হিন্দু ধর্মালম্বী ভক্তবৃন্দদের কাছে শিব আরাধনা করা এক মহা পূর্ণ্য অর্জনের বিষয়। আজকের পোস্টে আমরা ভগবান শিবের আরতি কীর্তনের বাংলা লিরিক্স আপনাদের সাথে শেয়ার করব।
ভগবান শিবকে বিনাস ও জগৎ সংসারের সৃষ্টির পালন হার বলা হয়। হিন্দু দেবী ও দেবতাদের মধ্যে মহাদেবকে দেবাদি দেব মহাদেব বলা হয়। এছাড়াও শিবকে ভোলানাথ,শংকর,মহেশ,রুদ্র,নীলকণ্ঠ,গঙ্গাধর,নমো ইত্যাদি নামে সম্বোধন করা হয়।
তান্ত্রিকরা ভোলাবাবাকে ভৈরব নামে সম্বোধন করেন। হিন্দু সনাতন ধর্মে শিব হলেন হিন্দুদের অন্যতম প্রমুখ দেবতা। বেদে ভোলানাথের নাম হল রুদ্র, আবার শিবের অর্ধাঙ্গিনী মাতা পার্বতী হলেন নারী শক্তির প্রতীক।
ভগবান শিব বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ও বিভিন্নভাবে পূজিত হন। কোনো কোনো ভক্তরা ভগবান শিবের শিব লিঙ্গের পূজা করেন তো আবার ভোলানাথের মূর্তির পূজা করেন।
তবে ভারতের বিভিন্ন প্রদেশের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভগবান শিবের শিব লিঙ্গ বেশ জাগ্রত। তাই ভক্তরা ভক্তি ভরেই ভোলানাথের পূজা করে থাকেন।
আপনারা যারা শিবের পূজা করেন আশা করি তাদের কাছে শিবের আরতি মন্ত্র এবং শিবের আরতি কীর্তনের বাংলা লিরিক্স আর্টিকেলটি অনেকাংশেই ফল প্রসূদ হবে।
Table of Contents
শিব প্রণাম মন্ত্র (shiv pronam montro)
ওঁ নমঃ শিবায় শান্তায় করুনাত্রায় হেতবে নিবেদিতামি চাত্মানং ত্বং গত্বিং পরমেশ্বরম।
shiver aroti montro
বাংলা শব্দার্থ : হে সৃষ্টিকর্তা,পালনকর্তা ও সংহারকর্তা এই তিন কারণের কর্ণধার ভগবান শিবকে আমার প্রণাম। হে ঈশ্বর তুমি বিধাতা, তুমিই পরমগতি, সুতরাং তোমার চরণে প্রভু নিজেকে সমর্পণ করি।
শিবের আরতি মন্ত্র বাংলা লিরিক্স (Shiver Aroti Mantro Bangla liriks)
সর্বেশং পরমেশং শ্রীপার্বতীশং বংদেঽহং বিশ্বেশং শ্রীপন্নগেশম্ ।
শ্রীসাংবং শংভুং শিবং ত্রৈলোক্যপূজ্যং বংদেঽহং ত্রৈনেত্রং শ্রীকংঠমীশম্ [০১]
ভস্মাংবরধরমীশং সুরপারিজাতং বিল্বার্চিতপদযুগলং সোমং সোমেশম্ ।
জগদালযপরিশোভিতদেবং পরমাত্মং বংদেঽহং শিবশংকরমীশং দেবেশম্ [০২]
কৈলাসপ্রিযবাসং করুণাকরমীশং কাত্যাযনীবিলসিতপ্রিযবামভাগম্ ।
প্রণবার্চিতমাত্মার্চিতং সংসেবিতরূপং বংদেঽহং শিবশংকরমীশং দেবেশম্ [০৩]
মন্মথনিজমদদহনং দাক্ষাযনীশং নির্গুণগুণসংভরিতং কৈবল্যপুরুষম্ ।
ভক্তানুগ্রহবিগ্রহমানংদজৈকং বংদেঽহং শিবশংকরমীশং দেবেশম্। [০৪]
সুরগংগাসংপ্লাবিতপাবননিজশিখরং সমভূষিতশশিবিংবং জটাধরং দেবম্ ।
নিরতোজ্জ্বলদাবানলনযনফালভাগং বংদেঽহং শিবশংকরমীশং দেবেশম্। [০৫]
