মা লক্ষ্মীর আরতি বাংলা (Maa Laxmi Aarati Bangla Lirix)

হিন্দুমতে ধন দেবতার দেবী হলেন মা লক্ষ্মী। বাংলার গৃহস্থবাড়ীর ঘরে ঘরে বৃহস্পতিঃ বার দিনটিতে মা লক্ষ্মীর আরাধনা করা হয়। তাই আপনারা যারা ধর্ণাঢ্যের দেবীর আরাধনা করেন তাদের সুবিদার্থে মা লক্ষ্মীর আরতি বাংলা লিরিক্স (Maa Laxmi Aarati Bangla Lirix) নিয়ে এলাম।

এর আগের আর্টিকেল গুলোতে অবশ্য আমরা মা লক্ষ্মীকে নিয়ে কোজাগরী লক্ষ্মী পূজা কেন করা হয়মা লক্ষ্মীর পাঁচালী আর্টিকেলের নিরিখে আপনাদের সামনে পরিবেশন করেছি। আপনারা চাইলে আর্টিকেলের মধ্যে দেওয়া লিংক গুলোতে ক্লিক করে সেই সমস্ত আর্টিকেল গুলো পড়তে পারেন।

মা লক্ষ্মীর আরতি বাংলা লিরিক্স (Maa Laxmir Aarati Bangla Lirix)

শ্রী শ্রী মা লক্ষ্মীর স্তোত্র

লক্ষ্মীস্তং সর্বদেবানাং যথাসম্ভব নিত্যশঃ।
স্থিরাভাব তথা দেবী মম জন্মনি জন্মনি।।


বন্দে বিষ্ণু প্রিয়াং দেবী দারিদ্র্য দুঃখনাশিনী।
ক্ষীরোদ সম্ভবাং দেবীং বিষ্ণুবক্ষ বিলাসিনীঃ।।

শ্রী শ্রী লক্ষ্মীর ধ্যান মন্ত্র

ওঁ পাশাক্ষমালিকাম্ভোজ সৃণিভির্যাম্য সৌম্যয়োঃ।
পদ্মাসনাস্থাং ধায়েচ্চ শ্রীয়ং ত্রৈলোক্য মাতরং।।


গৌরবর্ণাং স্বরূপাঞ্চ সর্বালঙ্কারভূষি তাম্।
রৌক্নোপদ্মব্যগ্রকরাং বরদাং দক্ষিণেন তু।।

শ্রী শ্রী লক্ষ্মীর স্তোত্রম্

ত্রৈলোক্য পূজিতে দেবী কমলে বিষ্ণুবল্লভে।
যথাস্তং সুস্থিরা কৃষ্ণে তথা ভবময়ি স্থিরা।।


ঈশ্বরী কমলা লক্ষ্মীশ্চলা ভূতি হরিপ্রিয়া।
পদ্মা পদ্মালয়া সম্পদ সৃষ্টি শ্রীপদ্মধারিণী।।


দ্বাদশৈতানি নামানি লক্ষ্মীং সম্পূজ্য যঃ পঠেত।
স্থিরা লক্ষ্মীর্ভবেৎ তস্য পুত্রদারারদিভিংসহ।।
বিশেষ দ্রষ্টব্য:- অবশ্যই তিন বার পাঠ করতে হবে

শ্রী শ্রী লক্ষ্মীর পুষ্পাঞ্জলি মন্ত্র

নমস্তে সর্বদেবানাং বরদাসি হরিপ্রিয়ে।
যা গতিস্তং প্রপন্নানাং সা মে ভূয়াত্বদর্চবাৎ।।

শ্রী শ্রী লক্ষ্মীর প্রণাম মন্ত্র

ওঁ বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে।
সর্বতঃ পাহি মাং দেবী মহালক্ষ্মী.

মা লক্ষ্মীর আরতি বাংলা লিরিক্স
মা লক্ষ্মীর আরতি বাংলা লিরিক্স

লক্ষী পুজোর সময় যে গুলো একেবারেই করবেন না-

মা লক্ষ্মীর পূজা করার সময় লোহা/আলমুনিয়াম/স্টিল ইত্যাদি দিয়ে তৈরী বাসনপত্র দিয়ে মা লক্ষ্মীর পূজা করবেন না। শাস্ত্রমতে লোহার বাসন দিয়ে মা লক্ষ্মীর পূজা করলে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন।

লক্ষ্মী পূজা করার সময় কাঁসর, ঘন্টা বাজানো নিষিদ্ধ। তাই কখনই মা লক্ষ্মীর পূজায় কাঁসর বা ঘন্টা কোনোটাই বাজাবেন না। লক্ষ্মী পূজা করার সময় আর একটি জিনিস খেয়াল রাখবেন মা লক্ষ্মীকে কখনই তুলসী পাতা দিয়ে পূজা করবেন না। ফুল ও তুলসী পাতা দিয়ে নারায়ণের পূজা করতে হয়।

