শ্রী কৃষ্ণের অষ্টোত্তর শতনাম (Sri Krisner Astottor Shotonam)

সকল ভক্তবৃন্দকে জানায় জয় শ্রী কৃষ্ণ,আজকে আমরা ভগবান শ্রী কৃষ্ণের অষ্টতর শতনাম ( শ্রী কৃষ্ণের 108 টা নাম ),শ্রী কৃষ্ণের অষ্টোত্তর শতনাম লিরিক্স বাংলা এবং শ্রী কৃষ্ণের অষ্টোত্তর শতনাম অদিতি মুন্সির mp3 কীর্ত্তন তুলে ধরলাম।

সনাতন হিন্দু ধর্মের কৃষ্ণ ভক্ত মা ও ভাই বোনেদের কাছে শ্রী কৃষ্ণের অষ্টোত্তর শতনাম শ্রবণ ও পাঠ করা অনেক পুণ্যের কাজ । আশাকরি আপনারা যে সমস্ত ভক্তবৃন্দ গণ শ্রী কৃষ্ণের অষ্টোত্তর শতনামের ভার্চুয়াল সংস্করণ খুঁজছিলেন

তাদের জন্যে শ্রী কৃষ্ণের অষ্টোত্তর শতনাম (শ্রী কৃষ্ণের 108 টা নাম ) পোস্ট টি অনেকাংশে সহায়ক হবে। আপনারা এখানে যেমন শ্রী কৃষ্ণের অষ্টোত্তর শতনাম পড়তে পারবেন আবার তেমনি শ্রী কৃষ্ণের অষ্টোত্তর শতনাম শ্রবণ করতে পারবেন।

শ্রী কৃষ্ণের বন্দনা (Sri Krisner Bandona)

ভগবান শ্রী কৃষ্ণের অষ্টোত্তর শতনাম (শ্রী কৃষ্ণের 108 টা নাম ) জপ করার আগে ভগবান শ্রী কৃষ্ণের বন্দনা মন্ত্র পাঠ করে ভক্তদের কৃষ্ণ বন্দনা করতে হয়-

(অবশ্যই পড়ুন : মা লক্ষীর পাঁচালী বাংলা)


তং শ্রীমৎ কৃষ্ণ চৈতিন্য দেবং বন্দে জগদ গুরুং ।
ষস্যানুকল্পয়া স্বাপি মহাদ্ধিং সন্তরেৎ সুখং ।
শ্রীগোবিন্দং ঘনশ্যামং পীতাম্বর ধরং পরং ।।
শ্রী নন্দ-নন্দনং নৌমি শ্রী গোপী জন বল্লভং ।
শ্রীরামং রেবতী কান্তং প্রেমানন্দ কলেবরং ।
রোহিনেয়ৎ ভজের্দ্দেবং কৃষ্ণ ভক্তি প্রদায়কং ।।
গৌরে গৌড়ং জহো ভক্তি ভারং সংন্যস্য যৎ করে ।
তং বংশীবদনং বন্দে প্রভুং শক্ত্যব তারকং ।।

এরপর প্রভু শ্রী কৃষ্ণের বীজ মন্ত্র ও উপকরণ নিবেদন মন্ত্র জপ করে ভগবান শ্রী কৃষ্ণের উদ্দেশ্যে ভক্তকে তার আশা,আকাঙ্খা,প্রার্থনা,সুখ ও কাম সব কিছু ভগবান শ্রী কৃষ্ণের উদ্দেশ্যে অর্পণ করতে হয়-

শ্রী কৃষ্ণের অষ্টোত্তর শতনাম
শ্রী কৃষ্ণের অষ্টোত্তর শতনাম

ভগবান শ্রী কৃষ্ণের মূল বীজ মন্ত্র হল- “ওং ক্লীঁ” এবং জপের মূল বীজ মন্ত্র হল-

ওং ক্লীদ কৃর্ষ্ণায় স্বাহা । ওং ক্লীঁ কৃষ্ণায় নমঃ। ওং ক্লীঁ কৃষ্ণায় স্বাহা । ওং ক্লীঁ কৃষ্ণায় গোবিন্দায় স্বাহা ।
ওং ক্লীঁ কৃষ্ণায় গোবিন্দায় গোপীজন বল্লভায় স্বাহা । ওং বল্লভায় স্বাহা ।

