে নমঃ |[৪২]

ওং বানরায় নমঃ |[৪৩]

ওং কেসরীপুত্রায় নমঃ |[৪৪]

ওং সীতাশোকনিবারণায় নমঃ |[৪৫]

ওং অংজনাগর্ভসংভূতায় নমঃ |[৪৬]

 হনুমানের ১০৮ নাম
হনুমানের ১০৮ নাম

ওং বালার্কসদৃশাননায় নমঃ |[৪৭]

ওং বিভীষণ প্রিয়করায় নমঃ |[৪৮]

ওং দশগ্রীব কুলাংতকায় নমঃ |[৪৯]

ওং লক্ষ্মণপ্রাণদাত্রে নমঃ ||[৫০]

ওং বজ্রকায়ায় নমঃ |[৫১]

ওং মহাদ্য়ুতয়ে নমঃ |[৫২]

ওং চিরংজীবিনে নমঃ |[৫৩]

ওং রামভক্তায় নমঃ |[৫৪]

ওং দৈত্য়কার্য়বিঘাতকায় নমঃ |[৫৫]

ওং অক্ষহংত্রে নমঃ |[৫৬]

ওং কাংচনাভায় নমঃ |[৫৭]

ওং পংচবক্ত্রায় নমঃ |[৫৮]

ওং মহাতপসে নমঃ |[৫৯]

ওং লংকিণীভংজনায় নমঃ ||[৬০]

ওং শ্রীমতে নমঃ |[৬১]

ওং সিংহিকাপ্রাণভংজনায় নমঃ |[৬২]

ওং গংধমাদনশৈলস্থায় নমঃ |[৬৩]

ওং লংকাপুরবিদাহকায় নমঃ |[৬৪]

ওং সুগ্রীবসচিবায় নমঃ |[৬৫]

ওং ধীরায় নমঃ |[৬৬]

ওং শূরায় নমঃ |[৬৭]

ওং দৈত্য়কুলাংতকায় নমঃ |[৬৮]

ওং সুরার্চিতায় নমঃ |[৬৯]

ওং মহাতেজসে নমঃ |[ ৭০]

ওং রামচূডামণিপ্রদায় নমঃ |[৭১]

ওং কামরূপিণে নমঃ |[৭২]

ওং পিংগলাক্ষায় নমঃ |[৭৩]

ওং বার্ধিমৈনাকপূজিতায় নমঃ |[৭৪]

ওং কবলীকৃতমার্তাংডমংডলায় নমঃ |[৭৫]

ওং বিজিতেংদ্রিয়ায় নমঃ |[৭৬]

ওং রামসুগ্রীবসংধাত্রে নমঃ |[৭৭]

ওং মহিরাবণমর্দনায় নমঃ |[৭৮]

ওং স্ফটিকাভায় নমঃ |[৭৯]

ওং বাগধীশায় নমঃ ||[৮০]

ওং নবব্যাকৃতীপংডিতায় নমঃ |[৮১]

ওং চতুর্বাহবে নমঃ |[৮২]

ওং দীনবংধবে নমঃ |[৮৩]

ওং মহাত্মনে নমঃ |[৮৪]

অবশ্যই পড়ুন : শ্রী হনুমান চালিশা বাংলা।

ওং ভক্তবত্সলায় নমঃ |[৮৫]

ওং সংজীবননগাহর্ত্রে নমঃ |[৮৬]

ওং শুচয়ে নমঃ |[৮৭]

ওং বাগ্মিনে নমঃ |[৮৮]

ওং দৃঢব্রতায় নমঃ |[৮৯]

ওং কালনেমিপ্রমথনায় নমঃ || [৯০]

ওং হরিমর্কট মর্কটায় নমঃ |[৯১]

ওং দাংতায় নমঃ |[৯২]

ওং শাংতায় নমঃ |[৯৩]

ওং প্রসন্নাত্মনে নমঃ |[৯৪]

ওং শতকংঠ মদাপহৃতে নমঃ |[৯৫]

ওং য়োগিনে নমঃ |[৯৬]

ওং রামকথালোলায় নমঃ |[৯৭]

ওং সীতান্বেষণ পংডিতায় নমঃ |[৯৮]

ওং বজ্রদংষ্ট্রায় নমঃ |[৯৯]

ওং বজ্রনখায় নমঃ ||[১০০]

ওং রুদ্রবীর্য়সমুদ্ভবায় নমঃ |[১০১]

ওং ইংদ্রজিত্প্রহিতামোঘ ব্রহ্মাস্ত্রবিনিবারকায় নমঃ |[১০২]

ওং পার্থধ্বজাগ্রসংবাসিনে নমঃ |[১০৩]

ওং শরপংজরভেদকায় নমঃ |[১০৪]

ওং দশবাহবে নমঃ |[১০৫]

ওং লোকপূজ্য়ায় নমঃ |[১০৬]

ওং জাংববত্প্রীতিবর্ধনায় নমঃ |[১০৭]

ওং সীতাসমেতশ্রীরাম পাদসেবা দুরংধরায় নমঃ || [১০৮]

|| ইতী শ্রী আংজনেয় অষ্টোত্তর শতনামাবলী সংপূর্ণম্ ||

পরিশিষ্ট

উপরের পঙতি গুলোতে আমরা হনুমানের ১০৮ টি নাম (হনুমানের অষ্টোত্তর শতনাম) একে একে আপনাদের জন্যে তুলে ধরলাম। এর আগে অবশ্য আমরা হনুমান চালিশা, শ্রী হনুমান আরতি তুলে ধরেছি। আপনারা চাইলেই অনুচ্ছেদের মধ্যে থাকা লিংক গুলোতে ক্লিক করে সেগুলো পড়তে পারেন।

আপনারা শ্রী হনুমানজীর যদি ভক্ত হয়ে থাকেন তাহলে আশাকরি কিছুটা হলেও আমাদের এই খুদ্র প্রয়াস কিছুটা হলেও ফলপ্রদ হবে। সর্বশেষ এটাই নিবেদন আমাদের এই শ্রী হনুমানের ১০৮ নাম আর্টিকেলটি আরো অন্যান্য ভক্তবৃন্দদের মধ্যে শেয়ার করে তাদের পড়ার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।

4.7/5 - (3 votes)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here