সকল শিব ভক্তদের ওঁম নমঃ শিবায়ঃ। আজকের ব্লগপোস্টে আমরা ভগবান শিবের অষ্টোত্তর শতনাম (108 names of Lord Shiva) বর্ণনা করব। এর আগে আমরা আমাদের ব্লগে ভগবান শিব সম্পর্কিত লেখা গুলির মধ্যে,
শিবরাত্রি কেন পালন করা হয় এবং শিব তান্ডব স্তোত্ৰম আপনাদের সাথে শেয়ার করেছিলাম। হিন্দু সনাতন ধর্মালম্বীরা আমাদের ব্লগ পোস্ট থেকে ভগবান শ্রী কৃষ্ণের অষ্টোত্তর শতনাম, রামভক্ত হনুমানকে নিয়ে লেখা হনুমান চালিশা,
গ্রহরাজের শনি চালিশা, এছাড়াও একাদশী কি ? একাদশী কেন পালন করা হয়, একাদশীর মাহাত্ম্য পড়ে অশেষ পূর্ণ্যের ভাগিদার হতে পারেন। আমরা আমাদের ব্লগ সাইটের উৎসব ক্যাটেগরিটিতে
সুন্দরভাবে হিন্দুধর্মের বিভিন্ন দেবী ও দেবতাদের গুনগান ও মাহাত্ম্য কথা তুলে ধরেছি, আপনারা আমাদের ঠাকুর দেবতা সংক্রান্ত পোস্ট গুলো পঠন ও পাঠন করে অন্তরাত্মাকে শুদ্ধ করে মনের প্রশান্তি লাভ করতে পারেন।
আসুন তাহলে আমরা এখন ভগবান শিবের ১০৮ টি নাম অথাৎ ভগবান শিবের অষ্টোত্তর শতনাম পঠন ও শ্রবণ করে ভগবান শিবের কাছে নিজের মনবাঞ্ছা তুলে ধরি-
শিবের ১০৮ টি নাম বাংলা (108 names of Lord Shiva)
অনাদির আদি নাম রাখিল বিধাতা । [১]
মহাবিষ্ণু নাম রাখে দেবের দেবতা । [২]
জগদগুরু নাম রাখিল মুরারি । [৩]
দেবগণ মোর নাম রাখে ত্রিপুরারি । [৪]
মহাদেব বলি নাম রাখে শচীদেবী । [৫]
গঙ্গাধর বলি নাম রাখিল জাহ্নবী । [৬]
ভাগীরথী নাম রাখি দেব শূলপানি । [৭]
ভোলানাথ বলি নাম রাখিল শিবানী ।[৮]
জলেশ্বর নাম মোর রাখিল বরুণ । [৯]
রাজ রাজেশ্বর নাম রাখে রুদ্রগণ ।। [১০]
নন্দী রাখিল নাম দেবকৃপাসিন্ধু । [১১]
ভৃঙ্গী মোর নাম রাখে দেব দীনবন্ধু । [১২]
তিনটি নয়ন বলি নাম ত্রিলোচন । [১৩]
পঞ্চমুখ বলি মোর নাম পঞ্চানন । [১৪]
রজত বরণ বলি নাম গিরিবর । [১৫]
নীলকণ্ঠ নাম মোর রাখে পরাশর ।[১৬]
যক্ষরাজ নাম রাখে জগতের পতি । [১৭]
বৃষভবাহন বলি নাম রাখে পশুপতি । [১৮]
সূর্য্য দেব নাম রাখে দেব বিশ্বেশ্বর । [১৯]
চন্দ্রলোকে রাখে নাম শশাংকশেখর । [২০]
মঙ্গল রাখিল নাম সর্বসিদ্ধিদাতা । [২১]
বুধগণ নাম রাখে সর্বজীবত্রাতা । [২২]
বৃহষ্পতি নাম রাখে পতিতপাবণ । [২৩]
শুক্রাচার্য্য নাম রাখে ভক্ত প্রাণধন ।[২৪]
শনৈশ্বর নাম রাখে দয়ার আধার । [২৫]
রাহুকেতু নাম রাখে সর্ববিধুহরি । [২৬]
মৃত্যুঞ্জয় নাম মোর মৃত্যুকে জয় করি । [২৭]
ব্রক্ষলোকে নাম মোর রাখে জটাধারী । [২৮]
কাশীতীর্থ ধামে নাম মোর বিশ্বনাথ [২৯]
বদরিকাননে নাম হয় কেদারনাথ । [৩০]
শমন রাখিল নাম সত্য সনাতন । [৩১]
ইন্দ্রদেব নাম রাখে বিপদতারণ ।। [৩২]
পবন রাখিল নাম মহা তেজোময় । [৩৩]
ভৃগুমণি নাম রাখে বাসনা বিজয় ।[৩৪]
ঈশান আমার নাম রাখে জ্যোতিগণ । [৩৫]