তবে পূজার সময় অবশ্যই সময় জ্ঞান মাথায় রাখতে হবে। মা লক্ষীর আরাধনা যদি সকাল বেলা করেন তাহলে আপনাকে সকাল সকাল মানে সকাল ০৯ টার মধ্যে পূজা সেরে নিতে হবে। আর তা নইলে সন্ধে বেলার সময়ই মা লক্ষ্মীর আরাধনার জন্য শ্রেয়।

লক্ষ্মী পূজার দিন অবশ্যই মা লক্ষ্মীর পদচিন্থ আলপনায় আঁকবেন। এতে মা লক্ষ্মী খুবই সন্তস্ট হন। মা লক্ষ্মীর পূজা কর্ম, মা লক্ষ্মীর আরতি আদি শেষ হয়ে গেলে সর্বশেষ আপনাকে মা লক্ষ্মীর পাঁচালী বা ব্রতকথা পাঠ করতে হবে।

মা লক্ষ্মীর আরতি বাংলা (Maa Laxmir Aarati Bangla)

আসুন তাহলে এবারে মা লক্ষ্মীর আরতি বাংলা লিরিক্স (Maa Laxmi Aarati Bangla) পাঠ করা যাক। আপনারা ঘী এর সলতে দিয়ে হাতে পঞ্চপ্রদীপ জ্বালিয়ে মা লক্ষ্মীর আরতি করবেন।

-: মা লক্ষ্মীর আরতি বাংলা লিরিক্স :-

ওঁ জয় লক্ষ্মী মাতা, মৈয়া জয় লক্ষ্মী মাতা
তুম কো নিশদিন সেবত মৈয়াজী কো নিস দিন সেবত
হর বিষ্ণু বিধাতা । ওঁ জয় লক্ষ্মী মাতা ॥

উমা রমা ব্রহ্মাণী, তুম হী জগ মাতা । ও মৈয়া তুম হী জগ মাতা ।
সূর্য চন্দ্র মাঁ ধ্যাবত নারদ ঋষি গাতা, ওঁ জয় লক্ষ্মী মাতা ॥

দুর্গা রূপ নিরংজনি সুখ সম্পতি দাতা, ও মৈয়া সুখ সম্পতি দাতা ।
জো কোঈ তুম কো ধ্যাবত ঋদ্ধি সিদ্ধি ধন পাতা, ওঁ জয় লক্ষ্মী মাতা ॥

তুম পাতাল নিবাসিনি তুম হী শুভ দাতা, ও মৈয়া তুম হী শুভ দাতা ।
কর্ম প্রভাব প্রকাশিনি, ভব নিধি কী দাতা, ওঁ জয় লক্ষ্মী মাতা ॥

জিস ঘর তুম রহতী তহঁ সব সদ্গুণ আতা, ও মৈয়া সব সদ্গুণ আতা ।
সব সংভব হো জাতা মন নহীং ঘবরাতা, ওঁ জয় লক্ষ্মী মাতা ॥

তুম বিন য়জ্ঞ ন হোতে, বস্ত্র ন কোঈ পাতা, ও মৈয়া বস্ত্র ন কোঈ পাতা ।
খান পান কা বৈভব সব তুম সে আতা, ওঁ জয় লক্ষ্মী মাতা ॥

শুভ গুণ মংদির সুংদর ক্ষীরোদধি জাতা, ও মৈয়া ক্ষীরোদধি জাতা ।
রত্ন চতুর্দশ তুম বিন কোঈ নহীং পাতা , ওঁ জয় লক্ষ্মী মাতা ॥

মহা লক্ষ্মীজী কী আরতী, জো কোঈ জন গাতা, ও মৈয়া জো কোঈ জন গাতা ।
উর আনংদ সমাতা পাপ উতর জাতা , ওঁ জয় লক্ষ্মী মাতা ॥

স্থির চর জগত বচাবে কর্ম প্রেম ল্যাতা । ও মৈয়া জো কোঈ জন গাতা ।
রাম প্রতাপ মৈয়্যা কী শুভ দৃষ্টি চাহতা, ওঁ জয় লক্ষ্মী মাতা ॥

পরিশিষ্ট

আমরা উপরের অনুচ্ছেদে মা লক্ষ্মীর আরতি বাংলা লিরিক্স আপনাদের সুবিদার্থে সকলের জন্যে তুলে ধরলাম। আপনারা যারা মা লক্ষ্মীর নিয়মিত পূজা অর্চনা করেন তাদের জন্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস কিছুটা হলেও লাভবান হবে বলে মনে করি।

সর্বশেষ আপনাদের কাছে একটাই নিবেদন মা লক্ষ্মীর আরতি বাংলা লিরিক্স টি শুধু নিজেরাই পাঠ না করে আপনাদের মত আরো অন্যান্য ভক্তবৃন্দের মাঝে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।

5/5 - (2 votes)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here