ইয়োহানি ডে সিলভা (মানিকে মাগে হিঠে ) জীবনী বাংলা (Yohani De Silva (Manike Mage Hithe) Biography Bangla )

সম্প্রতি নেট দুনিয়ায় মানিকে মাগে হিঠে গানটির লিরিক ০৮ থেকে ৮০ সবার মন কেড়েছে। গানটির অর্থ না বোঝা গেলেও গানের লিরিক মনে দাগ কেটেছে সবার।

এখন নেট দুনিয়ায় একটাই প্রশ্ন মানিকে মাগে হিঠে গানের গায়িকা কে ? তাই আজকে আমরা এখন জানব নেট দুনিয়ায় ভাইরাল হওয়া

মানিকে মাগে হিঠে গায়িকা ইয়োহানি ডে সিলভার জীবনী বাংলা ( Yohani De Silva (Manike Mage Hithe) Biography Bangla) ভাষায়।

পাড়ার রকে,চায়ের দোকানে ছেলে ছোকরা সকলের মুখে একটাই গুন্গুনানী মনিকা মাগে হিঠে। কথায় আছে সুরের কোনো দেশ হয়না সুর তার আপন ছন্দে

দেশ বিদেশের ভাষার গন্ডি পেড়িয়ে ঠিক জায়গায় শ্রোতাদের মনে বাসা করে নেয়। ঠিক তেমনটাই দেখা যাচ্ছে মানিকে মাগে হিঠে গানটির গুনগুনানিতে।

গানের ভাষা অর্থ না বুঝতে পারলেও মানিকে মাগে হিঠে গানের গুন গুন্ আওয়াজ এখন সকলের মুখে। সম্প্রতি বলিউড কিং অমিতাভ বচ্চন

তার ব্যক্তিগত টুইটার হ্যান্ডেলে মানিকে মাগে হিঠে, Yohani De Silva (Manike Mage Hithe) গানটির লিরিকের জন্য শিল্পীর প্রশংসা করে বলেছেন গানটি তার খুব ভালো লেগেছে ।

Table of Contents

মানিকে মাগে হিঠে গানের গায়িকা কে (Manike Mage Hithe Singer)


ভাষার অর্থ না বুঝেও সম্প্রতি সিংহলি ভাষায় লেখা মানিকে মাগে হিঠে (Manike Mage Hithe) গানটি নেট দুনিয়ায় এখন সুপার হিট।

নেট মহলে সমালোচকদের মনে এখন একটাই প্রশ্ন মানিকে মাগে হিঠে গানের গায়িকা কে ? মানিকে মাগে হিঠে গানের গায়িকা হলেন ইয়োহানি ডে সিলভা (Yohani De Silva),

ইয়োহানি ডে সিলভা একজন শ্রীলঙ্কান মহিলা র‍্যাপ গায়িকা। যিনি সম্প্রতি নিজের লেখা সিংহলি ভাষার গান মানিকে মাগে হিঠে গেয়ে নেট দুনিয়ায় ক্রাশ খাচ্ছেন ।

মানিকে মাগে হিঠে গায়িকা ইয়োহানি ডে সিলভার জীবনী বাংলা
মানিকে মাগে হিঠে গায়িকা ইয়োহানি ডে সিলভার জীবনী বাংলা

সিংহলি ভাষার মানিকে মাগে হিঠে এর বাংলা অনুবাদ (Manike Mage Hithe Bangla meaninig) করলে তা অর্থ হয়  “তুমি আমার নয়নমনি। “

অবশ্যই পড়ুন : কমেডি কিং কপিল শর্মার জীবনী। 

Manike Mage Hithe Singer Yohani De Silva wikipedia Bio age Bangla


এখন পর্যন্ত Manike Mage Hithe Singer Yohani De Silva wikipedia Bio age Bangla পাতায় মানিকে মাগে হিঠে গায়িকা ইয়োহানি ডে সিলভার জীবনী বাংলার পাতা এখন পর্যন্ত তৈরী করা হয়নি।

তবে ভবিষ্যতে হয়তো Manike Mage Hithe Singer Yohani De Silva wikipedia Bio age Bangla পাতাটি তৈরী করা হতে পারে।

তাই আমরা এখানে Manike Mage Hithe Singer Yohani De Silva wikipedia Bio age Bangla তে সামান্য কিছু তথ্য আপনাদের জন তুলে ধরলাম।

