শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা (Bijaya Dashamir Suvechha sms)

শরৎ এর আকাশে সাদা মেঘের ভেলা,মাঠে ঘাটে কাশ ফুলের দোলা,শিউলি ফুলের সুরভিত সুবাস মা উমার স্বর্গ থেকে মর্ত ধামে আসার আগমনী বার্তা জানায়।

শারদীয়া দুর্গাপুজোর শেষে আবার আপামর বাঙালি শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা জানায়। বছর ঘুরে মা উমা তার স্বামীর ঘর থেকে বাপের বাড়ি আসেন চার দিনের জন্য।

মেয়ের বাপের বাড়ি আসাতে যেমন মা,বাবার খুশি হওয়ার সাথে সাথে প্রতিবেশীদের আনন্দ নিছক কম হয়না। মায়ের আসাকে নিয়ে যতটা আমাদের আনন্দ উৎগ্রীব থাকে,

ঠিক তেমন মায়ের বাপের বাড়ি যাওয়া নিয়ে আমাদের মনে জমে ওঠে বিরহের রাস। মায়ের বিদায় বেলা শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা বার্তা জানিয়ে

একে অপরকে আমরা অভিবাদন জানায়। পুজোর চার দিন বাঙালির ঘরে মা যেন নিজের মেয়ে হয়ে যায়। মা দুর্গাকে ঘিরে শুরু হয়ে যায় আমাদের যত ব্যস্ততা।

মায়ের ভোগ,মায়ের অঞ্জলি,মায়ের আরতি,আরো কত কি ?  ব্যস্ততা যেন আমাদের পিছু ছাড়েনা। মায়ের বিদায় বেলা বিজয়া দশমীতে,

শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা জানানো বাঙালির এক পুরোনো সংস্কৃতি। বিজয়ার শেষে মিষ্টি মুখ করানো,বড়োদের বিজয়ার প্রণাম জানানো আমাদের বাঙালিয়ানা।

তাই দশমীর শেষে বিজয়ার শুভেচ্ছা জানানোর জন্য আপনাদের জন্য সেরা কয়েকটি শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা বার্তা দেওয়া হল,

আসা করি আপনাদের ভালো লাগবে,আপনারা নিজেদের বন্ধু বান্ধবদের মধ্যে বিজয়ার শুভেচ্ছা বার্তা শেয়ার করবেন এবং শুভ বিজয়া দশমীর স্ট্যাটাস, দশমীর হোয়াটসআপ বার্তা পাঠাবেন।

 শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা বার্তা (Suvo Bijaya Dashamir Suvechha)


দশমীর শেষে বিজয়া দশমীতে প্রিয়জনদের সাথে শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা বার্তা গুলো পাঠন। আপনাদের জন্য সেরা কয়েকটি শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা বার্তা দেওয়া হল।

অবশ্যই পড়ুন : ভাই ফোঁটার শুভেচ্ছা এস.এম.এস

০১. শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা বার্তা (Suvo Bijaya Dashamir Suvechha)

শিউলি ফুল আর কাশের ভেলা 

ফুলের সৌরভে ওলিরা মেলা। 

মা দুর্গার বিদায় বেলায় 

চরণ জড়িয়ে প্রণাম জানায়।  

০২. শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা বার্তা (Suvo Bijaya Dashamir Suvechha)

দশমীর শেষে সিঁদুর খেলা 

মা দুর্গার বিদায় বেলা। 

কার্তিক গণেশ সঙ্গে লয়ে 

চলল মা স্বামীর ঘরে। 

সকলকে শুভ বিজয়া। 

০৩. শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা বার্তা (Suvo Bijaya Dashamir Suvechha)

উৎসব আর আনন্দেতে 

উঠেছিলাম আমরা মেতে।

দূর্গা পুজোর নতুন সাজে,

কচিকাচাদের কলরবে। 

মা দুর্গার ভাসান হবে

আসছে বছর আবার হবে। 

০৪. শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা বার্তা (Suvo Bijaya Dashamir Suvechha)

বাঙালির মহাপার্বন 

হল আজি সমাপন। 

ধুপ আর ধুনুচি নাচে,

ঢ্যাং কুড়াকুড় বাদ্যি বাজে। 

মা দূর্গা যাচ্ছে এবার 

বছর ঘুরে আসছে আবার। 

শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা
শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা

০৫. শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা বার্তা (Suvo Bijaya Dashamir Suvechha)

বিসর্জনের বাজনা বাজে 

মা দুর্গার যাবার সাজে। 

আনন্দের শেষে বিদায় বেলা,

মা দূর্গা তুমি ভালো থেকো 

আসছে বছর আবার এসো। 

আরো পড়ুন : বাংলা নববর্ষের শুভেচ্ছা sms । 

শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা sms (Suvo Bijayar Suvechha sms )


উৎসবে আর আনন্দের দিনে বন্ধু বান্ধবদের মধ্যে শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা sms গুলো পাঠিয়ে বিজয়ার আনন্দ সবার মাঝে শেয়ার করুন।

০১. বিজয়া দশমীর শুভেচ্ছা sms (Suvo Bijayar Suvechha sms)

ভালো আর ভালোবাসায় 

কাশ ফুলের স্নিগধতায়। 

শরতের আকাশে মেঘের ভেলা,

পুজো শেষে যাবার বেলা। 

উমা ছিল বাপের ঘরে,

দশমীর শেষে বিষাদ মনে 

চললেন মা কৈলাশ ধামে। 

০২. বিজয়া দশমীর শুভেচ্ছা sms (Suvo Bijayar Suvechha sms)

ঢাকের তালে কোমর দোলে,

কাঁসর,ঘন্টা,শঙ্খ বাজে। 

পুজোর পরে অঞ্জলি শেষে 

বরণ ডালা প্রদীপ হাতে। 

স্বাগত জানায় শারদীয়াতে। 

০৩. বিজয়া দশমীর শুভেচ্ছা sms (Suvo Bijayar Suvechha sms)

ঢাকের কাঠি আর উলু ধ্বনি

দশমীর শেষে বিদায় রজনী। 

দুঃখ আর অবস্বাদে,

পুজোর পর,চার দিন পরে 

যাচ্ছে মা স্বামীর ঘরে। 

০৪. বিজয়া দশমীর শুভেচ্ছা sms (Suvo Bijayar Suvechha sms)

শরতের সকালে শিউলি ফুলের সুবাসে 

মা উমাকে বিদায় জানিয়ে। 

বাঙালির ঘরে ঘরে 

মা লক্ষীর আগমনী বার্তা 

সকলকে শুভ বিজয়া।

০৫. বিজয়া দশমীর শুভেচ্ছা sms (Suvo Bijayar Suvechha sms)

মনের মাঝে জমে ছিল 

পুরোনো কালিমা যত। 

কলহ ঝগড়া মিটিয়ে নিয়ে 

হয়েছি আমরা সমবেত। 

মা দুর্গার কৃপা লহি,

দ্বেষ,ক্রোধ কর ত্রাহি। 

শুভ বিজয়া। 

আরো পড়ুন : অকাল বোধন কি ? রামচন্দ্রের দুর্গাপূজার ইতিহাস। 

শুভ বিজয়া দশমীর প্রীতি ও শুভেচ্ছা (Suvo Bijayar Priti Suvechha Avinandan)


বাঙালির পুজোর চার দিন যেন এক আলাদা আনন্দ এক আলাদা নেশা,সেই নেশাতে মেতে উঠে আপামর বাঙালি ভাইবোন। আজকে শুধু বাংলাতেই নয় প্রবাসি বাঙালিরাও দুর্গোৎসব পালন করছেন।

