ভাতৃ দ্বিতীয়ায় ভাই ফোঁটার শুভেচ্ছা বাংলা (Bharti Ditiyar Suvechha Sms Bangla)

ভাই বোনের মধুর সম্পর্কের প্রতিটি ছোঁয়ায় রয়েছে অমৃতসম ভালোবাসার পরশ। রাখী বন্ধনের ন্যায় ভাই ফোঁটার শুভেচ্ছা বার্তা কবিতা স্ট্যাটাস গুলো মনে করিয়ে দেয়,

ভাতৃ দ্বিতীয়ায় ভাই বোনেদের মিলন মেলা। ভাইফোঁটার দিনে,দিদি বোনেরা,দাদা ও ভাইদের কপালে চন্দনের ফোঁটা পড়িয়ে দাদা ও ভাইদের জন্য মঙ্গল ব্রত রাখেন।

‘নানা ভাষা,নানা বিধি,নানা পরিধান বিবিধের মাঝে দেখ মিলন মহান।’ এরকম নানা ভাষার মাঝে নানান ধর্মের মধ্যে ভিন্ন ভিন্ন বৈচিত্রের ছোঁয়া রয়েছে আমাদের ভারতবর্ষে।

তাই ভাইফোঁটাকে ভারতে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে সম্বোধন করা হয়। তাই ভাইফোঁটাকে কোথাও ভাইদুজ,ভ্রাতৃদ্বিতীয়া,আবার কোথাও যমদ্বিতীয়া বলা হয়।

তাইতো ভাইফোঁটার দিনে ভাইবোনেরা মুঠোফোনে ভাইফোঁটার শুভেচ্ছা বার্তা কবিতা স্ট্যাটাস পাঠিয়ে ভাতৃদ্বিতীয়ার খুশি সবার সাথে ভাগ করে,সবার মাঝে অনাবিল আনন্দের ছোঁয়া পৌঁছে দেয়।

 ভাই ফোঁটার শুভেচ্ছা বার্তা কবিতা স্ট্যাটাস (Bhaifonta Sms)

ভাই দ্বিতীয়ার দিনে ভাইরা বোনেদের থেকে চন্দনের ফোঁটা কপালে নিয়ে ভাইফোঁটা পড়ে। ভাইফোঁটার দিনে সবার কথা ভেবে কতগুলো ভাইফোঁটার শুভেচ্ছা বার্তা কবিতা স্ট্যাটাস আপনাদের জন্যে শেয়ার করা হল।

অবশ্যই পড়ুন : শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা sms 

০১.ভাইফোঁটার শুভেচ্ছা বার্তা কবিতা স্ট্যাটাস (Bhai fontar Suvechha sms)

আজ হল ভাই ফোঁটা

বরণ ডালা সাজাব মোরা 

ভাইয়ের কপালে পড়িয়ে ফোঁটা 

যম দুয়ারে দেব কাঁটা। 

ভাই আমার মনের মত 

থাকিস ভাই তুই অক্ষত। 

সকলকে ভাইফোঁটার শুভেচ্ছা। 

 

০২. ভাইফোঁটার শুভেচ্ছা বার্তা কবিতা স্ট্যাটাস (Bhai fontar Suvechha sms)

পুব আকাশে সূর্য হাসে 

মন ভরেছে খুশির রাশে, 

ভাই দ্বিতীয়ার শুভ ক্ষনে 

পড়াব ফোঁটা ভাইয়ের কপালে। 

সকলকে শুভ ভাইফোঁটার শুভেচ্ছা। 

০৩. ভাইফোঁটার শুভেচ্ছা বার্তা কবিতা স্ট্যাটাস (Bhai fontar Suvechha sms)

ভাইবোনের মাদুর্য্যতাই 

বাড়ি জুড়ে তাই খুশির রোশনাই। 

ভাই দ্বিতীয়ায় আমার কামনা 

পূরণ হোক ভাই তোর সকল বাসনা। 

সকলকে শুভ ভাইফোঁটা। 

০৪. ভাইফোঁটার শুভেচ্ছা বার্তা কবিতা স্ট্যাটাস (Bhai fontar Suvechha sms)

ভাই ফোঁটার শুভেচ্ছা বার্তা কবিতা স্ট্যাটাস

ভাইয়েদের ভালোবাসায় 

বোনেদের সিন্গ্ধতায়। 

গুরুজনদের আশীর্বাদে 

সকল ভাইবোন থাকুক সুবাদে। 

সকল ভাইবোনকে শুভ ভাইফোঁটা। 

০৫. ভাইফোঁটার শুভেচ্ছা বার্তা কবিতা স্ট্যাটাস (Bhai fontar Suvechha sms)

ভাই হারা বোনদের কষ্ট কি ?

