স্বাস্থ্য সাথী কার্ড আধার লিংক স্ট্যাটাস চেক করুন (swasthya sathi card aadhar link status check online)

আজকে আমরা স্বাস্থ্য সাথী কার্ড আধার লিংক স্ট্যাটাস চেক অনলাইন (swasthya sathi card aadhar link status check online) বা অনলাইনে কিভাবে স্বাস্থ্য সাথী কার্ডের সঙ্গে আধার লিংক আছে কিনা চেক করা যায় সেই বিষয়ে আলোচনা করব।

মাননীয় মুখ্য়মন্ত্রী পশ্চিমবঙ্গ রাজ্যের সাধারণ মানুষদের কথা ভেবে স্বাস্থ্য সাথী প্রকল্পটি শুরু করেছিলেন। কিন্তু রাজ্যে স্বাস্থ্য খাতে অরাজকতা ও দুর্নীতির প্রভাবে ভুয়ো স্বাস্থ্য সাথী কার্ডের রমরমায় রাজ্য ছেয়ে রয়েছে।

তাই মাননীয় মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্য দপ্তরের নির্দেশে স্বাস্থ্য সাথী কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক করাটা ব্যাধ্যতা মূলক করে দেওয়া হয়েছে। সুতরাং আপনি বা আপনার পরিবারে কারো যদি স্বাস্থ্য সাথী কার্ড আছে অথচ

স্বাস্থ্য সাথী কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক হয়েছে কিনা সেই বিষয়ে নিশ্চিত হতে পারছেন না তাদের কথা ভেবে স্বাস্থ্য সাথী কার্ড আধার লিংক স্ট্যাটাস চেক অনলাইন (swasthya sathi card aadhar link status check online)

কিভাবে করবেন ? পুরো বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশাকরি আপনারা আমাদের স্বাস্থ্য সাথী কার্ড আধার লিংক স্ট্যাটাস চেক অনলাইন আর্টিকেলটি পড়ার পর নিজে নিজেরাই স্বাস্থ্য সাথী আধার কার্ড লিংক চেক করতে পারবেন।

স্বাস্থ্য সাথী আধার লিংক চেক করতে কী কী লাগবে (Swasthya Sathi Card Aadhar Link Required Documents)

স্বাস্থ্য সাথী আধার লিংক চেক করার জন্যে সেরকম ভাবে বিশেষ কোনো কাগজ পত্রের দরকার নাই। তবে আপনাকে হাতের কাছে কতগুলো জিনিস রাখতে হবে –

  • সবার প্রথমে আপনার হাতের কাছে আপনার আধার কার্ডটি সঙ্গে রাখতে হবে।
  • আপনার কাছে ইন্টারনেট ব্যবহার করা যায় এমন একটি সচল স্মার্টফোন ও চালু মোবাইল ফোন নং থাকতে হবে।

ব্যাস এই দুটি জিনিস আপনার স্বাস্থ্য সাথী কার্ডের সঙ্গে আধার লিংক চেক করার জন্যে দরকার পড়বে। এই দুটি জিনিস থাকলেই আপনি ঘরে বসে নিজে নিজেই স্বাস্থ্য সাথী কার্ড আধার লিংক স্ট্যাটাস চেক অনলাইন মারফতে করতে পারবেন।

স্বাস্থ্য সাথী কার্ড আধার লিংক স্ট্যাটাস চেক অনলাইন (swasthya sathi card aadhar link status check online)

স্বাস্থ্য সাথী কার্ড আধার লিংক স্ট্যাটাস চেক অনলাইন করার পক্রিয়া খুবই সহজ। আমরা এখন স্বাস্থ্য সাথী কার্ড আধার লিংক চেক করার পুরো বিষয়টা কয়েকটা ধাপে করে দেখাব।

প্রথম ধাপ : সবার প্রথমে আপনাকে আপনার মোবাইল কিংবা কম্পিউটারের ব্রাউজারের Google এ গিয়ে স্বাস্থ্য সাথীর অফিসিয়াল ওয়েব সাইট https://swasthyasathi.gov.in লিখে ‘Search‘ করতে হবে।