০১. শুভ বিজয়া দশমীর প্রীতি ও শুভেচ্ছা

স্বর্গ হতে মর্ত ধামে 

এলো মা সিংহে চড়ে। 

দশ হাতে দশ অস্ত্র ধরে,

করলেন বধ অসুর টারে। 

শুভ বিজয়া। 

০২. শুভ বিজয়া দশমীর প্রীতি ও শুভেচ্ছা

মহালয়ার শেষে,চন্ডি পাঠ দিয়ে

দেবীর আগমনে আঙিনায়

আল্পনা আজি আঁকি।

করোনা মহামারী দূর করো মা

দাও আশীষ সবাই যেন সুস্থ থাকি।

সকলকে জানায় শুভ বিজয়া। 

০৩. শুভ বিজয়া দশমীর প্রীতি ও শুভেচ্ছা

আজ আমার প্রাণের খুশিতে 

জ্বেলে যায় প্রদীপ শিখাতে 

হাজার তারার মাঝে আলো। 

এলো এলো মা দূর্গা এলো,

শারদীয়া এলো। 

সকলকে শুভ শারদীয়া। 

০৪. শুভ বিজয়া দশমীর প্রীতি ও শুভেচ্ছা

কুমোরের হাতে কাজ হল শেষ 

বসলেন মা মন্দিরে। 

ঢাকি কাঁধে এলেন ঢাকি 

পুরুত ঠাকুর পড়লেন মন্তর 

করতে হবে জোগাড় যন্তর। 

মাকে কর ভক্তি দিয়ে অন্তর। 

০৫. শুভ বিজয়া দশমীর প্রীতি ও শুভেচ্ছা 

নীল আকাশে দেখ দেখি বক ,

পাখনা মেলেছে মেলা। 

নৃত্য করছে ময়ূর ও ময়ূরী 

বাতাসে কাশ ফুল দিচ্ছে দেখ দোলা। 

শারদীয়ার আনন্দে মাতিয়া সবাই  

ভুলিয়া যাও মনের যাতনা জ্বালা। 

সকলকে শুভ শারদীয়া। 

আরো পড়ুন : ভালোবাসা দিবসের শুভেচ্ছা sms 

শুভ বিজয়ার sms


দশমীর শেষে মায়ের বাপের বাড়ি থেকে কৈলাস ধামে ফিরে যাওয়ার পালা। তার পর যদিও মা লক্ষী আমাদের ঘরে আসবে তবুও বাঙালির কাছে দূর্গা পুজোয় সেরা।

০১. শুভ বিজয়ার SMS

শিশির ভেজা ঘাসে 

শিউলি ফুলের সুবাসে 

ছোট ও বড় সমস্ত গুরুজনেদের জানায় 

শুভ বিজয়া। 

০২. শুভ বিজয়ার SMS

শরৎ কালের পূর্নলগ্নে 

দেবী দুর্গার আগমনীতে 

পুজোর আনন্দে সমবেত সকল ভাইবোনদের 

জানায় বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা।  

০৩. শুভ বিজয়ার SMS

একটু খানি খুশি,একটু মিঠেল রৌদ্রুর 

একটু খানি হিমেল হাওয়া,

একটু খানি ঢাকের আওয়াজ। 

একটু খানি শঙ্খ নিনাদ 

একটু আনন্দের একটু হাসিঁতে 

রয়েছে অনেক খানি পাওয়া। 

সকলকে শুভ শারদীয়া। 

০৪. শুভ বিজয়ার SMS

নতুন কাপড় নতুন ছোঁয়া

নতুন মনে নতুন আশা 

নতুন তুমি,নতুন আমি 

নতুন মোদের ভালোবাসা। 

নতুন প্রেমের প্রথম পুজোয় 

পূর্ণহোক তোমার মনের আশা। 

নতুন প্রেমের শুভ বিজয়া। 

০৫. শুভ বিজয়ার sms

পুজো হলো তো শেষ,

ফিকে পড়ল আনন্দ। 

মায়ের বিদায় বেলা 

মেয়েরা খেলল সিঁদুর,

চোখের কোন ব্যাথা সম সুখে 

লুকায়ে অশ্রু ধারা। 

সকলকে শুভ বিজয়া। 

বিজয়া দশমীর শুভেচ্ছা sms


বিজয়া দশমীর শুভেচ্ছা বার্তা জানিয়ে মিষ্টি মুখ করানোর সাথে সাথে এখন বাঙালি ভার্চুয়াল মেসেজের মাধ্যমে বিজয়া দশমীর শুভেচ্ছা বার্তা পাঠিয়ে থাকেন।

