UPI মানে কি,UPI আইডি কিভাবে কাজ করে,UPI আইডি ব্যবহারের নিয়ম (UPI ID Mane KI Bangla)

এই আর্টিকেলে আমরা UPI কি বা ইউপিআই আইডি কাকে বলে,UPI কিভাবে কাজ করে,UPI কিভাবে ব্যবহার করতে হয় সেই ব্যাপারে আলোচনা করব।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৬ সালের ০৮ নভেম্বর রাত ১২ টার পর থেকে ভারতে পুরোনো ৫০০ টাকা এবং ১০০০ টাকার নোটকে অবৈধ বলে ঘোষণা করেন।

হঠাৎ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ধরণের স্টেপ নেওয়ায় সাধারণ মানুষকে অনেক অসুবিধার মধ্যে পড়তে হয়। বিশেষ করে ছোট ব্যবসায়ী যেমন- সবজি বিক্রেতা,ফল বিক্রেতা এছাড়াও আরো বিভিন্ন দোকানদারদের লেনদেনে খুব অসুবিধা হয়।

ব্যাঙ্কে এবং পোষ্ট অফিসে লাইন লাগিয়ে পুরোনো ৫০০ ও ১০০০ টাকার নোট জমা করতে মানুষের নাজেহাল অবস্থা হয়। এইরকম পরিস্থিতিতে নরেন্দ্র মোদী ডিজিট্যাল ইন্ডিয়াকে অগ্রসর করার লক্ষ্যে

ভারতীয় নাগরিকদের ডিজিট্যাল ক্যাশলেস লেনদেন (Cashless economy) করার জন্যে উৎসাহিত করেন। ভারতে Cashless economy গড়ে তোলার জন্যে হাতে হাতে নগদ কারবারের পরিবর্তে অনলাইন পেমেন্ট করার জন্যে আহব্বান জানান।

তবে শুরুরদিকে ভারতে অনলাইন পেমেন্ট সিস্টেম মানুষের মধ্যে প্রচলন করা অতটা সহজ ছিলনা। কিন্তু কথায় বলে চেষ্টা কখনো বিফল হয়না। ২০১৭ সালের আগে মানুষ ইন্টারনেট সম্পর্কে জানলেও,

ইন্টারনেট সেভাবে ব্যবহার করতে জানত না । কিন্তু ২০১৭ সালে ভারতে ডিজিট্যাল ক্রান্তি হিসাবে মুকেশ আম্বানির রিলায়েন্স জিও 4G লঞ্চ হওয়ার পর,মানুষের কাছে ইন্টারনেটের পরিভাষা বদলে যায়।

মানুষ জাভা,সেলফোন ঝেড়ে ফেলে পা রাখেন ইন্টারনেটের মায়াজালে ভরা স্মার্টফোনের দুনিয়ায়। প্রযুক্তির দৌলতে অনলাইন ভিডিও কলিং, ফেসবুক,অনলাইন শপিং,ব্যাঙ্কিং সিস্টেম

সবকিছু একএক করে মানুষের হাতের মুঠোয় আসতে শুরু করে। এরপর ধীরে ধীরে Make in India লোকাল ফর ভোকাল স্লোগানে Phonepe,Paytm,BHIM ইত্যাদি UPI মোবাইল এপ্লিকেশন আসা শুরু হয়।

মানুষ ধীরে ধীরে esey to use smart ফোনের কারিগিদ্দি বুঝতে পারে। মানুষ বুঝতে পারে অনলাইন ট্রানজেকশন করা খুব সহজ এবং সময় উপযোগী।

UPI কি (ইউপিআই আইডি কি)

UPI এর পুরোনাম হল Unified Payments Interface, UPI এমন একটি পেমেন্ট সিস্টেম যার দৌলতে আপনি রাত দিন সাত দিন যেকোনো সময় আপনার ব্যাঙ্ক একাউন্ট থেকে

অন্য ব্যাঙ্ক একাউন্টে কয়েক সেকেন্ডের মধ্যেই টাকা আদান প্রদানের মাধ্যমে লেনদেন পক্রিয়া সম্পন্ন করতে পারেন। ইউপিআই একাউন্ট থেকে শুধু আজকাল ব্যাঙ্ক একাউন্টে টাকা ট্রান্সফার করা যায়না।

ইউইপিআই একাউন্ট থেকে অন্য ইউপিআই একাউন্টে টাকা ট্রান্সফার করা ছাড়াও ইউপিআই আইডি দিয়ে অনলাইন শপিং,মোবাইল রিচার্জ,ডিটিএইচ রিচার্জ,বীমা কোম্পানির বীমা বিল ইত্যাদি জমা করা যায়।

ইউপিআই পরিষেবা শুরু হওয়ার আগে আমাদের দেশে এনপিসিআই (NPCI) পরিষেবা শুরু হয়েছিল। NPCI এর পুরো নাম National Payments Corporation of India.

