শ্রী হনুমান আরতি বাংলা (Shree Hanuman Aarti Bangla)

বাঙালি তথা সকল বাংলাভাষী হনুমান ভক্তবৃন্দদের কাছে ভগবান বজরংবলী অথাৎ পবন পুত্র শ্রী হনুমানের গুণকীর্ত্তন করার জন্যে হনুমান চালিশা মন্ত্রর মতই শ্রী হনুমান আরতি বাংলা ভাষাতে পাঠ করার এক আলাদা মাধুর্য্য রয়েছে।

আজকে আমরা আমাদের আর্টিকেলের মাধ্যমে শ্রী হনুমান আরতি বাংলা (Shree Hanuman Aarti Bangla) ভাষাতে তুলে ধরব। যাতে করে সমস্ত বাংলাভাষী আপামর বাঙালি তার নিজ মাতৃভাষা বাংলায় শ্রী হনুমান আরতি বাংলাতে গাইতে পারে।

শ্রী হনুমান প্রণাম মন্ত্র (Shree Hanuman Pranam Mantra)

-:শ্রী শ্রী হনুমান প্রনাম মন্ত্র :-

অতুলিতবলধামং হেমশৈলাভদেহং

দনুজবনকৃশানুং জ্ঞানিনামগ্রগণ্যম্।

সকলগুননিধানং বানরাণামধীশং

রঘুপতিপ্রিয়ভক্তং বাতজাতং নমামি।।

ভাবার্থ :- অতুলিত শক্তির ভান্ডার, স্বর্ণ গিরি সুমেরু পর্বতের মত কাঞ্চন কান্তিযুক্ত দেহধারী, রাক্ষসরূপী অরণ্যকে ভস্মীভূত করতে অগ্নির মত তেজস্বী, জ্ঞানীগণের মধ্যে অগ্রগণ্য, সকল গুণের আধার, বানর কুলের অধীশ্বর, শ্রীরামের প্রিয় ভক্ত পবনপুত্রকে আমি প্রণাম করি।

অবশ্যই পড়ুন : মা দুর্গার আরতি।

শ্রী হনুমান আরতি বাংলা (Shree Hanuman Aarti Bangla)

আপনারা যারা শ্রী হনুমানজীর ভক্ত যারা হনুমানের পূজা করেন তারা হনুমান চালিশা মন্ত্র পাঠের পাশাপাশি হনুমানজীর পূজার পর শ্রী হনুমানের আরতি করেন। তবে অনেকে এমন ভক্তবৃন্দ আছেন যারা

শ্রী হনুমান আরতি বাংলা
শ্রী হনুমান আরতি বাংলা

শ্রী হনুমান আরতি বাংলা ভাষায় বাংলা লিরিক্স খোঁজেন। তাদের কথা মাথায় রেখে আমরা শ্রী হনুমান আরতি বাংলা ভাষায় শ্রী হনুমান আরতি বাংলা লিরিক্স তুলে ধরলাম এখন আপনারা শ্রী হনুমান আরতি বাংলা লিরিক্সে করতে পারবেন।