Manike Mage Hithe Singer Yohani De Silva wikipedia Bio age Bangla

আসল নাম ইয়োহানি ডে সিলভা (Yohani De Silva)
ডাক নাম ইয়োহি (Yohi)
সেলিব্রিটি হিসাবে তার নাম ইয়োহানি (Yohani)
জন্ম তারিখ ৩০ সে জুলাই ১৯৯৩ সাল
বয়স ২০২১ সালে তার বর্তমান বয়স ২৮ বছর।
জন্মস্থান  শ্রীলঙ্কা,কলোম্ব
বর্তমান নিবাস শ্রীলঙ্কার,কলোম্বতে থাকেন।
জাতীয়তা শ্রীলঙ্কান নাগরিক
পেশা র‍্যাপার,গায়িকা,মডেলিং,অভিনয়
ধর্ম ক্যাথেলিক খ্রিস্টান ধর্ম
পছন্দের খাবার চকলেট এবং পির্জা

Yohani De Silva Family ( ইয়োহানি ডে সিলভার পরিবার )

বাবার নাম প্রসন্ন ডে সিলভা (Prasanna De Silva)
মায়ের নাম দিনাথী ডে সিলভা (Dinithi De Silva)
বোনের নাম শিভেন্দ্রি ডে সিলভা (Shavindri De Silva)
হাসবেন্ডের নাম অবিবাহিত (Unmarraid)
বয়ফ্রেন্ডের নাম এখনো কোনো বয়ফ্রেন্ড নেই।

Yohani De Silva Physical Hight,wait (ইয়োহানি ডে সিলভার শারীরিক দক্ষতা)

শারীরিক উচ্চতা ০৫ ফুট ০৪ ইঞ্চি।
ওজন ৫৮ কেজির কাছাকছি।
চোখের রং কালো
চুলের রং কালো এবং হালকা বাদামী

অবশ্যই পড়ুন : সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবনী। 

মানিকে মাগে হিঠে গায়িকা ইয়োহানি ডে সিলভার জীবনী বাংলা [ Yohani De Silva(Manike Mage Hithe)Biography Bangla]


সম্প্রতি নেট দুনিয়ায় প্রতিটি মানুষের সোশ্যাল একাউন্টে ডিসপ্লে হচ্ছে শ্রীলঙ্কান মহিলা গায়িকা ইয়োহানি ডে সিলভার মানিকে মাগে হিঠে গানটি।

২৮ বছরের ছোট মিষ্টি চেহেরার শ্রীলঙ্কান র‍্যাপ গায়িকা ইয়োহানি ডে সিলভাকে রোড কোম্পানির মাইক হাতে মানিকে মাগে হিঠে গানটি গাইতে দেখা যাচ্ছে।

মানিকে মাগে হিঠে গান দিয়েই রাতারাতি এখন তিনি সুপারস্টার। গানের লিরিক ভালো লাগায় গানের মানে না বুঝেই সকলের মুখে ভাইরাল গুনগুনানি এখন মানিকে মাগে হিঠে।

যাইহোক ইয়োহানি ডে সিলভার মানিকে মাগে হিঠে গানের কথার মানে নাই বা বোঝা গেল,কিন্তু তার মানিকে মাগে হিঠে গানের কথার সুরের জাদুতে সবাই এখন তার ক্রাশ ।

ইয়োহানি ডে সিলভার মানিকে মাগে হিঠে গানতো শোনা হল,চলুন তাহলে মানিকে মাগে হিঠে গায়িকা ইয়োহানি ডে সিলভার জীবনী বাংলা ভাষার মধ্যে দিয়ে ঢুঁ মেরে আসা যাক।

ইয়োহানি ডে সিলভার জীবনী বাংলা (Yohani De Cilva Biography Bangla)

২৮ বছরের শ্রীলঙ্কান মডেল র‍্যাপার,গায়িকা, ইয়োহানি ডে সিলভার জন্ম হয় শ্রীলঙ্কার কলোম্ব শহরে। ইয়োহানি ডে সিলভার বাবা প্রসন্ন ডে সিলভা একজন অবসরপ্রাপ্ত শ্রীলঙ্কান সেনা অফিসার।