শ্রী কৃষ্ণের কাম গায়ত্রী মন্ত্র (Sri Krisner Kam Gyotri Mantra)

শ্রী কৃষ্ণের কাম গায়ত্রী মন্ত্র হল – “ওঁ ক্লীঁ (নমঃ ক্লীঁ) কামদেবায় বিদ্মহে পুষ্প বানায় ধীমহি তন্নোহনঙ্গঃ প্রচোদয়াৎ ।”

শ্রী কৃষ্ণের উপকরণ নিবেদন মন্ত্র (Sri Krisner Upokoron Nibedon Mantro)

ভগবান শ্রী কৃষ্ণের উদ্দেশে ফুল,বেল পাতা,ভোগ ও নৈবদ্য ইত্যাদি উপকরণ নিবেদন করার মন্ত্র হল-

“ওং নমঃ ক্লীঁ শ্রীকৃষ্ণায় নমঃ ।(বা স্ব-কৃষ্ণ মন্ত্র)”

এরপর ভগবান শ্রী কৃষ্ণের বীজ মন্ত্র ১০৮ বার জপ করতে হবে- “ওং ক্লীঁ”

শ্রী কৃষ্ণকে সমর্পন করার মন্ত্র (Sri Krisner Somrpon Mantra)

ভগবান শ্রী কৃষ্ণের উদ্দেশ্যে ভক্তের নিজেকে সমর্পন করার মন্ত্র হল-


গুহ্যাতি গুহ্য গোপ্তাত্বং গৃহানাস্মৎ কৃতং জপং ।
সিদ্ধি ভবতু মে দেব ত্বৎ প্রসাদাৎ জনার্দন ।।

এরপর একটু হাতে গঙ্গা জল নিয়ে বলতে হবে – “এতং জলং নমঃ ক্লীঁ শ্রীকৃষ্ণায় অর্পনমস্তু” মন্ত্র উচ্চারণ করে ভগবান শ্রী কৃষ্ণের উদ্দেশ্যে জল নিবেদন করতে হবে।

শ্রী কৃষ্ণের ক্ষমা প্রার্থনা মন্ত্র (Sri Krisner Khoma Parthona Mantra)

ভগবান শ্রী কৃষ্ণের উদ্দেশ্য ফুল,বেলপাতা, গঙ্গাজল আদি নৈবদ্য নিবেদন করার পর একনিষ্ট ভাবে ভগবান শ্রী কৃষ্ণের উদ্দেশ্যে বিনম্রতার সঙ্গে নিজ কৃতকর্মের জন্যে ক্ষমা প্রার্থনা করতে হবে। শ্রী কৃষ্ণের ক্ষমা প্রার্থনা মন্ত্র হল-


নমো যদক্ষরং মাত্রাহীনঞ্চ যদ্‌ ভবেৎ ।
পূর্ণং ভবতু ত্বং সর্বং ত্বং প্রসাদাৎ জনার্দ্দন ।।
মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং জনার্দ্দন ।
যৎ পূজিতং ময়াদেব পরিপূর্ণং তদস্তুমে ।।

ভগবান শ্রী কৃষ্ণের ক্ষমা প্রার্থনা মন্ত্র জপ করার পর শ্রী কৃষ্ণের প্রণাম মন্ত্র জপ করে ভগবান শ্রী কৃষ্ণকে প্রণাম করতে হবে। আসুন এবারে আমরা শ্রী কৃষ্ণের প্রণাম মন্ত্র জপ করি-

(আরো পড়ুন : শ্রী শনি চালিশা মন্ত্র)

