সেরা ০৫ টি ইলেকট্রিক কেটলি (Best Five Electric Kettle)

মানুষের দৈনন্দিন জীবন যাপনের জন্য প্রতিদিন কোনো না কোনো নিত্যপ্রয়োজনীয় উপকরণের দরকার হয়। আজকে আপনাদের সুবিধার্থে নিত্যদিনের দরকারি একটি উপকরণ,

ইলেকট্রিক কেটলির রিভিউ নিয়ে এসেছি। আজকালকার দিনে একটা ইলেকট্রিক কেটলি ঘরে থাকলে আপনার নিত্যদিনের বহু ছোট ছোট কাজ গুলোর মুশকিল আসান সমাধান আপনি চুটকির মধ্যেই করে নিতে পারেন।

তাই আপনাদের কথা মাথায় রেখে আপনার বাজেটের মধ্যে আমরা সেরা ০৫ টি ইলেকট্রিক কেটলির রিভিউ নিয়ে এসেছি,আশাকরি আমাদের দেওয়া রিভিউ আপনাকে একটি ভালোমানের ইলেকট্রিক কেটলি নির্বাচনে সহায়তা করবে।

সেরা ০৫ টি ইলেকট্রিক কেটলি (Best Five Electric Kettle)

শীতকালে ঠান্ডাতে ঠান্ডা জল পান করা কষ্টসাধ্য ব্যাপার,তাই শীতকালে আমরা ঈষদ গরম জল পান করাটাই পছন্দ করি। কিন্তু গরম জলতো আর এমনি এমনি হবেনা,তার জন্য আপনাকে জল গরম করতে হবে।

সাধারণভাবে দেখতে গেলে উনুনে কিংবা গ্যাসের উনুনে জল গরম করতে বেশ খানিকটা বেগ পেতে হয়,কারণ- গ্যাসের উনুনে জল গরম করার জন্য সসপ্যান,লাইটার,গ্যাস ওভেন ইত্যাদির প্রয়োজন হয়।

কিন্তু আপনার ঘরে হাতের মুঠোর মধ্যে যদি একটা Electric Kettle থাকে তাহলে কোনো রকম ঝঞ্ঝাট ছাড়াই নিমেষের মধ্যে নিজের জন্যে জল গরম করে নিতে পারেন।

এখন আমরা আপনার বাজেটের মধ্যে সেরা ০৫ টি ইলেকট্রিক কেটলির রিভিউ তুলে ধরব। আমাদের দেওয়া কেটলির রিভিউ অবশ্যই আপনার জন্য একটি উত্তম মানের কেটলি কিনতে সহায়ক হবে।

ইলেকট্রিক কেটলির দাম (Electric Kettle Price )

বর্তমানে বাজারে যে সমস্ত ইলেকট্রিক কে Electric Kettle উপলব্ধ আছে,তার মধ্যে একটু ভালো মানের কোম্পানি দেখে শুনে Electric Kettle চয়ন করতে গেলে কেটলি গুলোর দাম প্রায় ১৫০০ টাকার মধ্যেই দেখতে পাওয়া যায়।

এছাড়াও ৫০০ টাকা থেকে ৭০০ টাকার মধ্যেও অনেক Electric Kettle আপনি পেয়ে যাবেন তবে সেই সমস্ত কোম্পনির বিল্ড কোয়ালিটি তুলনামূলক ভাবে ততটা ভালো নয়।

তাই আপনারা যখনই একটি ভালো প্রোডাক্ট কিনতে যাবেন তখন দামের সাথে সাথে,তার আগে কোম্পনির রেপুটেশন এবং কাস্টমার ফিড ব্যাক দেখে তার পর কিনবেন।

যাতে করে পরবর্তী কালে আপনাকে প্রোডাক্টের ফল্ট হলে হয়রানির স্বীকার যাতে না হতে হয়। আমরা আমাদের দৃষ্টিকোণ থেকে সবদিক বিচার বিবেচনা করার পর

সেরা ০৫ টি ইলেকট্রিক কেটলির রিভিউ দেওয়ার চেষ্টা করলাম। আপনারা চাইলে আমাদের প্রোডাক্টের অর্ডার নাও লিঙ্কে ক্লিক করে Electric Kettle গুলোর গুনগত মান বিচার করতে পারেন।