ইয়োহানি ডে সিলভার মা দিনাথী ডে সিলভা শ্রীলঙ্কান এয়ার লাইন্সের একজন এয়ার হোস্টেস ছিলেন। ইয়োহানি ডে সিলভা খ্রিস্টান ধর্মের লোক তিনি ক্যাথেলিক খ্রিস্টান ধর্ম অনুসরণ করেন।

বাবা,মা ও ছোট বোনকে নিয়ে ইয়োহানি ডে সিলভার পরিবারের সদস্য সংখ্যা হল ০৪ জন। ইয়োহানি ডে সিলভার বোনের নাম হল শিভেন্দ্রি ডে সিলভা, ইনি বর্তমানে UK তে ডাক্তারি পড়ছেন।

ইয়োহানি ডে সিলভার শিক্ষাজীবন (Yohani De Cilva Education)

মানিকে মাগে হিঠে গায়িকা ইয়োহানি ডে সিলভা তার স্কুল স্তরের পড়াশোনা শেষ করেন কলোম্ব শহরের বিশাখা কলেজ থেকে। তারপর তিনি স্নাতক স্তরের ডিগ্রি নেওয়ার জন্য

বিজ্ঞান বিষয় নিয়ে স্যার জোন কোতোয়ালে ডিফেন্স বিশ্ববিদ্যলয়ে ভর্তি হন। সেখান থেকে তিনি বিজ্ঞান বিভাগের লজিস্টিক শাখায় স্নাতক ডিগ্রি পাস করেন।

মানিকে মাগে হিঠে গায়িকা ইয়োহানি ডে সিলভার সংগীত শিল্পী হিসাবে প্রারম্ভিক জীবন (Manike Mage Hithe Singer Yohani De Silva Singing life)

জীবনের শুরু থেকেই মানিকে মাগে হিঠে গায়িকা ইয়োহানি ডে সিলভার সংগীত নিয়ে একটা ঝোঁক ছিল প্রবল । পড়াশোনার অপেক্ষা সংগীত চর্চাতেই রুচি ছিল বেশি।

ইয়োহানি ডে সিলভার বাবা প্রসন্ন ডে সিলভার সেনার চাকুরীতে অধিকাংশ সময় বাইরে জীবন কাটাতে হত। তিনি ভাবতেন বাবা হিসাবে একজন উপযুক্ত অভিভাবভকের শাষন ও রেখদেখ করতে না পাওয়ায়

মেয়েটার পড়াশোনা বুঝি গোল্লায় গেল, মেয়ের আর লেখাপড়া হবেনা। যাই হোক সংগীত প্রেমী শ্রীলঙ্কান তরুণী ঠিক করলেন তবে আর পড়াশোনা করে কাজ নেই। 

জীবনে পড়াশোনা করেই সফল হতে হবে এমনতো কোনো মানে নেই,তাই তিনি পড়াশোনার পাঠ চুকিয়ে দিয়ে সংগীতকেই জীবনের অঙ্গ হিসাবে বেছে নিলেন।

ছোটথেকেই ইয়োহানি ডে সিলভার সংগীত এবং বাদ্যযন্ত্রে প্রেম ছিল। তাই তিনি কেরিয়ারের শুরুতে সংগীত চর্চার পাশাপাশি বিদেশ থেকে বিভিন্ন বাদ্যযন্ত্র এনে

শ্রীলঙ্কার বাজারে বিক্রি করতে লাগলেন,আবার শ্রীলঙ্কার থেকে বিভিন্ন ধরণের লোকাল বাদ্যযন্ত্র গুলো বিদেশে রপ্তানি করতে লাগলেন।

কিন্তু শুধুমাত্র বাদ্যযন্ত্রের ব্যবসা করে ইয়োহানি ডে সিলভার মন ভরছিলনা। তাই তিনি বাদ্যযন্ত্রের সাথে সাথে সংগীতের আঙ্গিকে নিজেকে গড়ে তোলার কথা চিন্তা ভাবতে শুরু করলেন।

সময় অবসানের পর ২০১৬ সালে ইয়োহানি তার নিজের নাম ‘ইয়োহানি’ (Yohani) দিয়েই গানের একটি ইউটিউব চ্যানেল খুলেন।

সেখানে তিনি তার নিজের গলার গাওয়া গানের ভিডিও আপলোড করতে থাকেন। ইয়োহানি ডে সিলভা বিগত ০৪ বছর ধরে ইউটিউবে চ্যানেলে