শ্রী কৃষ্ণের প্রণাম মন্ত্র (Sri Krisner Pronam Mantra)

বসুদেবং সুতং দেবং
কংসং চানুর মদর্নং
দেবকী পরমা নন্দং
কৃষ্ণং বন্দে জগতগুরু
কৃষ্ণায় বাসুদেবায়
দেবকী নন্দনায় চ
প্রণত ক্লেশনাশায়
গোবিন্দায় নম: নম:
হে কৃষ্ণ করুণা সিন্ধো
দিনোবন্ধু জগতপথে
গোপেষো গোপিকাকান্তে
রাধাকান্তে নমোস্তোতে ।

শ্রী কৃষ্ণের অষ্টতর শতনাম (Sri Krisner Astottor Shotonam)

এই পঙতিতে আমরা ভগবান শ্রী কৃষ্ণের অষ্টোত্তর শতনাম (শ্রী কৃষ্ণের 108 টা নাম) আপনাদের উদ্দেশ্যে সমর্পণ করলাম। ভগবান শ্রী কৃষ্ণ যেন তার সকল ভক্তবৃন্দের প্রতি সদয় হোন-

জয় জয় গোবিন্দ গোপাল গদাধর

কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণাসাগর

জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী

শ্রীরাধার প্রাণধন মুকুন্দ মুরারী

হরিনাম বিনে রে ভাই গোবিন্দ নাম বিনে

বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে

দিন গেল মিছে কাজে রাত্রি গেল নিদ্রে

না ভজিনু রাধাকৃষ্ণ চরনার বৃন্দে

কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু

মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু

ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙ্গি পরে

কাল রূপে সংসারেতে পক্ষ বাসা করে

যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈবকীর উদরে

মথুরাতে দেবগন পুষ্পবৃষ্টি করে

বসুদেব রাখিয়া আইলেন নন্দের মন্দিরে

নন্দের আলয় কৃষ্ণ দিনে দিনে বারে।।

শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন।

যশোদা রাখিল নাম যাদু বাছাধন।

উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল।

ব্রজবালক নাম রাখে ঠাকুর রাখাল।

সুবল রাখিল নাম ঠাকুর কানাই।

শ্রীদাম রাখিল নাম রাখাল রাজা ভাই।

ননীচোরা নাম রাখে যতেক গোপিনী।

কালসোনা নাম রাখে রাধা-বিনোদিনী।

কুজ্বা রাখিল নাম পতিত-পাবন হরি।

চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশীধারী।

অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া।

কৃষ্ণ নাম রাখেন গর্গ ধ্যানেতে জানিয়া।

কন্বমুনি নাম রাখে দেব চক্রপাণী।

বনমালী নাম রাখে বনের হরিণী।

গজহস্তী নাম রাখে শ্রীমধুসূদন।

অজামিল নাম রাখে দেব নারায়ন।

পুরন্দর নাম রাখে দেব শ্রীগোবিন্দ।

দ্রৌপদী রাখিল নাম দেব দীনবন্ধু।

সুদাম রাখিল নাম দারিদ্র-ভঞ্জন।

ব্রজবাসী নাম রাখে ব্রজের জীবন।