বর্তমানে ভারতে যে সমস্ত ব্যাঙ্কিং পরিসেবা চালু আছে, সেই সমস্ত বাঙ্কের যাবতীয় ATM,UPI ও আরো অন্যান্য অনলাইন interbank transactions পরিসেবার যাবতীয় হিসাব NPCI এর দ্বারা রাখা হয়।

যেমন- আপনার যদি এলাহাবাদ ব্যাঙ্কের ATM থাকে এবং আপনি যদি এলাহাবাদ ব্যাঙ্কের ATM ব্যবহার না করে SBI বাঙ্কের ATM থেকে টাকা তোলেন,

তাহলে দুটো আলাদা আলাদা ব্যাঙ্কের যে ট্রানজেকশন হয় তার হিসাব NPCI এর দ্বারা রাখা হয়। ঠিক অনেকটা একইভাবে এক ব্যাঙ্কের ATM থেকে অন্য ব্যাঙ্কের ATM এ গিয়ে

টাকা লেনদেনের হিসাব যেমন, NPCI এর দ্বারা রাখা হয়। ঠিক একইভাবে বিভিন্ন অনলাইন ওয়ালেট যেমন- ,BHIM,Google Pay,Phonepe,Paytm ইত্যাদি ওয়ালেটের

ইউপিআই একাউন্ট থেকে অন্য ইউপিআই একাউন্টে অথবা এক ব্যাঙ্ক একাউন্ট থেকে অন্য ব্যাঙ্ক একাউন্টে অনলাইন ট্রানজেকশনের যাবতীয় হিসাব ইউপিআই আইডি (UPI) দ্বারা রাখা হয়।

UPI full Form কি

UPI এর পুরো নাম Unified Payments Interface

UPI কিভাবে ব্যবহার করে

আপনি যদি ইউপিআই আইডি ব্যবহার করতে চান তাহলে, সবার প্রথমে আপনাকে স্মার্টফোনের মধ্যে আপনার পছন্দ সই একটি ইউপিআই এপ্লিকেশন ইনস্টল করতে হবে।

তবে আজকাল প্রত্যেক ব্যাঙ্কের যেমন- Bank of Maharashtra,ICICI Bank,SBI ইত্যাদি সব ব্যাঙ্কের এখন আলাদা আলাদা নিজস্ব UPI এপ্লিকেশন গুগুল প্লেস্টোরে উপলব্ধ আছে।

স্মার্ট ফোনে গুগল প্লেস্টোর থেকে আপনার যে ব্যাঙ্কে একাউন্ট আছে, সেই ব্যাঙ্কের ইউপিআই মোবাইল এপ্লিকেশন ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে।

ইউপিআই মোবাইল এপ্লিকেশন ইন্সটল করা হয়ে গেলে, আপনার ব্যাঙ্কের সাথে যে মোবাইল নম্বরটি লিংক করা আছে সেই মোবাইল নম্বরটি দিয়ে sign up করতে হবে।

তারপর আপনার ব্যাঙ্ক একাউন্টের ডিটেলস পূরণ করতে হবে। এরপর আপনি একটি Virtual ID পেয়ে যাবেন, সেটা দিয়ে আপনি আপনার পছন্দের ইউপিআই আইডি তৈরী করে নিতে পারেন।

ইউপিআই আইডি হিসাবে আপনি আপনার মোবাইল নম্বর অথবা আপনার নিজের নাম কিংবা ইমেইল আইডিও রাখতে পারেন। যেমন-sahukrishana@sbi

এভাবে আপনি আপনার একটি ইউনিক UPI আইডি তৈরী করে দেশের যে কোনো ব্যাঙ্ক একাউন্টে বিনা শুল্কে নিমেষে টাকা ট্রান্সফার করতে পারেন।

UPI কিভাবে কাজ করে

Immediate Payment Service system এর উপর ভিত্তি করে UPI সিস্টেম কাজ করে। UPI আইডি দিয়ে দেশের যেকোনো ব্যাঙ্কে মোবাইল দিয়ে টাকা ট্রানজেকশন করা সম্ভব হয়।