ভাই হারানো বোনই জানে। 

কাছে থেকেও কেউ নেই

মনের ব্যাথা সে মনই জানে। 

আজ ভাই দ্বিতীয়ার শুভ দিনে 

থাকতি যদি ভাই আজ অঙ্গনে 

ভাইফোঁটা দিতাম পরম যতনে। 

সকল ভাই বোনেরা ভালো থেকো। 

অবশ্যই পড়ুন : শুভ জামায় ষষ্ঠীর শুভেচ্ছা বার্তা কবিতা sms 

ভাতৃ দ্বিতীয়ার শুভেচ্ছা sms 

ভাতৃ দ্বিতীয়ার শুভক্ষণে ভাইবোনদের মিষ্টি মধুর সম্পর্ককে আরো সুমধুর করে তুলুন ভাইবোনদের  ভাতৃ দ্বিতীয়ার শুভেচ্ছা sms পাঠিয়ে।

০১. ভাতৃ দ্বিতীয়ার শুভেচ্ছা sms 

ভাই ফোঁটার মিষ্টি সকালটা 

যেন না হয় শেষ। 

ভাইবোনদের খুনসুটিতে 

যম দুয়ারে কাঁটা বিছিয়ে 

ভাই দ্বিতীয়ার দিনটা হোক

সবার কাছে বেস্ট।

সকল ভাইবোনদের ভাই দ্বিতীয়ার শুভেচ্ছা। 

 

০২. ভাতৃ দ্বিতীয়ার শুভেচ্ছা sms 

কর্মের তাগিদে প্রবাসী আমি 

ভাই ফোঁটায় যাওয়া হয়নি। 

Whats app আর sms এ 

শুভেচ্ছা জানায় দিদি তোমাকে। 

ভালো থেকো দিদি,শুভ ভাইফোঁটা। 

০৩. ভাতৃ দ্বিতীয়ার শুভেচ্ছা sms 

ভাইয়ের কপালে দিলাম ফোঁটা 

ভাই হল আমার সোনার বাটা। 

নেইতো আজ ভাই কাছে,

দূর থেকেই বলছি তাই 

সামনে বছর ভাই ফোঁটাতে 

তোর আসা চাই চাই। 

০৪. ভাতৃ দ্বিতীয়ার শুভেচ্ছা sms 

ধান,দূর্বা নিয়ে হাতে

বরণ ডালা সাজিয়ে পাতে 

উলু রবে,প্রদীপ জ্বালিয়ে 

পড়াব ফোঁটা ভাইয়ের কপালে। 

সকলকে শুভ ভাইফোঁটা। 

০৫. ভাতৃ দ্বিতীয়ার শুভেচ্ছা sms 

ভাইবোনের মিষ্টি মধুর ভালোবাসায় 

ভালোবাসাটা হোক ভীষণ দামি। 

ভাই ফোঁটার শুভক্ষণে একটাই কথা বলি,

বজায় থাকুক ভাইবোনের মাঝের খুনসুটি। 

উৎসব আশীর্বাদে  ভাইবোনের মধ্যে বিশ্বাসটা থাকুক খাঁটি। 

শুভ ভাই দ্বিতীয়ার শুভেচ্ছা। 

 

অবশ্যই পড়ুন : বাংলা নবর্ষের শুভেচ্ছা বাণী। 

যম দ্বিতীয়ার শুভেচ্ছা বার্তা 

যম দ্বিতীয়ার দিনে ভাইবোনদের ভালোবাসার সান্নিধ্যে যম দ্বিতীয়ার শুভেচ্ছা বার্তায় সকল ভাইবোনদের মিষ্টি মধুর সম্পর্ক হয়ে উঠুক আরো সুন্দর।