০১. বিজয়া দশমীর শুভেচ্ছা sms

ঢাকের কাঠি বাজল ওরে 

মা এসেছেন বছর ঘুরে। 

শিউলি ফুলের গন্ধ ছড়ায়ে 

কাশ ফুলের চাদর মুড়ে। 

ভক্তি ভরে মাকে ডাকো 

ভালো কাটুক সবার পুজো। 

সকলকে বিজয়া দশমীর শুভেচ্ছা বার্তা। 

০২. বিজয়া দশমীর শুভেচ্ছা sms

পুজোর ক-দিন মায়ের সাথে

সন্ধ্যা প্রদীপ পুষ্প হাতে।

অঞ্জলি দেওয়া আর প্রসাদ খাওয়া

বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া

ছোট ছোট চাওনা পাওয়া

সব কিছুই মায়ের দেওয়া।

সকলকে বিজয়ার শুভেচ্ছা। 

০৩. বিজয়া দশমীর শুভেচ্ছা sms

বিসর্জন মানে নয়ত শুধু বিদায় বেলা 

বিসর্জন মানে আবার দুগ্গা মাকে ফিরে পাওয়া। 

বিসর্জন মানে নয়ত শুধু বিরহের সুর,

বিসর্জন মানে আসছে বছর আবার ধুম। 

০৪. বিজয়া দশমীর শুভেচ্ছা sms

শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা
শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা

বিসর্জনে বিরহের বাজনা বাজছে যে ঐ 

চোখের জলে বিদায় দেবে মা কে সবাই। 

আয় ছুটে সব বরণ ডালা নিয়ে 

মা যে আসবে বছর পরে। 

০৫. বিজয়া দশমীর শুভেচ্ছা sms

ঢাকে পড়ল কাঠি 

সবাই মিলে নাচি। 

এবারের পুজো জমজমাট 

শুধু বিদায় বেলা মন খারাপ। 

আসছে বছর আবার হবে

তাইতো বিদায় জানায় প্রতিজনে। 

বিজয়া দশমীর স্ট্যাটাস


বন্ধুরা আপনাদের জন্য এখানে কতগুলি বিজয়া দশমীর স্ট্যাটাস দেওয়া হল। আপনারা বিজয়া দশমীর স্ট্যাটাস গুলো সবার সাথে শেয়ার করতে পারেন।

০১. বিজয়া দশমীর স্ট্যাটাস

বাজে ঢোল বাজে ঢাক

সবাইকে লাগিয়ে দেব তাক।

ভাসানের নাচ হবে জমজমাটি

চলছে তাই প্রস্তুতি।

মাকে বিদায় জানাতে হবে যে আজ

তাই মা কে ছাড়া মন চায়না করতে অন্য কাজ।

০২. বিজয়া দশমীর স্ট্যাটাস

বিসর্জনে সবাই মিলে বিদায় দেব যে মাকে 

মায়ের আশীষ নিয়ে চলতে চাই পরবর্তী দিনগুলোতে। 

মা কে বিদায় জানাতে চায় না যে মন কিছুতেই। 

বিদায় যে দিতেই হবে। 

তবেই তো মা, আবার আসতে পাবে। 

০৩. বিজয়া দশমীর স্ট্যাটাস

বিসর্জনের আর বেশি নেই তো দেরি,

কিছুক্ষন পড়ে মা আমার দেবেন কৈলাসেতে পাড়ি। 

মুখ খানাও বিরহ সুখে হয়ে  আছে করুণ,

বিদায় বেলা মা কে করছে সবাই বরণ। 

০৪. বিজয়া দশমীর স্ট্যাটাস

পুজো মানে জমিয়ে খাওয়া দাওয়া 

পুজো মানে আড্ডা। 

পুজো মানে শুধুই মজা 

সঙ্গে দুগ্গা মাকে কটা দিনের জন্য 

নিজের করে পাওয়া। 

০৫. বিজয়া দশমীর স্ট্যাটাস

দুগ্গা মা এল নিজের বাপের বাড়ি 

ষষ্ঠী থেকে দশমী কিভাবে দিন কেটে যায় কি জানি। 

বিসর্জনে মা কে চায়না যে মন বিদায় দিতে,

পরের বছর মা তোমায় চায় আরো কাছে পেতে। 

আরো পড়ুন : স্বাধীনতা দিবসের শুভেচ্ছা sms 

শুভ বিজয়ার বাণী


সকলকে শুভ বিজয়া, আপনাদের জন্য এখানে কতগুলো পংতিতে শুভ বিজয়ের বাণী দেওয়া হল। আপনারা শুভ বিজয়ের বাণী গুলো সবার সাথে শেয়ার করতে পারেন।