দর্পহারী নাম রাখে অর্জ্জুন সুধীর।

পশুপতি নাম রাখে গরুড় মহাবীর।

যুধিষ্ঠির নাম রাখে দেব যদুবর।

বিদুর রাখিল নাম কাঙ্গাল ঈশ্বর।

বাসুকি রাখিল নাম দেব-সৃষ্টি স্থিতি।

ধ্রুবলোকে নাম রাখে ধ্রুবের সারথি।

নারদ রাখিল নাম ভক্ত প্রাণধন।

ভীষ্মদেব নাম রাখে লক্ষ্মী-নারায়ণ।

সত্যভামা নাম রাখে সত্যের সারথি।

জাম্বুবতী নাম রাখে দেব যোদ্ধাপতি।

বিশ্বামিত্র নাম রাখে সংসারের সার।

অহল্যা রাখিল নাম পাষাণ-উদ্ধার।

ভৃগুমুনি নাম রাখে জগতের হরি।

পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি।

কুঞ্জকেশী নাম রাখে বলী সদাচারী।

প্রহ্লাদ রাখিল নাম নৃসিংহ-মুরারী।

বশিষ্ঠ রাখিল নাম মুনি-মনোহর।

বিশ্বাবসু নাম রাখে নব জলধর।

সম্বর্ত্তক নাম রাখে গোবর্দ্ধনধারী।

প্রাণপতি নাম রাখে যত ব্রজনারী।

অদিতি রাখিল নাম আরতি-সুদন।

গদাধর নাম রাখে যমল-অর্জুন।

মহাযোদ্ধা নাম রাখি ভীম মহাবল।

দয়ানিধি নাম রাখে দরিদ্র সকল।

বৃন্দাবন-চন্দ্র নাম রাখে বিন্দুদূতি।

বিরজা রাখিল নাম যমুনার পতি।

বাণী পতি নাম রাখে গুরু বৃহস্পতি।

লক্ষ্মীপতি নাম রাখে সুমন্ত্র সারথি।

সন্দীপনি নাম রাখে দেব অন্তর্যামী।

পরাশর নাম রাখে ত্রিলোকের স্বাম।

পদ্মযোনী নাম রাখে অনাদির আদি।

নট-নারায়ন নাম রাখিল সম্বাদি।

হরেকৃষ্ণ নাম রাখে প্রিয় বলরাম।

ললিতা রাখিল নাম বাদল-শ্যাম।

বিশাখা রাখিল নাম অনঙ্গমোহন।

সুচিত্রা রাখিল নাম শ্রীবংশীবদন।

আয়ন রাখিল নাম ক্রোধ-নিবারণ।

চন্ডকেশী নাম রাখে কৃতান্ত-শাসন।

জ্যোতিষ্ক রাখিল নাম নীলকান্তমণি।

গোপীকান্ত নাম রাখে সুদাম ঘরণী।

ভক্তগণ নাম রাখে দেব জগন্নাথ।

দুর্বাসা নাম রাখে অনাথের নাথ।

রাসেশ্বর নাম রাখে যতেক মালিনী।

সর্বযজ্ঞেশ্বর নাম রাখেন শিবানী।

উদ্ধব রাখিল নাম মিত্র-হিতকারী।

অক্রুর রাখিল নাম ভব-ভয়হারী।

গুঞ্জমালী নাম রাখে নীল-পীতবাস।

সর্ববেত্তা নাম রাখে দ্বৈপায়ণ ব্যাস।

অষ্টসখী নাম রাখে ব্রজের ঈশ্বর।

সুরলোকে নাম রাখে অখিলের সার।

বৃষভানু নাম রাখে পরম ঈশ্বর।

স্বর্গবাসী নাম রাখে সর্ব পরাৎপর।

পুলোমা রাখেন নাম অনাথের সখা।

রসসিন্ধু নাম রাখে সখী চিত্রলেখা।

চিত্ররথ নাম রাখে অরাতি দমন।

পুলস্ত্য রাখিল নাম নয়ন-রঞ্জন।

কশ্যপ রাখেন নাম রাস-রাসেশ্বর।

ভাণ্ডারীক নাম রাখে পূর্ণ শশধর।

সুমালী রাখিল নাম পুরুষ প্রধান।

পুরঞ্জন নাম রাখে ভক্তগণ প্রাণ।