০১. যম দ্বিতীয়ার শুভেচ্ছা বার্তা

ভাতৃ দ্বিতীয়ার মত শুভদিনের শুভক্ষণে

প্রতিটি ভাই বোনের ভালোবাসার বন্ধন

হয়ে উঠুক অপরূপ সুন্দর ও প্রাণ বন্তময়। 

সকল ভাইবোনেদর জানায় শুভ ভাই দ্বিতীয়ার শুভেচ্ছা । 

০২.যম দ্বিতীয়ার শুভেচ্ছা বার্তা

পুব আকাশের সূর্য হেঁসে

বলছে দেখ কানে কানে 

ভাই দ্বিতীয়ায় ভাইফোঁটা আজ

বোন দেবে ফোঁটা ভাইয়ের কপালে। 

০৩.যম দ্বিতীয়ার শুভেচ্ছা বার্তা

ভাই বোনের সম্পর্কের মধুর বন্ধন 

অটুটু থাকুক সারা জীবন। 

বোনের পড়ানো ভাই ফোঁটায় 

 দুঃখ বাধা যাক যমের দুয়ার।

সকলকে শুভ ভাইফোঁটা। 

০৪.যম দ্বিতীয়ার শুভেচ্ছা বার্তা

ভাই ফোঁটার পূর্ণ্য লগনে 

দিলাম ফোঁটা তোকে অনেক যতনে। 

ভাই বোনের এই মিষ্টি বাঁধন 

অটুটু থাকুক সারাটা জীবন। 

০৫.যম দ্বিতীয়ার শুভেচ্ছা বার্তা

বরাত দিয়ে বলল দিদি

ইলিশ মাছ আনবি আজি। 

পাত রবে আজ ,পদে ভরা,

দই সন্দেশ আর পাঁপড় ভাজা। 

রসিক বাঙালি পেটুক রোজ 

ভাই দ্বিতীয়ার হোক তবে ভূরিভোজ। 

 ভাই দ্বিতীয়ার শুভেচ্ছা বার্তা কবিতা sms 

ভাই দ্বিতীয়ার দিনে দিদি বোনেরা সমবেত হয় ভাইদের কপালে ভাইফোঁটা দেওয়ার জন্য। ভাইফোঁটার মধ্যে অন্তনিহিত রয়েছে ভাই দিদির ভালোবাসা মায়ের স্নেহ আরো কত কি।

০১. ভাই দ্বিতীয়ার শুভেচ্ছা বার্তা কবিতা sms

ভাই পড়েছে পাঞ্জাবী,আমি পড়েছি শাড়ি 

লুচি পায়েস মন্ডা মিঠাই রয়েছে রকমারি। 

দীপ জ্বালিয়ে শঙ্খ বাজিয়ে করব আশীর্বাদ 

ভাই যেন থাকে ভালো ,যমের মুখ হোক কালো। 

শুভ ভাইফোঁটা সকলকে। 

০২. ভাই দ্বিতীয়ার শুভেচ্ছা বার্তা কবিতা sms

সব টুকু সাধ্য দিয়ে ইচ্ছে হয়

পূরণ করি তোর সকল আবদার। 

পাগলা এই দিদির মনে তুই আছি যেখানে 

হবেনা জায়গা কারো ওখানে। 

ভালো থাকিস ভাই,হ্যাপি ভাতৃ দ্বিতীয়া। 

০৩. ভাই দ্বিতীয়ার শুভেচ্ছা বার্তা কবিতা sms

সুদূর পরে কেঁদে উঠে  মন 

ভাই তোর কথা ভেবে চোখে আসে জল। 

ভালো থাকিস ভাই,তোর দীর্ঘায়ু কামনা করি। 

০৪.ভাই দ্বিতীয়ার শুভেচ্ছা বার্তা কবিতা sms

বছর ঘুরে আসে ভাই ফোঁটা 

সবথেকে খুশি হয় আমার মিষ্টি বোনটা। 

দাদাকে ফোঁটা পড়িয়ে উপহার নিতে বড্ড ভালোবাসে। 

একটু খানি বকে দিলেই ঠোঁট ফুলিয়ে কাঁদে। 

সকলকে শুভ ভাইফোঁটা। 

০৫.ভাই দ্বিতীয়ার শুভেচ্ছা বার্তা কবিতা sms

তোর কথা ভেবে ভেবে আবেগ ভরে চোখের কোনে জল আসে। 

যখন তোর মুখে ‘দিদিয়া’ ডাকটা কানে ভাঁসে।  

পরিশিষ্ট 

ভাই বোনেদের সুন্দর মেল বন্ধনের উৎসব ভাইফোঁটার শুভ ক্ষনে দিদি,দাদা,সকল ভাই ও বোনরা সমবেত হয় ভাই দ্বিতীয়ায় ভাইফোঁটা দিতে।

আপনারা ভাইবোনদের মিষ্টি মধুর উৎসবে দাদা দিদি ও ভাই বোনেরা আত্মীয় স্বজনদের মধ্যে ভাইফোঁটার শুভেচ্ছা বার্তা কবিতা স্ট্যাটাস গুলো মুঠো ফোনে শেয়ার করে নিজেদের মধ্যে আনন্দ ভাগ করে নিতে পারেন।

এই আর্টিকেল গুলোও পড়ে দেখুন 
5/5 - (1 vote)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here