মানিকে মাগে হিঠে গায়িকা ইয়োহানি ডে সিলভার জীবনী বাংলা
মানিকে মাগে হিঠে গায়িকা ইয়োহানি ডে সিলভার জীবনী বাংলা

ভালোবেসে গানের ভিডিও পোস্ট করলেও সেরকমভাবে ইউটিউব চ্যানেলে দিয়ে সংগীত জগতে কোনো বিশেষ সফলতা হাসিল করতে পারেননি।

ইয়োহানি ডে সিলভার সংগীত শিল্পী হিসাবে সফলতা 

ইউটিউবার সংগীত শিল্পী হিসাবে কোনো সফলতা না পাওয়ায় তিনি ঠিক করেন নিজেই গান লিখে কম্পোস করে তারপর নিজের গলাতেই গান গাইবেন।

এরপর তিনি ২০২০ সালে নিজের লেখা প্রথম গান ‘আয়ে'(Aaye) রিলিজ করেন। গানটি তার ‘ইয়োহানি’ (Yohani) ইউটিউব চ্যানেলে রিলিজ হতেই দর্শকমহলে সাড়া জাগায়। 

প্রথমবার তার নিজের লেখা,নিজের গলায় গাওয়া গান ‘আয়ে'(Aaye) ‘ইয়োহানি’ (Yohani) ইউটিউব চ্যানেলে ১৫ লক্ষের বেশি ভিউ পায়।

এরপর মানিকে মাগে হিঠে গায়িকা ইয়োহানি ডে সিলভা একই বছর ২০২০ সালে শ্রীলঙ্কান পপস্টার Chamath Sangeeth এর সঙ্গে যৌথ কণ্ঠে ‘সীতা দাওনা’ তার দ্বিতীয় গানটি রিলিজ করেন।

এইভাবে জীবনে সফলতার সিড়িতে পা দিয়ে ইয়োহানি ডে সিলভা আরো ২০২০ সালের ডিসেম্বর মাসে আরো একবার তার তৃতীয় গান ‘Rawwath Dasin’ রিলিজ করেন। 

এইভাবে একটু একটু করে শ্রীলঙ্কান সংগীত শিল্পী ইয়োহানি ডে সিলভা সংগীতের ভুবনে তার মানুষের মনে নিজের জায়গা পাকা করে নিচ্ছিল।

সেই বছরই ২০২০ সালে ডিসেম্বরে ইয়োহানি ডে সিলভা মেরি ক্রিসমাস স্পেশাল তার চতুর্থ গান ‘মেরি ক্রিসমাস’ রিলিজ করেন। 

অবশ্যই পড়ুন : নিউজ আঙ্কোর অর্ণব গোস্বামীর জীবনী।

ভাইরাল মানিকে মাগে হিঠে গায়িকা ইয়োহানি ডে সিলভা

একটু একটু করে গানের ভুবনে মানিকে মাগে হিঠে গায়িকা ইয়োহানি ডে সিলভা তার জায়গা পাকা করে নিচ্ছিল ঠিকই,কিন্তু নেট জগতে সেভাবে তার পরিচয় তখনো তৈরী হয়নি।

কিন্তু ২০২১ সালে ২২ মে ইয়োহানি ডে সিলভার মানিকে মাগে হিঠে গানটি অসম্ভব ভাইরাল হয়ে যায়। আজকে তার মানিকে মাগে হিঠে সিংহলি ভাষার শ্রীলঙ্কান গান,

ভারত উপমহাদেশ ছাড়াও বাংলাদেশ নেপাল সহ বিভিন্ন দেশে তুমুল ভাইরাল হচ্ছে। গানের ভাষা যাই হোকনা কেন মানিকে মাগে হিঠের গুনগুনানি এখন কিন্তু সকলের মুখেই।

তাইতো দর্শক ডিমান্ডে ইয়োহানি ডে সিলভার মানিকে মাগে হিঠে গানটি ভারত সহ বিভিন্ন দেশের বিভিন্ন ভাষায় লিরিক বার করা হচ্ছে।

মানিকে মাগে হিঠে গানের বাংলা লিরিক ভিডিও ( Manike Mage Hithe song Bangla liric)