দ্বিতীয় ধাপ : এবারে আপনার সামনে স্বাস্থ্য সাথী প্রকল্প ওয়েব সাইটের অফিসিয়াল ড্যাশবোর্ড খুলে যাবে সেখানে আপনি বিভিন্ন ধরণের অপশন দেখতে পাবেন।

স্বাস্থ্য সাথী কার্ড আধার লিংক স্ট্যাটাস চেক অনলাইন
স্বাস্থ্য সাথী কার্ড আধার লিংক স্ট্যাটাস চেক অনলাইন (swasthya sathi card aadhar link status check online)

আপনাকে স্বাস্থ্য সাথী আধার কার্ড লিংক চেক করার জন্যে তার মধ্যে থেকে “Find Your Name” অপশনটিতে ক্লিক করতে হবে, তাহলেই আপনার সামনে আবার একটি নতুন উইন্ডো খুলে যাবে।

স্বাস্থ্য সাথী কার্ড আধার লিংক স্ট্যাটাস চেক অনলাইন
স্বাস্থ্য সাথী কার্ড আধার লিংক স্ট্যাটাস চেক অনলাইন (swasthya sathi card aadhar link status check online)

তৃতীয় ধাপ : এখানে আপনাকে Mobile Number এর কলমে আপনার মোবাইল নম্বরটি বসাতে হবে। তারপর Find Name For এর অপশনটি ক্লিক করতেই আপনি সেখানে দুটো অপশন দেখতে পাবেন ক) YourSelf এবং খ) Others,

এবারে আপনাকে আপনার যেমনটি দরকার, সেরকমভাবে অপশন দুটির মধ্যে যেকোনো একটা নির্বাচন করতে হবে। আপনি যদি নিজের স্বাস্থ্য সাথী আধার কার্ড লিংক চেক করতে চান তাহলে

ক) Yourself অপশনটি এবং আপনি যদি অন্য কারো স্বাস্থ্য সাথী কার্ড আধার লিংক চেক করতে চান তাহলে খ) Others অপশনটি নির্বাচন করে ” Submit” বোতামে ক্লিক করুন।

চতুর্থ ধাপ : এবারে আবার একটি নতুন উইন্ডো খুলে যাবে সেখানে বেশ কয়েকটি স্টেপ আপনাকে ফলো করতে হবে, আসুন এবারের কয়েকটি ধাপে সেই স্টেপ গুলো ফলো করে পুরো প্রক্রিয়াটা সম্পন্ন করি –

০১) এখানে “State Name” এর জায়গায় ‘West Bengal’ আগে ভাগেই সিলেক্ট হয়ে থাকবে। আপনাকে এখানে কোনো প্রকার পরিবর্তন করার দরকার নেই State Name এর জায়গায় West bengal থাকতে দিয়ে আগের অপশন গুলোর দিকে এগিয়ে যান।

স্বাস্থ্য সাথী কার্ড আধার লিংক স্ট্যাটাস চেক অনলাইন
স্বাস্থ্য সাথী কার্ড আধার লিংক স্ট্যাটাস চেক অনলাইন (swasthya sathi card aadhar link status check online)

০২) ‘District Name’ এর জায়গায় নিজের জেলার নাম নির্বাচন করে নিন। আমার জেলা যেহেতু Birbhum তাই আমি এখানে Birbhum সিলেক্ট করে নিলাম। আপনি আপনার নিজের জেলা সিলেক্ট করবেন।

০৩) ‘Select By’ এর অপশনটিতে ক্লিক করলে দুটো অপশন দেখতে পাওয়া যায় a) Aadhar Card No এবং b) Khadya Sathi or Ration Card No , আমরা এই দুটো অপশনের মধ্যে থেকে a) Aadhar Card No অপশনটি নির্বাচন করে নেব।

০৪) ‘Block/Municipality‘ এই দুটো অপশনের মধ্যে থেকে আপনাকে যে কোনো একটি অপশন নির্বাচন করে নিতে হবে। আমি যেহেতু গ্রামে বসবাস করি তাই আমি দুটো অপশনের মধ্যে