আরতি কি জিয়ে হনুমান লালা কি,
দুষ্ট দলন রঘুনাথ কলা কি।।


যাঁ কে বল সে গিরিবর কাঁপে,
রোগ দোষ যা কে নিকট না ঝাঁকে।।


অঞ্জনী পুত্র মহাবল দায়ী,
সন্তান কে প্রভু সদা সহায়ে।।


দে বীদা রঘুনাথ পাঠহাই,
লঙ্কা  জারি সিয়া সুধি লায়ি।।


লঙ্কা সো কোট সমুদ্র সে খাইয়ে,
জাট পবন সুত বার না লাইয়ে।।


লঙ্কা জারি অসুর সম্ভারে,
সিয়া রামজীকে কাজ সঁভারে।।


লক্ষণ মূচরিত পারহে সকারে,
আন সঞ্জীবনী প্রান উভারে।।


পৈঠি পাতাল তোরি যমকারে,
অহিরাবণকি ভূজা উজারে।।


বাঁয়েন ভূজা অসুর দল মারে,
দাঁয়েন ভূজা সব সন্ত উবারে।।


সুরনার মুনিজন আরতি উতারে,
জয় জয় জঋ হনুমান উচারে।।


কাঞ্চন থার কপূর লো চাই,
আরতি কারাত অঞ্জনি মাই।।


জো হনুমানজীকি আরতি গাঁভে,
বাঁশি বৈকুনঠ অমর পদ পাবে।।


লঙ্কা বিদবানচে কিয়ে রঘুরাই,
তুলসীদাস স্বামী আরতি গাই।।


আরতি কি জিয়ে হনুমান লালা কি,
দুষ্ট দলন রঘুনাথ কলা কি।।

আরো পড়ুন : শ্রী হনুমানের ১০৮ নাম।

Shree Hanuman Aarti Lirix English (শ্রী হনুমান আরতি ইংরেজী লিরিক্স)

আমরা আপনাদের সুবিদার্থে হনুমান আরতির ইংরেজী লিরিক্স নিচের অনুচ্ছেদে দিয়ে দিলাম। আপনারা আমাদের আর্টিকেল থেকে বাংলা ইংরেজী হনুমান আরতির উভয় ধরনের হনুমান আরতির লিরিক্স পাঠ করতে পারেন।

শ্রী হনুমান আরতি বাংলা

Aarti Kije Hanuman Lala Ki।

Dusht Dalan Ragunath Kala Ki॥

Jake Bal Se Girivar Kaanpe।

Rog Dosh Ja Ke Nikat Na Jhaanke॥

Anjani Putra Maha Baldaaee।

Santan Ke Prabhu Sada Sahai॥

De Beera Raghunath Pathaaye।

Lanka Jaari Siya Sudhi Laaye॥

Lanka So Kot Samundra-Si Khai।

Jaat Pavan Sut Baar Na Lai॥

Lanka Jaari Asur Sanhare।

Siyaramji Ke Kaaj Sanvare॥

Lakshman Moorchhit Pade Sakaare।

Aani Sajeevan Pran Ubaare॥

Paithi Pataal Tori Jam-kaare।

Ahiravan Ke Bhuja Ukhaare॥

Baayen Bhuja Asur Dal Mare।

Daahine Bhuja Santjan Tare॥

Sur Nar Muni Aarti Utare।

Jai Jai Jai Hanuman Uchaare॥

Kanchan Thaar Kapoor Lau Chhaai।

Aarti Karat Anjana Maai॥

Jo Hanumanji Ki Aarti Gaave।

Basi Baikunth Param Pad Pave॥

Lanka bidbanche kiye Raghurai ।

Tulshidas Swami Aarti gai ॥

Aarti Kijiye Hanuman lala ki ।

Dust dalan Raghunath kala ki ॥

আরো পড়ুন : মা লক্ষ্মীর পাঁচালী।

পরিশিষ্ট

আমরা আপনাদের সুবিদার্থে শ্রী হনুমান আরতির বাংলা এবং ইংরেজী উভয় ধরনের লিরিক্স তুলে ধরলাম। আপনারা যারা শ্রী হনুমানজীর ভক্ত। যারা নিয়মিত বালাজীর পূজো করেন তাদের জন্যে আমাদের এই প্রচেষ্টা অনেকাংশেই সন্তোষজনক বলে মনে হবে।

এছাড়াও আমরা আগের আর্টিকেলে হনুমান চালিশা বাংলাতে আপনাদের জন্যে সর্বসম্মুখে তুলে ধরেছি। আপনারা যারা হনুমান চালিশা পাঠ করতে চান, তারা আর্টিকেলের মাঝে দেওয়া লিঙ্কের উপর ক্লিক করে হনুমান চালিশা এবং হনুমান চালিশা পাঠ করার নিয়ম সম্পর্কে অবগত হতে পারেন।

সর্বশেষ আপনাদের কাছে একটাই নিবেদন শ্রী হনুমান আরতি বাংলা ভাষার লিরিক্স যদি আপনাদের কাছে ফলপ্রদ মনে হয়। আশাকরি আপনারা অবশ্যই আপনার ভাই বন্ধুদের মধ্যে বিভিন্ন সোশ্যাল সাইটে শেয়ার করে তাদেরও পড়ার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।

5/5 - (1 vote)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here