০১. শুভ বিজয়ার বাণী 

উমা এল কৈলাশ ছেড়ে 

ছেলে পুলে সব সঙ্গে নিয়ে 

আনন্দে কাটবে দিন কয়েক সবাই মিলে। 

দশমীতে মিষ্টি মুখ আর সিঁদুর খেলায় 

মিটবে বিসর্জনের বিরহ বেদনাই। 

০২. শুভ বিজয়ার বাণী 

দশমীর সকালে ,বাজে মনে বিরহের সুর 

আনন্দের মাঝে সকলের মন খারাপ খুব। 

মেয়েরা পান সুপারি দিয়ে করবে বরণ মাকে 

মিষ্টি মুখ আর সিঁদুর খেলায়

শুভ বিজয়া জানায় সবাইকে। 

০৩. শুভ বিজয়ার বাণী

এসো এসো দুগ্গা মা এসো মোর ঘরে 

তোমাকে চাই যে মন নিজের করে পেতে 

পাঁচটা দিন কি করে যায় যে পেরিয়ে,

বিসর্জনের বিষাদে। 

০৪. শুভ বিজয়ার বাণী

ঢাকের আওয়াজে পড়ল ইতি,মায়ের মুখ হল করুণ 

যাচ্ছ মা বিদায় নাও তবে,আগামী বছর আবার হবে। 

মা তুমি কর আশীষ,সবাই যেন ভালো থাকিস। 

০৫. শুভ বিজয়ার বাণী

ঢাকে কাঠি বিসর্জনে বিজয়ার সুর

কৈলাশে ফিরে চল দূর্গা ঠাকুর।

পান পাতা বরণ ডালায়

পান পাতা সিঁদুর সাজায়।

মা দুর্গার হবে বরণ 

মা তো যাবে কৈলাসে এখন। 

বিজয়া দশমীর কবিতা


০১. বিজয়া দশমীর কবিতা

যদি হল যাবার ক্ষণ
তবে যাও দিয়ে যাও শেষের পরশন॥
বারে বারে যেথায় আপন গানে
স্বপন ভাসাই দূরের পানে
মাঝে মাঝে দেখে যেয়ো শূন্য বাতায়ন–
সে মোর শূন্য বাতায়ন॥
বনের প্রান্তে ওই মালতীলতা
করুণ গন্ধে কয় কী গোপন কথা।
———— রবীন্দ্রনাথ ঠাকুর।
০২. বিজয়া দশমীর কবিতা 
 
যেয়োনা,রজনি,আজি লয়ে তারাদলে!
গেলে তুমি দয়াময়ি,এ পরাণ যাবে!
উদিলে নির্দয় রবি উদয়– অচলে
নয়নের মণি মোর নয়ন হারাবে!
বার মাস তিতি,সতি,নিত্য অশ্রুজলে,
পেয়েছি উমায় আমি! কি সান্ত্বনা-ভাবে
তিনটি দিনেতে,কহ,লো তারা-কুন্তলে,
এ দীর্ঘ  বিরহ-জ্বালা এ মন জুড়াবে?
তিন দিন স্বর্ণদীপ জ্বলিতেছে ঘরে
দূর করি অন্ধকার;শুনিতেছি বাণী –
মিষ্টতম এ সৃষ্টিতে এ কর্ণ-কুহরে!
দ্বিগুন আঁধার ঘর হবে, আমি জানি,
নিবাও এ দীপ যদি!” – কহিলা কাতরে
নবমীর নিশা-শেষে গিরীশের রাণী।
———–মাইকেল মধুসূদন দত্ত।
 

বিজয়া দশমীর গান


বিজয়া দশমীর শুভেচ্ছা

পরিশিষ্ট


আমরা আপনাদের জন্য শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা বার্তা,শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা sms,শারদীয়ার শুভেচ্ছা বার্তা,বিজয়া দশমীর কবিতা,বিজয়া দশমীর গান তুলে ধরা হল।

আশা করি আপনারা সবাই উপভোগ করবেন এবং প্রিয়জনদের সাথে দুর্গাপুজোর শুভেচ্ছা sms গুলো সবার সাথে শেয়ার করে আনন্দে মেতে উঠবেন। সকলকে জানায় শুভ বিজয়া।

5/5 - (1 vote)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here