রজকিনী নাম রাখে নন্দের দুলাল।

আহ্লাদিনী নাম রাখে ব্রজের গোপাল।

দেবকী রাখিল নাম নয়নের মণি।

জ্যোতির্ম্ময় নাম রাখে যাজ্ঞবল্ক্য মুনি।

অত্রিমুনি নাম রাখে কোটি চন্দ্রেশ্বর।

গৌতম রাখিল নাম দেব বিশ্বম্ভর।

মরীচি রাখিল নাম অচিন্ত্য-অচ্যুত।

জ্ঞানাতীত নাম রাখে শৌনকাদিসুখ।

রুদ্রগণ নাম রাখে দেব মহাকাল।

সুরগণ নাম রাখে ঠাকুর দয়াল।

সিদ্ধগণ নাম রাখে পুতনা-নাশন।

সিদ্ধার্থ রাখিল নাম কপিল তপোধন।

ভাদুরি রাখিল নাম অগতির গতি।

মৎস্যগন্ধা নাম রাখে ত্রিলোকের পতি।

শুক্রাচার্য্য নাম রাখে অখিল বান্ধব।

বিষ্ণুলোকে নাম রাখে দেব শ্রীমাধব।

যদুগণ নাম রাখে যদুকুলপতি।

অশ্বিনীকুমার নাম রাখে সৃষ্টি-স্থিতি।

অর্য্যমা রাখিল নাম কাল-নিবারণ।

সত্যবতী নাম রাখে অজ্ঞান-নাশন।

পদ্মাক্ষ রাখিল নাম ভ্রমরী-ভ্রমর।

ত্রিভঙ্গ রাখিল নাম যত সহচর।

বংকচন্দ্র নাম রাখে শ্রীরূপমঞ্জরী।

মাধুরা রাখিল নাম গোপী-মনোহারী।

মঞ্জুমালী নাম রাখে অভীষ্টপুরণ।

কুটিলা রাখিল নাম মদনমোহন।

মঞ্জরী রাখিল নাম কর্ম্মব্রহ্ম-নাশ।

ব্রজব নাম রাখে পূর্ণ অভিলাস।

(আরো পড়ুন : শ্রী শনি দেবের ১০৮ নাম)

শ্রী কৃষ্ণের অষ্টোতর শতনাম অদিতি মুন্সি (Sri Krisner Astottor Shotonam)

আপনারা যারা শ্রী কৃষ্ণের নাম শ্রবণ করতে ভালোবাসেন তারা আমাদের দেওয়া নিচের ক্লিপটিতে ক্লিক করে শ্রী কৃষ্ণের অষ্টোত্তর শতনাম শুনতে অদিতি মুন্সির স্বরে শুনতে পারেন।

শ্রী কৃষ্ণের অষ্টোতর শতনাম ( শ্রী কৃষ্ণের 108 টা নাম )

শ্রী কৃষ্ণের অষ্টোত্তর শতনাম pdf ডাউনলোড

যে সকল ভক্তবৃন্দ ভগবান শ্রী কৃষ্ণের অষ্টোত্তর শতনাম pdf ডাউনলোড করে পড়তে চান কিংবা ভগবান শ্রী কৃষ্ণের অষ্টোত্তর শতনাম (শ্রী কৃষ্ণের 108 টা নাম) মুখস্থ করতে চান,

তাদের উদ্দেশে ভগবান শ্রী কৃষ্ণের অষ্টোত্তর শতনাম pdf ডাউনলোড লিংক দিয়ে দেওয়া হল, আপনারা আমাদের শ্রী কৃষ্ণের অষ্টোত্তর শতনাম pdf ডাউনলোড লিংকে ক্লিক করে pdf ডাউনলোড করতে পারেন।

পরিশিষ্ট

এতক্ষন আমরা ভগবান শ্রী কৃষ্ণের অষ্টোত্তর শতনাম আর্টিকেলে শ্রী কৃষ্ণের 108 টা নাম (Sri Krisner Astottor Shotonam) আপনাদের জন্যে তুলে ধরলাম।

আপনাদের কাছে অনুরোধ শ্রী কৃষ্ণের অষ্টোত্তর শতনাম (শ্রী কৃষ্ণের 108 টা নাম) সকল আত্মীয় স্বজন ভাই বন্ধুদের সাথে শেয়ার করে তাদের পড়ার সুযোগ করে দিন।

5/5 - (1 vote)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here