০১. Bajaj Majesty New KTX7 1-Litre Cordless Kettle (White)

কেটলি
ইলেকট্রিক কেটলি
  • শ্রেণী : Electric Kettle
  • দাম : ১৫৯০ টাকা।
  • ইনস্টলড করার দরকার পড়েনা।
  • কোম্পানির ব্র্যান্ড : বাজাজ।
  • মেটেরিয়াল : প্লাস্টিক।
  • ভোল্টেজ : ২৪০ ভোল্ট।
  • ওয়াট : ১১০০ ওয়াট।
  • প্রোডাক্ট ডাইমেনশন : ২০ X ১৬ X ১৯ সেমি।
  • রং : সাদা।
  • ধারণ ক্ষমতা : ০১ লিটার
  • কোম্পানির ওয়ারেন্টি : ০২ বছর।

বাজাজ ইলেকট্রিক হল বিশ্বমানের একটি ইলেকট্রিক কোম্পানি। আপনি আপনার শহরের মার্কেটে বিভিন্ন ধরণের বাজাজ কোম্পানির ইলেকট্রিক সরঞ্জাম দেখতে পেয়ে যাবেন।

বর্তমানে বাজাজ ইলেকট্রিক শুধু Electric Kettle তৈরী করেনা,বাজারে ইলেকট্রিক কেটলির পাশাপাশি বাজাজ কোম্পানির বিভিন্ন ধরণের ঘরোয়া ও ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিক ইন্সট্রুমেন্টের বিপুল সম্ভার রয়েছে।

তাই তুলনামূলক ভাবে বাজাজ ইলেক্ট্রিকের আফটার সেল সার্ভিস এবং কাস্টমার সাপোর্ট দুটোই খুবই ভালো। তাই আমাদের পছন্দমত বাজাজ কোম্পানির Electric Kettle টা কিনতে পারেন।

অবশ্যই পড়ুন : সেরা ০৫ টি ইলেকট্রিক রড ওয়াটার হিটার।

০২. Havells Aqua Plus 1.2 litre Double Wall Kettle

কেটলি 1
ইলেকট্রিক কেটলি
  • শ্রেণী : Electric Kettle
  • কোম্পানি ব্র্যান্ড : হাভেলস।
  • দাম : ১২৮২ টাকা।
  • রং : কালো।
  • মেটিরিয়াল : ধাতব পাতের উপর কালো রঙের কোটিং করা।
  • জল ধারণ ক্ষমতা : ০১.০২ লিটার।
  • ওয়াট : ১৫০০ ওয়াট।
  • ভোল্ট : ২৩০ ভোল্ট।
  • প্রোডাক্ট ডাইমেনশন : ২২.০৬ X ২১.০৪ X ১৯.৫ সেমি।

হাভেলস কোম্পানি একটি খুব ভালো ইলেকট্রিক প্রোডাক্ট নির্মাতা কোম্পানি। ভারতের কোম্পানি হাভেলস বিশ্ব স্তরীয় মানের ইলেকট্রিক প্রোডাক্ট নির্মাণ করে,

মানুষের মনে হাভেলস তার নিজস্ব ব্র্যান্ড ভ্যালু তৈরী করে নিয়েছে। হাভেলস বর্তমানে ইলেকট্রিক পাখা থেকে শুরু করে আয়রন,গিজার,ইলেকট্রিক সুইচ ছাড়াও বিভিন্ন ধরণের ইলেকট্রিক প্রোডাক্ট বাজারে উপলব্ধ আছে।

বাজারে হাভেলসের বিভিন্ন ইলেকট্রিক সামগ্রী উপযুক্ত পরিমানে উপলব্ধ থাকায় আপনি খুব সহজেই হাভেলসের ইলেকট্রিক পার্ট এবং নাগালের মধ্যেই কাস্টোমার সাপোর্ট পেয়ে যাবেন।

তাই আমরা বলব আপনি চাইলে হাভেলস কোম্পানির থেকে সেরা মানের একটি Electric Kettle কিনতে পারেন। হাভেলস কোম্পানির ইলেকট্রিক কেটলি আপনার বাজেটে একটি ভালো মানের ইলেকট্রিক কেটলি।