ভক্তগণ নাম রাখে বিঘ্ন বিনাশন ।। [৩৬]
মহেশ বলিয়া নাম রাখে দশানন । [৩৭]
বিরূপাক্ষ বলি নাম রাখে বিভীষণ ।[৩৮]
(আরো পড়ুন : গণেশ চতুর্থী কেন পালন করা হয় )
শম্ভুনাথ বলি নাম রাখেন ব্যাসদেব । [৩৯]
বাঞ্ছাপূর্ণকারী নাম রাখে শুকদেব । [৪০]
জয়াবতী নাম রাখে দেব বিশ্বপতি । [৪১]
বিজয়া রাখিল নাম অনাথের পতি। [৪২]
তালবেতাল নাম রাখে সর্ববিঘ্নহর । [৪৩]
মাকর্ণ্ড রাখিল নাম মহা যোগেশ্বর । [৪৪]
শ্রীকৃষ্ণ রাখিল নাম ভুবনঈশ্বর । [৪৫]
ধ্রুবলোকে নাম রাখে ব্রহ্মপরাৎপর । [৪৬]
প্রহ্লাদ রাখিল নাম নিখিলতারণ । [৪৭]
চিতাভষ্ম মাখি গায় বিভুতিভূষণ । [৪৮]
সদাশিব নাম রাখে যমুনা পুণ্যবতী । [৪৯]
আশুতোষ নাম রাখে দেব সেনাপতি । [৫০]
বাণেশ্বর নাম রাখে সনৎকুমার । [৫১]
রাঢ়দেশবাসী নাম রাখে তারকেশ্বর । [৫২]
ব্যাধিবিনাশন হেতু নাম বৈদ্যনাথ । [৫৩]
দীনের শরণ নাম রাখিল নারদ ।। [৫৪]
বীরভদ্র নাম মোর রাখে হলধর । [৫৫]
গন্ধর্ব্ব রাখিল নাম গন্ধর্ব্ব ঈশ্বর ।[৫৬]
অজিরা রাখিল নাম পাপতাশহারী । [৫৭]
দর্পচূর্ণকারী নাম রাখিল কাবেরী । [৫৮]
ব্যাঘ্রার্ণ পরিধান নাম বাঘাম্বর । [৫৯]
বিষ্ণুলোকে রাখে নাম দেব দিগম্বর । [৬০]
কৃত্তিবাস নাম রাখে দেবী ক্যাত্যায়নী । [৬১]
ভূতনাথ নাম রাখে ঋষ্যশৃঙ্গ মুণি ।। [৬২]
সদানন্দ নাম রাখে দেব জনার্দন । [৬৩]
আনন্দময় নাম রাখে শ্রীমধুসূদন । [৬৪]
রতিপতি নাম রাখে মদন-দহন । [৬৫]
দক্ষরাজ নাম রাখে যজ্ঞ বিনাশন । [৬৬]
জগদগ্নি নাম মোর রাখিল গঙ্গেশ । [৬৭]
বশিষ্ঠ আমার নাম রাখে গুড়াকেশ । [৬৮]
পৌলস্ত রাখিল নাম ভবভয়হারী । [৬৯]
গৌতম রাখিল নাম জনমনে হারী । [৭০]
ভৈরবেতে নাম রাখে শ্মশান ঈশ্বর । [৭১]
বটুক ভৈরব নাম রাখে ঘন্টেশ্বর ।। [৭২]
মর্তলোকে নাম রাখে সর্বপাপহর । [৭৩]
জরৎকারু মোর নাম রাখে যোগেশ্বর । [৭৪]
কুরুক্ষেত্রে রণস্থলে পামবরদ্বারী । [৭৫]
ঋষীগণ নাম রাখে মুণি মনোহারী । [৭৬]
ফণিভূষণ নাম মোর রাখিল বাসুকী । [৭৭]
ত্রিপুরে বধিয়া নাম হইল ধানুকী । [৭৮]
উদ্দীলক নাম রাখে বিশ্বরূপ মোর [৭৯]
অগস্ত্য আমার নাম রাখিল শংকর । [৮০]
দক্ষিণ দেশেতে নাম হয় বালেশ্বর । [৮১]
সেতু বন্ধে নাম মোর হয় রামেশ্বর । [৮২]
হস্তিনা নগরে নাম দেব যোগেশ্বর । [৮৩]
ভরত রাখল নাম উমা মহেশ্বর । [৮৪]
জলস্বর নাম রাখে করুণা সাগর । [৮৫]
মম ভক্তগণ বলে সংসারের সার । [৮৬]
ভদ্রেশ্বর নাম মোর রাখে বামদেব । [৮৭]
চাঁদ সদাগর রাখে নাম হয়গ্রীব । [৮৮]
জৈমিনি রাখিল নাম মোর ত্র্যম্বকেশ । [৮৯]
ধন্বন্তরি মোর নাম রাখিল উমেশ । [৯০]
দিকপাল গণে নাম রাখিল গিরীশ । [৯১]
দশদিক পতি নাম রাখে ব্যোমকেশ । [৯২]
দীননাথ নাম মোর কশ্যপ রাখিল । [৯৩]
বৈকুণ্ঠের পতি নাম নকুল রাখিল । [৯৪]
কালীঘাটে সিদ্ধপাটে নকুল ঈশ্বর । [৯৫]