UPI এমন একটি ব্যাঙ্কিং পরিসেবা যা দিয়ে সপ্তাহের ০৭ দিন, ছুটির দিনেও টাকা ট্রানজেকশন করা যায়। কিন্তু সাধারণ ভাবে একটা প্রশ্ন মনে হতে পারে নেট ব্যাঙ্কিং দিয়েও তো টাকা ট্রান্সফার করা যায়।

তাহলে নেটব্যাংকিং এবং ইউপিআই পরিসেবার মধ্যে পার্থক্যটা কিসের। UPI কেন নেটব্যাঙ্কিং পরিসেবা থেকে আলাদা ? আসুন একটা উদাহরণের সাহায্যে ব্যাপারটা বোঝা যাক।

আপনি যদি কোনো ব্যক্তিকে নেটব্যাঙ্কিং থ্রু টাকা পাঠাতে চান তাহলে সবার প্রথমে আপনাকে নেটব্যাঙ্কিং এ লগইন করতে হবে। তারপর আপনি যে ব্যক্তির একাউন্টে টাকা পাঠাতে চান

ঐ ব্যক্তির নাম,ব্যাঙ্কের একাউন্ট নম্বর,ব্যাঙ্কের নাম,ব্যাঙ্কের ব্রাঞ্চের নাম, ব্যাঙ্কের IFSC কোড পূরণ করে বেনিফিসারী অ্যাড করতে হয়।

কিন্তু UPI আইডি দিয়ে ট্রানজেকশন করার জন্যে ব্যক্তির ব্যাঙ্ক একাউন্ট নম্বর,নাম, ব্যাঙ্কের ডিটেলস দেওয়ার দরকার হয়না,টাকা পাঠানোর জন্যে শুধু মাত্র যে ব্যক্তিকে টাকা পাঠাতে চান সেই ব্যাক্তির UPI ID এর দরকার হয়।

কিন্তু নেটব্যাঙ্কিং থেকে টাকা পাঠানোর জন্যে আগে বেনিফিসারী অ্যাড করার পর, বেনিফিসারী নাম অ্যাড হওয়ার জন্যে অপেক্ষা করতে হয়। কিন্তু ইউপিআই আইডি থেকে সরাসরি টাকা ট্রান্সফার করা যায়।

ইউপিআই আইডি দিয়ে একবারে ০১ লক্ষ টাকা পর্যন্ত টাকা টাকা ট্রান্সফার করা যায়। তবে একবারে ০১ লক্ষ টাকা ট্রান্সফার করার জন্যে প্রতি ট্রানজেকশন ৫০ পয়সা চার্জ করা হয়।

UPI ব্যাঙ্কের তালিকা

আমাদের ভারতবর্ষে যে সমস্ত ব্যাঙ্ক গুলোতে ইউপিআই পরিসেবা পাওয়া যায় সেই সমস্ত ব্যাঙ্কের তালিকা হল

  • TJSBIDBI Bank
  • RBL Bank
  • TJSBIDBI Bank
  • RBL Bank
  • Yes Bank
  • IDFCStandard
  • Cjartered Bank
  • Allahabad Bank
  • HSBCBank of Baroda
  • State Bank of India
  • Kotak Mahindra Bank
  • ICICI Bank
  • HDFC
  • Andhra Bank
  • Axis Bank
  • Allahabad Bank
  • etc.

FAQ

প্রশ্ন – UPI কি ?

উঃ- UPI, কে Unified Payments Interface, বলা হয়। UPI হল এক প্রকারের NPCI দ্বারা পরিচালিত IMPS interface বেস real-time fund transfer পক্রিয়া।

প্রশ্ন- UPI PIN কি ?

উঃ- UPI PIN হল এমন এক প্রকারের PIN যা UPI আইডি রেজিস্ট্রেশন করার সময় ইউজারকে ০৭ ডিজিটের একটি গোপন নম্বর তৈরী করতে হয়। ০৭ ডিজিটের এই UPI PIN , ইউপিআই একাউন্ট থেকে ট্রানজেকশন পুরো করার জন্যে, ইউজারের সিকিউরিটি পিন হিসাবে ব্যবহার করা হয়।

প্রশ্ন – UPI একাউন্ট থেকে একবারে কত টাকা ট্রান্সফার করা যায় ?

উঃ- ০১ লক্ষ টাকা ট্রান্সফার করা যায়।

5/5 - (2 votes)

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here