অবশ্যই পড়ুন : সেরা ০৫ টি ইলেকট্রিক হট ওয়াটার ব্যাগ।

০৩. KENT Stainless Steel Amaze Electric Kettle (1.8 L) – Cool Touch

কেটলি 2
ইলেকট্রিক কেটলি
  • শ্রেণী : ইলেকট্রিক কেটলি।
  • কোম্পানির ব্র্যান্ড : কেন্ট।
  • মেটিরিয়াল : প্লাস্টিক।
  • জলধারণ ক্ষমতা : ০১.০৮ লিটার।
  • দাম :১১০৯ টাকা।
  • ওয়াট : ১৫০০ ওয়াট।
  • ভোল্ট : ২২০ ভোল্ট।
  • রং : সাদা।
  • প্রোডাক্ট ডাইমেনশন : ২২ X ২০ X ১৬.০৫ সেমি।

কেন্ট হল একটি উন্নতমানের ইলেকট্রিক প্রোডাক্ট নির্মাতা কোম্পানি। বর্তমানে কোম্পানিটি ওয়াটার পিউরিফায়ার নির্মাণ করে বিশ্বের মানুষের আস্থা অর্জন করে নিয়েছে।

আজকে কেন্ট কোম্পানির তরফ থেকে দাবি করা হয়, কেন্ট কোম্পানির তৈরী ওয়াটার পিউরিফায়ার দ্বারা পরিশুদ্ধিত জল ভারতের সবথেকে শুদ্ধ পানীয় জল।

ধীরে ধীরে কেন্ট কাস্টমারের বিশ্বাস অর্জনের সাথে সাথে আরো অন্যান্য ইলেকট্রিক প্রোডাক্টের উপর ব্যবসার প্রসার বাড়াচ্ছে। বর্তমানে কেন্টের তৈরী প্রায় সকল প্রোডাক্ট যথেষ্ট ভাল।

তাই আপনারা কেন্ট কোম্পানির গুণবর্তার উপর সন্দেহ না করে নিঃসন্দে কেন্ট কোম্পানির ইলেকট্রিক কেটলি কিনতে পারেন।

০৪. Prestige Electric Kettle PKOSS – 1500watts, Steel (1.5Ltr)

কেটলি 2 1
ইলেকট্রিক কেটলি
  • শ্রেণী : ইলেকট্রিক কেটলি।
  • রং : মেটাল স্টিল কালার।
  • কোম্পানি ব্র্যান্ড : প্রেস্টিজ।
  • জল ধারণ ক্ষমতা : ০১.০৫ লিটার।
  • ওয়াট : ১৫০০ ওয়াট।
  • ভোল্ট : ২৩০ ভোল্ট।
  • মেটিরিয়াল : ধাতব মেটিরিয়ালে তৈরী।
  • দাম : ৭৮০ টাকা।

সম্প্রতি প্রেস্টিজ ইলেকট্রিক নির্মাতা কোম্পানি হিসাবে বাজারে যথেষ্ট নাম ডাক করে নিয়েছে। বর্তমানে প্রেস্টিজ কোম্পানির ইন্ডাকশন চুলা,তাওয়া,কুকার বিশেষভাবে ননস্টিকের বাসনপত্র তৈরী করে যথেষ্ট বিশ্বস্ততা অর্জন করেছে।

একজন ভালো ইলেকট্রিক কোম্পানি হিসাবে নতুন ইলেকট্রিক কেটলিও তৈরী করেছে প্রেস্টিজ। যা বাজারে উপলব্ধ অন্যান্য কোম্পানির কেটলির তুলনায় যথেষ্ট সস্তা এবং টেকসই।

০৫. Milton Insta Electric 1200 Stainless Steel Kettle, 1.2 Litres, Silver

কেটলি 3
ইলেকট্রিক কেটলি
  • শ্রেণী : ইলেকট্রিক কেটলি।
  • দাম : ৮৫৭ টাকা।
  • কোম্পানির ব্র্যান্ড : মিলটন।
  • রং : মেটালিক।
  • মেটিরিয়াল : ধাতব মেটিরিয়াল।
  • ওয়াট : ১২০০ ওয়াট।
  • ভোল্ট : ২৩০ ভোল্ট।
  • জলধারণ ক্ষমতা : ০১.০২ লিটার।
  • প্রোডাক্ট ডাইমেনশন : ২০.০৬ X ১৪.০২ X ১৮.০২ সেমি।