পুরীতীর্থ ধামে নাম ভুবন ঈশ্বর । [৯৬]
গোকুলেতে নাম মোর হয় শৈলেশ্বর । [৯৭]
মহাযোগী নাম মোর রাখে বিশ্বম্ভর । [৯৮]
(আরো পড়ুন : কোজাগরী লক্ষী পূজা কেন পালন করা হয় )
কৃপানিধি নাম রাখে রাধাবিনোদিনী । [৯৯]
ওঁকার আমার নাম রাখে সান্দীপানি ।। [১০০]
ভক্তের জীবন নাম রাখেন শ্রীরাম । [১০১]
শ্বেত ভুধর নাম রাখেন ঘনশ্যাম ।। [১০২]
বাঞ্ছাকল্পতরু নাম রাখে বসুগণ । [১০৩]
মহালক্ষী রাখে নাম অশিব নাশন । [১০৪]
অল্পেতে সন্তোষ বলি নাম যে সন্তোষ । [১০৫]
গঙ্গজল বিল্বদলে হই পরিতোষ ।। [১০৬]
ভাঙ্গরভোলা নাম বলি ডাকে ভক্তগণ । [১০৭]
বুড়োশিব বলি খ্যাত এই ত্রিভুবন ।। [১০৮]
অসংখ্য আমার নাম না হয় বর্ণন ।
অষ্টোত্তর শতনাম করিনু কীর্তন ।।

অবশ্যই পড়ুন : শ্রাবণ মাসে প্রতি সোমবার শিবের মাথায় জল ঢালা হয় কেন।
শিবের অষ্টোত্তর শতনাম জপ করার ফলাফল
অষ্টোত্তর -শতনাম করিনু কীর্ত্তন ।
ইহাতে সন্তষ্ট আমি রহি সর্ব্বক্ষণ ।
।এই স্তবে স্তুতিবাদ যেই জন করে ।
নিয়ত সন্তষ্ট আমি তাহার উপরে ।।
সংসারে অনাথ কিংবা দরিদ্র যে জন ।
ভক্তিভরে যদি ইহা করে অধ্যয়ন ।।
দারিদ্র্য তাহার আর কভু নাহি রয় ।
সুখেতে কাটায় কাল জানিবে নিশ্চয় ।।
শোক তাপ নাহি রহে সংসারে তাহার ।
পূণশ্লোক বলি হয় জগতে প্রচার ।।
এত কহি মহেশ্বর মৌনভাব ধরে ।
শুনিয়া সকলে ভাসে আনন্দ সাগরে ।।
হর-গৌরীপদে নতি করে সর্ব্বজন ।
সভাভঙ্গ করি তবে প্রভু পঞ্চানন ।।
ভবানী সহিতে পরে উঠি বৃষোপরে ।
চলিলেন মহাসুখে কৈলাস নগরে ।।
শ্রোতা যত হয় সবে আনন্দে মগন ।
আপন আপন বাসে করিলা গমন ।।
জয় জয় দেব দেব জয় মহেশ্বর ।
তব পদে মতি যেন রহে নিরন্তর ।।
শিবের অষ্টোত্তর শতনাম গান
শিবের অষ্টোত্তর শতনাম pdf download
আমরা আপনাদের কথা মাথায় রেখে শিবের অষ্টোত্তর শতনাম pdf তৈরী করার কথা ভাবনা চিন্তা করছি। আপনাদের কারো যদি শিবের অষ্টোত্তর শতনাম pdf এর দরকার হয়,
তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। আমরা আপনাদের কথা মাথায় রেখে খুব অল্পদিনের মধ্যেই শিবের অষ্টোত্তর শতনাম pdfdownload লিংক শেয়ার করে দেব।
পরিশিষ্ট
শিবের অষ্টোত্তর শতনাম আর্টিকেলটিতে আমরা শিবের ১০৮ টি নাম আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের শিবের অষ্টোত্তর শতনাম আর্টিকেলটি পাঠ করে কেমন লাগল অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।
সবশেষে এটুকুই বলব একজন প্রকৃত হিন্দু এবং ভোলেবাবার ভক্ত হিসাবে শিবের অষ্টোত্তর শতনাম লেখাটি আপনার ভাই বন্ধু ও আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করে তাদের পড়ার সুযোগ করে দিন।
সৃয়রে পুজার বই এর নাম কি
Please make pdf for this