আমরা এখানে মানিকে মাগে হিঠে গানের বাংলা লিরিক ভিডিও আপলোড করলাম আশা করি আপনারা উপভোগ করবেন।

আরো কতগুলি মানিকে মাগে হিঠে গানের বাংলা লিরিক ভিডিও (manike mage hithe bengali liryic)

মানিকে মাগে হিঠে গানের লিরিক ভিডিও (manike mage hithe bengali verson liryic)

মানিকে মাগে হিঠে গানের বাংলা বাউল লিরিক ভিডিও (manike mage hithe bengali boul video lyric)

মানিকে মাগে হিঠে গায়িকা ইয়োহানি ডে সিলভার মানিকে মাগে হিঠে গানের কথা 

আপনাদের সুবিদার্থে মানিকে মাগে হিঠে গানের কথা গুলো তুলে ধরা হল একবার সিংহলি ভাষার গান মানিকে মাগে হিঠে গানের কথা গুলি পড়ে দেখবেন নাকি ?

ম্যানিকে মাগে হিঠে

মোদু্ এ নুরা হাংগুমে ইয়াবি,অ্যাবি লেবি

নেড়িয়ে নুম্বে নাগে,

মাগে নিন নেহা মেহা ইয়াবি,সিহি বেবি

মা হিতা লাঙ্গমা দেবাতেনা

উরু প্রমেকে প্যাটেলনা

উয়ানারী মনহারী সুকুমালি নুম্বা তামা

হিতা লাঙ্গমা দেবাতেনা

উরু প্রমেকে প্যাটেলনা

উয়ানারী মনহারী সুকুমালি নুম্বা তামা

হিতা লাঙ্গমা দেবাতেনা

উরু প্রমেকে প্যাটেলনা

উয়ানারী মনহারী সুকুমালি নুম্বা তামা,

হিতা লাঙ্গমা দেবাতেনা

উরু প্রমেকে প্যাটেলনা

উয়ানারী মনহারী সুকুমালি নুম্বা তামা

ম্যানিকে মাগে হিতে

মোদু্ এ নুরা হাংগুমে ইয়াবি অ্যাবি লেবি

নেড়িয়ে নুম্বে নাগে

মাগে নিন নেহা মেহা ইয়াবি,সিহিবেবি ,

মা হিতা লাঙ্গমা দেবাতেনা

উরু প্রমেকে প্যাটেলনা

উয়ানারী মনহারী সুকুমালি নুম্বা তামা

হিতা লাঙ্গমা দেবাতেনা

উরু প্রমেকে প্যাটেলনা

উয়ানারী মনহারী সুকুমালি নুম্বা তামা

ম্যানিকে মাগে হিতে

মোদু্ এ নুরা হাংগুমে ইয়াবি অ্যাবি লেবি

পরিশিষ্ট


মানিকে মাগে হিঠে গায়িকা ইয়োহানি ডে সিলভার জীবনী বাংলাতে আমরা মানিকে মাগে হিঠে গায়িকা ইয়োহানি ডে সিলভার জীবনী বাংলা আলোচনার মাধ্যমে,

ইয়োহানি ডে সিলভার সামান্যতম পরিচয়টুকু তুলে ধরার চেষ্টা করলাম। ভবিষ্যতে হয়ত মানিকে মাগে হিঠে গায়িকা ইয়োহানি ডে সিলভার জীবনী নিয়ে

Manike Mage Hithe Singer Yohani De Silva wikipedia Bio age Bangla পাতাটি লেখা হবে,তখন আপনারা শ্রীলঙ্কান তরুণী  ‘র‍্যাপার প্রিন্সেস’ ইয়োহানি ডে সিলভার জীবনী

আরো বিস্তারিত ও বিশ্লেষণের মাধ্যমে জানতে পারবেন। আমরা গান প্রেমী মানুষ হিসাবে এটুকুই কামনা করব ভবিষ্যতে মানিকে মাগে হিঠে গায়িকা ইয়োহানি ডে সিলভা আরো অনেক বড় গায়িকা হোক।

ততদিন মানিকে মাগে হিঠে গায়িকা ইয়োহানি ডে সিলভার (Yohani De Silva (Manike Mage Hithe) Biography Bangla) নতুন গানের অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন সবাই,ধন্যবাদ।

এই আর্টিকেল গুলোও পড়ে দেখুন-
5/5 - (1 vote)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here