শশিসূর্যনেত্রদ্বযমারাধ্যপুরুষং সুরকিন্নরপন্নগমযমীশং সংকাশম্ ।
শরবণভবসংপূজিতনিজপাদপদ্মং বংদেঽহং শিবশংকরমীশং দেবেশম্। [০৬]
শ্রীশৈলপুরবাসং ঈশং মল্লীশং শ্রীকালহস্তীশং স্বর্ণমুখীবাসম্ ।
কাংচীপুরমীশং শ্রীকামাক্ষীতেজং বংদেঽহং শিবশংকরমীশং দেবেশম্। [০৭]
ত্রিপুরাংতকমীশং অরুণাচলেশং দক্ষিণামূর্তিং গুরুং লোকপূজ্যম্ ।
চিদংবরপুরবাসং পংচলিংগমূর্তিং বংদেঽহং শিবশংকরমীশং দেবেশম্। [০৮]
জ্যোতির্মযশুভলিংগং সংখ্যাত্রযনাট্যং ত্রযীবেদ্যমাদ্যং পংচাননমীশম্ ।
বেদাদ্ভুতগাত্রং বেদার্ণবজনিতং বেদাগ্রং বিশ্বাগ্রং শ্রীবিশ্বনাথম্। [০৯]
ভগবান শিবের আরতি করার সময় শিবের আরতি মন্ত্র পাঠ করার পর শিবের আরতি কীর্তন গেয়ে শিবের আরতি করতে হয়। আমরা নিচের স্তবকে শিবের আরতি কীর্তনের বাংলা লিরিক্স শেয়ার করে দিলাম।
আরো পড়ুন :
শিবের আরতি কীর্তন বাংলা লিরিক্স (Shiver Aroti Kirtan Bangla
ওম জয় শিব ওমকারা।
প্রভু হর শিব ওমকারা।
ব্রহ্মা বিষ্ণু সদাশিব।
ব্রহ্মা বিষ্ণু সদাশিব।
অর্ধাংগী ধারা ওম জয় শিব ওমকারা।
কর্মধেয চা কামন্দল।
চক্র ত্রিশূল ধার্তা হুম্ম..
জাগ কর্তা জাগ হরতা হুম্ম..
জাগ পালন কর্তা হুম্ম..
ওম জয় শিব ওমকারা।
প্রভু হরি শিব ওমকারা।
ব্রহ্মা বিষ্ণু সদাশিব।
ব্রহ্মা বিষ্ণু সদাশিব।

অর্ধাংগী ধারা ওম জয় শিব ওমকারা।
ত্রিগুণ স্বামিজী কি আরতি
জো কোই জন গাভ হুম্ম..
ও টো শিব ননদ স্বামী হুম্ম..
মনবাঁচইত ফল পাবে হুম্ম..
ওম জয় শিব ওমকারা
প্রভু হর শিব ওমকারা।
প্রভু হরি শিব ওমকারা
ব্রহ্মা বিষ্ণু সদাশিব
ব্রহ্মা বিষ্ণু সদাশিব
অর্ধাংগী ধারা ওম জয় শিব ওমকারা।
ওম জয় শিব ওমকারা
প্রভু হর শিব ওমকারা।
ব্রহ্মা বিষ্ণু সদাশিব
ব্রহ্মা বিষ্ণু সদাশিব
অর্ধাংগী ধারা ওম জয় শিব ওমকারা।
পরিশিষ্ট
আমরা আজকে শুধু ভগবান শিবের আরতি কীর্তন বাংলা লিরিক্স আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা আরো এমন বিভিন্ন দেবী ও দেবতার আরতি মন্ত্র এবং আরতি কীর্তন পেতে চান তাহলে অবশ্যই আপনাদের মতামত আমাদের কমেন্ট করে জানান।
আমাদের এই আরতি কীর্তন আপনাদের সামনে তুলে ধরার ক্ষুদ্র প্রচেষ্টা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার ভাই বন্ধু ও আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করে তাদের পড়ার সুযোগ করে দিন।
কারণ আপনাদের ভালোবাসা ও মতামত পেলেই তবেই আমরা আগের পথে এগিয়ে যাওয়ার সাহস পাব। তাই আপনারা অবশ্যই আপনাদের মতাতমত কমেন্ট করে জানাবেন এবং আমাদের এই পোস্ট বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।