থেকে ‘Block’ অপশনটি নির্বাচন করে নিলাম। কিন্ত আপনি শহরের বাসিন্দা হন তাহলে আপনাকে এখানে Block সিলেক্ট না করে Municipality অপশনটি নির্বাচন করে নিতে হবে।

০৫) ‘Block Name‘ এর কলমে আপনাকে আপনার ব্লক মানে আপনার বিডিও অফিসের নাম নির্বাচন করে নিতে হবে। আমার এখানে ব্লক হল Nalhati-I তাই আমি এখানে ব্লক নামের জায়গায় Nalhati-I নির্বাচন করে নিলাম।

০৬) ‘GP Name‘ এর অপশনটিতে আপনাকে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম নির্বাচন করে নিতে হবে। আমার গ্রাম পঞ্চায়েতের নাম ‘Banior’ তাই আমি এখানে Banior গ্রাম পঞ্চায়েত নির্বাচন করে নিলাম।

০৭) ‘Village Name‘ এর জায়গায় আপনাকে আপনার গ্রামের নাম বসাতে হবে। আমি এখানে আমার গ্রামের নাম নির্বাচন করে নিলাম।

০৮) এরপর সর্বশেষ যেটা করতে হবে সেটা হল, আপনাকে আধার কার্ড নং বসাতে হবে। এক্ষেত্রে আপনি যদি আপনার নিজের স্বাস্থ্য সাথী আধার কার্ড লিংক চেক করতে চান তাহলে,

নিজের আধার নং বসাবেন অনাথা আপনি যদি অন্য কারো স্বাস্থ্য সাথী কার্ড আধার লিংক স্ট্যাটাস চেক অনলাইন করতে চান তাহলে অন্যের আধার কার্ড নং টি বসিয়ে ” Submit “ বোতামে ক্লিক করবেন।

‘Submit’ বোতামটিতে ক্লিক করতেই আপনার যদি স্বাস্থ্য সাথী কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক করা থাকে তাহলে আপনি আপনার নাম এবং স্বাস্থ্য সাথী কার্ডের সঙ্গে আরো অন্যান্য যারা বেনফিসারি আছেন তাদের নামগুলো ক্রমান্বয়ে দেখতে পাবেন।

আর যদি কোনো কারণে আপনার বা আপনি যার স্বাস্থ্য সাথী আধার কার্ড লিংক চেক করছেন তার যদি স্বাস্থ্য সাথী কার্ডের সঙ্গে আধার লিংক না থেকে তাহলে লাল কালিতে ” Not Record found” লেখা দেখতে পাবেন।

পরিশিষ্ট

এতক্ষন আমরা আপনাদের স্বাস্থ্য সাথী কার্ড আধার লিংক স্ট্যাটাস চেক অনলাইন কিভাবে করা যায় পুরো ব্যাপারটা কয়েকটা ধাপে আপনাদের সামনে তুলে ধরলাম।

আশাকরি এবারে আপনারা নিজে নিজেরাই মোবাইল ফোন দিয়ে অথবা নিজের কম্পিউটারের মাধ্যমে স্বাস্থ্য সাথী কার্ড আধার লিংক অনলাইন চেক করতে পারবেন।

আমার বিশ্বাস এরপর আপনাদের আর স্বাস্থ্য সাথী কার্ড আধার লিংক চেক করার জন্যে অন্য কারো সাহায্য নেওয়ার প্রয়োজন হবে না অথবা স্বাস্থ্য সাথী আধার কার্ড লিংক চেক করার জন্য কোনো সাইবার কাফের লাইনে গিয়ে দাঁড়াতে হবেনা।

তবুও আপনাদের অনলাইন স্বাস্থ্য সাথী কার্ড আধার লিংক স্ট্যাটাস চেক করার ব্যাপারে কোনো ধরণের প্রশ্ন থাকে তাহলে আপনারা আমাদের কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করতে পারেন।

আমরা যত দ্রুত সম্ভব আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। সর্বশেষ আপনাদের কাছে নিবেদন আমাদের আর্টিকেলটি আপনাদের কাছে যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই সবার সাথে সোশ্যাল মাধ্যেম শেয়ার করে পড়ার সুযোগ করে দেবেন। ধ্যন্যবাদ।

5/5 - (2 votes)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here