মিলটন কোম্পানি একটি বহুপুরোনো ভারতীয় বাসন নির্মাতা কোম্পানি। বর্তমানে কোম্পানিটি বাসনপত্র ছাড়াও বিভিন্ন ধরণের হটপট,গরম জলের বোতল,টিফিন বক্স আদি তৈরী করে থাকেন।

মিলটন কোম্পানির তৈরী কেটলি নিঃসন্দেহে একটি যথেষ্ট উৎকৃষ্ট মানের প্রোডাক্ট। কমপয়সায় মিলটন কোম্পানি কেটলি তৈরী করে বাজারে যথেষ্ট সুনাম করেছে। আপনারা পছন্দ হলে মিলটনের কেটলি কিনে দেখতে পারেন।

ইলেকট্রিক কেটলির ব্যবহার (Electric Kettle User Guide)

যুগোপযোগী ভাবে দেখতে গেলে ইলেকট্রিক কেটলির ব্যবহার দিন প্রতিদিন ক্রমশই বেড়ে চলেছে। তাছাড়া ইলেকট্রিক কেটলির ব্যবহার যথেষ্ট সহজ ও সুলভ।

আপনি একবার দেখেনিলেই খুব সহজেই ইলেকট্রিক কেটলি ব্যবহার করে জল গরম করে নিতে পারবেন। তাছাড়া ইলেকট্রিক কেটলি দিয়ে জল গরম করা ছাড়াও

যেমন- চা,কফি,ডিম সেদ্ধ করার মত কাজ গুলো অতি সহজেই মাত্র ০৫ মিনিটের মধ্যেই করে নিতে পারেন। আসুন ধাপে ধাপে ইলেকট্রিক কেটলির ব্যবহার কিভাবে করতে হয় শেখা যাক।

প্রথম ধাপ : ইলেকট্রিক কেটলি দিয়ে জল গরম করার জন্য সবার প্রথমে আপনাকে কেটলির ঢাকনার বোতামটাকে টিপে পরিমান মত জল ভরে নিতে হবে।

দ্বিতীয় ধাপ : এই ধাপে ইলেকট্রিক কেটলির বেস প্লেটের সকেটটিকে একটি ইলেকট্রিক বোর্ডের প্লাগের সঙ্গে গুঁজে দিয়ে সুইচ দিতে হবে। সুইচ অন করার পর আপনি ইলেকট্রিক কেটলিটাকে বেস প্লেটের উপর সঠিক ভাবে বসিয়ে নিন।

তৃতীয় ধাপ : তৃতীয় ধাপে আপনি আপনার কেটলির হ্যান্ডেলের সুইচটা অন করতেই জল গরমের সো সো আওয়াজ শুরু হয়ে যাবে। বিশ্বাস করুন ঘড়ির কাটায় ০৫ মিনিটের মধ্যে জল গরম হয়ে যাবে।

এছাড়া আপনাদের মনে ইলেকট্রিক কেটলি জলে ধোয়া যাবে কিনা এই বিষয় নিয়ে প্রশ্ন থাকতে পারে। কিন্ত আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি ইলেকট্রিক কেটলি জলে ধোয়া যায় কোনো রকম অসুবিধা হয়না।

পরিশিষ্ট

পরিশেষে এটাই বলব আমাদের দেওয়া সেরা ০৫ টি ইলেকট্রিক কেটলি রিভিউ হিসাবে ০৫ এর মধ্যে ০৪ এর অধিক রেটিং অনায়াসে দেওয়া যায়।

কারণ আমরা আমাদের ব্লগে যেসমস্ত প্রোডাক্টের রিভিউ দিয়ে থাকি সে সমস্ত প্রোডাক্ট গুলো বিশ্বের নামি কোম্পনি অনলাইন বিপনী Amazon এর থেকে দেওয়া হয়।

আপনারা চাইলে আমাদের দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি Amazon এর লিংক থেকে আমাদের রিভিউ করা প্রোডাক্ট গুলো কিনতে পারেন।

এই আর্টিকেল গুলোও পড়ে দেখতে পারেন –
5/5 - (1 vote)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here